Md Mehedi hasun

Md Mehedi hasun hi, my name is MD Mehedi Hasan.my profession's graphic designer and clothes seller.from naogaon, raj.

ফেসবুক খুললেই বর্তমানে দেখি অধিকাংশ ইউজার বিশেষ করে মহিলা ইউজাররা --- আমার পরিবারে আসুন (মেয়েকে বিয়ে করে নয়, ফলো দিয়...
19/08/2025

ফেসবুক খুললেই বর্তমানে দেখি অধিকাংশ ইউজার বিশেষ করে মহিলা ইউজাররা ---

আমার পরিবারে আসুন (মেয়েকে বিয়ে করে নয়, ফলো দিয়ে),
একটু ভালোবাসা দিয়ে যান(জড়িয়ে ধরে নয়, স্টার দিয়ে)।
আমার বাড়িতে আসুন ( সত্যি সত্যি বাড়িতে নয়, ফেসবুকের ফ্রেন্ড লিস্টে বা ফলোয়ার লিস্টে)

ইত্যাদি ইত্যাদি বলে হা পিত্যেস করছেন একটা স্টারের জন্য। নিজেকে আকর্ষণীয় করতে কেউ কেউ ছোট অশ্লীল পোশাক পরছেন ঠিক অন্ধকার গলিতে রং চং মেখে দাঁড়িয়ে থাকা মহিলাদের মত। এসব দেখে সত্যিই খুব খারাপ লাগে। কতটা নির্লজ্জ হলে এসব করা যায়?
এর থেকে তো কৌটা নিয়ে ট্রেনে বা ফুটপাতে ভিক্ষা করতে পারেন। সেটা অনেক সন্মানের। কোনো ভদ্র ঘরের বৌ চেনা অচেনা সকলকে বলতে পারেন না -- আমাকে একটু ভালবাসা দিয়ে যান।

একটা অপসংস্কৃতি গ্রাস করে ফেলেছে আমাদের সমাজকে। আমাদের অস্থি মজ্জায় ঢুকে গেছে অপসংস্কৃতির জারক রস। গল্পে রাজা একা ল্যাংটা ছিল ভয়ে কেউ তাকে ল্যাংটা বলতে পারেনি। এখানে ল্যাংটাদের সংখ্যা অনেক বেশি তাই যারা ল্যাংটা নয় তারা ও ভাবছে ল্যাংটা হওয়াটাই হয়তো স্বাভাবিক। আর ল্যাংটা গুলো দুহাত তুলে ধেই ধেই নেচে নিজেদের জয়গান গাইছে।

কী খুব রাগ হচ্ছে আমার উপর? আচ্ছা আপনি বলুন তো কীভাবে আয় হয় ফেসবুক থেকে? কত স্টার হলে টাকা তোলা যায়? স্টার কারা দেয়, কেন দেয়? অনেক কিছুই জানেন না, অথবা ভুল জানেন। তাহলে শুনুন বেশিরভাগ স্টার দেয় কিছু লম্পট লুচ্চামি করার জন্য। আর কিছু দেয় নিজেকে সময়ের সঙ্গে মানিয়ে রাখতে , বন্ধু বান্ধবীদের সামনে নিজের স্টাটাস বজায় রাখার জন্য। আবার কিছু মহিলা দেয় অন্যদের লোভ দেখানোর জন্য। একটা স্টার গিফট করতে দেখলেই কারো কমেন্ট বক্সে দেখবেন কত মহিলা সেখানে গিয়ে লাভ রি-অ্যাক্ট দেয়, রিপ্লাই দেয়। অন্যের কমেন্ট বক্সে গিয়ে রিপ্লাই দেওয়া ও তো এক ধরনের নির্লজ্জতা। কিন্তু স্টার এখনের অমৃত ভান্ডার, তা পাওয়ার জন্য ছুটছে সবাই। তাতে কাপড় খুলে যায় যাক।

১০০০০ স্টার হলে আপনি টাকা তুলতে পারবেন। হ্যাঁ দশ হাজার! যে সমাজ ১ টাকা ভিক্ষা দেওয়ার ভয়ে কপালে হাত ঠেকায়, সেই সমাজ আপনাকে ফ্রীতে স্টার দেবে?

