23/06/2025
শুভ জন্মদিন Lionel Messi তুমি আমাদের শিখিয়ে দিয়েছো হেরে গেলেই সবশেষ নয়৷কষ্টকে সাথে নিয়ে কিভাবে স্বপ্ন পূরণ করতে হয় সেটা। তোমার জীবন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। 2014 সালে ফাইনাল হেরে নিঃশব্দে টফির সামনে দিয়ে হাঁটছিলে তখন আমাদের চোখেও জল ছিল। তোমার ব্যথাটা যেন আমাদের হৃদয় বাড়ছে, কিন্তু তুমি থেমে যাওনি।2018 সালে সময় ব্যর্থতা সবকিছুর মুখে দাঁড়িয়ে তুমি প্রমাণ করেছো 2022 সালের বিশ্বকাপ অর্জন করে। ভালোবাসা কখনো ব্যর্থ হয় না।জন্মদিনের 38 তম শুভেচ্ছা Leo Messi 🖤🌸