আপনি যদি কাউকে দেন তবেই আপনাকে তারা দেবে। হয় আপনাকে স্টার দিতে হবে নয়তো ইনবক্সে মজা। মজা দিলে আপনি অনেক কিছুই পাবেন। সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু যদি স্টার দিয়ে আপনাকে স্টার নিতে হয়? তাহলে জেনে রাখুন -- একটা স্টার আপনাকে প্রায় ৩ টাকা দিয়ে কিনতে হবে, কিন্তু আপনি ভাঙালে একটা স্টার থেকে পাবেন মাত্র ৮০ পয়সা। ফেসবুকের এটা একটা লুট করার পলিসি ছাড়া আর কিছু নয়।

তাই দয়াকরে এসবের থেকে দূরে থাকুন। অবসর সময়ে ফেসবুক করুন, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিন, স্বামী সন্তানের যত্ন নিন। উইকলি চ্যালেঞ্জ পূরণ না করে সন্তানের হোম টাস্কের খেয়াল করুন।

আপনার গুন থাকলে তার এমনিই সবাই জানবে। সময়ের অপেক্ষা শুধু।

ভালো থাকবেন। আমার কথায় কষ্ট পাবেন না।
কিন্তু আমি যেটা বলেছি ভেবে দেখুন, চারিদিকে তাকিয়ে দেখুন -- এক বর্ণ ও মিথ্যা নয়।
(©️এক ভাইয়ের লিখা।)

🌸 জীবনের আসল মূল্য 🌸একজন গরিব ছেলেকে সবাই ছোট করে দেখত। ছেলেটা সারাদিন বাজারে কাজ করত, কারও দোকানে মাল তুলত, কারও ব্যাগ ...
18/08/2025

🌸 জীবনের আসল মূল্য 🌸

একজন গরিব ছেলেকে সবাই ছোট করে দেখত। ছেলেটা সারাদিন বাজারে কাজ করত, কারও দোকানে মাল তুলত, কারও ব্যাগ বহন করত। তার স্বপ্ন ছিল একদিন নিজের একটা দোকান হবে।

একদিন একজন ভদ্রলোক এসে বলল –
👉 “তুমি এত কষ্ট করছ কেন? এসব দিয়ে তো কিছু হবে না।”

ছেলেটা হেসে উত্তর দিল –
👉 “ভাইয়া, আজকে আমি যত ঘাম ঝরাচ্ছি, একদিন সেই ঘামের দামে আমি আমার স্বপ্ন কিনব।”

বছরের পর বছর কেটে গেল। যে ছেলেটাকে সবাই অবহেলা করত, সে নিজের কঠোর পরিশ্রম আর সততার কারণে বাজারে সবচেয়ে বড় দোকানের মালিক হলো।

আজও ছেলেটা বলে –
💡 “স্বপ্ন একদিনে পূরণ হয় না, কিন্তু যে লড়াই থামায় না, তার স্বপ্ন একদিন নিশ্চয় পূরণ হয়।”

অচেনা মানুষ, অচেনা গল্প​রোজকার মতোই রিন্টু তার ছোট চায়ের দোকানে বসে ছিল। দোকানে ভিড় কম। হঠাৎ একটা বয়স্ক লোক এলেন। তার...
14/08/2025

অচেনা মানুষ, অচেনা গল্প
​রোজকার মতোই রিন্টু তার ছোট চায়ের দোকানে বসে ছিল। দোকানে ভিড় কম। হঠাৎ একটা বয়স্ক লোক এলেন। তার পরনে ছেঁড়া শার্ট, মুখে দুশ্চিন্তার ছাপ। তিনি কাঁপা কাঁপা হাতে রিন্টুর কাছে একটা এক টাকার বিস্কুট চাইলেন।
​রিন্টু অবাক হলো। তার দোকানে এক টাকার বিস্কুট নেই। সে লোকটিকে বললো, "চাচা, আমার কাছে তো এক টাকার বিস্কুট নেই। এক প্যাকেট বিস্কুট নিন, দাম লাগবে না।"
​লোকটি হাসলেন। বললেন, "না বাবা। আমি কোনো ভিক্ষুক নই। আমার আজ পকেটে এক টাকাও নেই। তাই এক টাকার বিস্কুট চেয়েছিলাম।"
​রিন্টু লোকটির কথা শুনে মুগ্ধ হলো। সে তাকে একটা গরম চা আর বিস্কুটের প্যাকেট দিল। বললো, "চাচা, আজ আপনি আমার মেহমান।"
​লোকটি চুপ করে খেলেন। যাওয়ার সময় বললেন, "বাবা, আমি একজন শিল্পী। একসময় অনেক বড় বড় কাজ করেছি। এখন সময়টা ভালো যাচ্ছে না।"
​এরপর তিনি তার ঝোলা থেকে একটি ছবি বের করলেন। ছবিটি দেখে রিন্টু হতবাক। এটি একটি পুরনো ফটোগ্রাফির কাজ, যা দেখতে একদম জীবন্ত। রিন্টু ছবিটি মুগ্ধ হয়ে দেখতে লাগলো। ছবিটি বিক্রি করে তিনি কয়েক হাজার টাকা পেলেন।
​রিন্টু সেই ছবিটি তার দোকানের সামনে রেখে দিল। প্রতিদিন বহু লোক সেই ছবিটি দেখতে আসে। রিন্টুর দোকানের বিক্রি অনেক বেড়ে গেল। আর সেই অচেনা শিল্পীও মাঝে মাঝে এসে রিন্টুর সাথে চা পান করেন।

অভাব মানুষের কাঁধে শুধু সংসারের বোঝা নয়, অপমান আর অসম্মানের দাগও চাপিয়ে দেয় প্রতিদিন।😔
14/08/2025

অভাব মানুষের কাঁধে শুধু সংসারের বোঝা নয়, অপমান আর অসম্মানের দাগও চাপিয়ে দেয় প্রতিদিন।😔

13/08/2025

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

22/04/2025

আমি দৌড়াচ্ছি-অসমাপ্ত চাহিদার পেছনে,

এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়..!

ভেবেছিলাম, একদিন পূর্ণ হবো; ভেবেছিলাম, সব পাওয়া হবে, কিন্তু?

আজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখি-আমি ফাঁকা, আমার ভেতর শুন্যতার গর্জন..! যা কিছু জড়ো করেছি, সবই মায়ার প্রতিচ্ছবি, ছুঁতে গেলেই বিলীন!'

আমি শুধু এক অস্তিত্বহীন উপমা-নামহীন, রূপহীন, শূন্যতায় গড়া...

20/03/2025
জীবনের পথে চলতে গিয়ে বহু মানুষের সঙ্গে পরিচয় হয়েছে—কেউ ছিলেন ভালো, কেউবা খারাপ। অনেকের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে, আ...
14/03/2025

জীবনের পথে চলতে গিয়ে বহু মানুষের সঙ্গে পরিচয় হয়েছে—কেউ ছিলেন ভালো, কেউবা খারাপ। অনেকের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে, আবার কারো সঙ্গে ভালো থাকার চেষ্টা করেও বিপরীত অভিজ্ঞতা হয়েছে।

সময়ের সাথে সম্পর্ক বদলায়, মানুষ বদলায়, পরিস্থিতিও বদলে যায়। তবু প্রতিকূলতার পাহাড় পেরিয়ে জীবনকে এগিয়ে নিতে হয়, কারণ চলার পথ থেমে থাকে না। সুখ-দুঃখ, সফলতা-বিফলতা—সবকিছু নিয়েই জীবন গঠিত। তাই যা কিছু ঘটে, তা স্বাভাবিকভাবেই গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়াই শ্রেয়।

একজন শিক্ষক..... ছাত্রকে বলছেন_অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া, নিজের দুঃখ-দুর্বলতা সবার সামনে প্রকাশ করা— এগুলো কোনো ...
03/03/2025

একজন শিক্ষক..... ছাত্রকে বলছেন_
অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া, নিজের দুঃখ-দুর্বলতা সবার সামনে প্রকাশ করা— এগুলো কোনো পরিণত মানসিকমন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থেকো, প্রার্থনা কর...

"আমার বাবা-মা আমাকে বোঝে না, বন্ধুরা আমাকে সময় দেয় না, কাছের মানুষ আমাকে অবহেলা করে"— এসব ভাবনাকে প্রশ্রয় দিও না। কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ।

কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে? বরং এমন এক ব্যক্তিত্ব গড়ে তোলো, যাতে তোমার উপস্থিতিই সম্মানের অনুভূতি সৃষ্টি....
সংগ্রীহিত #

পাকিস্তানি একজন লেখক বলেছিলেন;- আমার জানাজায় আসলে একটু সময় মত আসার চেষ্টা করবেন; দা`ফন যারা করে তারা "আমার" মত অপেক্ষা ক...
24/02/2025

পাকিস্তানি একজন লেখক বলেছিলেন;-

আমার জানাজায় আসলে একটু সময় মত আসার চেষ্টা করবেন; দা`ফন যারা করে তারা "আমার" মত অপেক্ষা করবেনা।

কত গভীর এই দুইটা লাইন। অপেক্ষা কি; সে কেবল ওই মানুষটা জানে, যে ফিরবেনা জেনেও অপেক্ষা করে গেছে একটা দীর্ঘ সময়।

সাগরের মাঝখানে ডুবে যাওয়ার আগমুহূর্ত পর্যন্ত চারদিকে তাকিয়ে একটু ঠাই পাওয়ার অপেক্ষায় যেমন মানুষ ছটফট করে। অপেক্ষার সময় টা হয়তো তেমনই।

- সংগ্রহীত।

18/02/2025

তুমি চন্দ্রমুখি, তুমি বিশালতা
তুমি উপমা, তুমি অদ্ভুত সুন্দর।

Address

Hat Naogaon
6500

Telephone

+8801758508773

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Mehedi hasun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Mehedi hasun:

Share