Harun's Physics Academy

Harun's Physics Academy Physics Tutor, Motivator, Skill Developer, Problem Identify & Solve that, SMM & SEO Expert, etc.

৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত বিজ্ঞান কুইজ এবং বিজ্ঞান অলিম্পিয়াড দুই পর্বেই কয়াপাড়া...
16/01/2025

৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত বিজ্ঞান কুইজ এবং বিজ্ঞান অলিম্পিয়াড দুই পর্বেই কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। এই দুই পর্বে প্রথম স্থান অর্জন করার জন্য কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী সিএম মুঈন, এন-আম আহমেদ ও তাহসিন- কে অনেক অনেক অভিনন্দন।

11/05/2024

With Md. Harun-Or Rashid – I just got recognised as one of their top fans! 🎉

সেই মেট্রোরেলে ঘোরাঘুরিDSHE এর ভাইভা পরীক্ষার সুবাদে বন্ধুর সাথে সাক্ষাৎ। সেই সাক্ষাৎ হলো অন্যরকম ভাবে। মিরাকলও বলা চলে।...
05/05/2024

সেই মেট্রোরেলে ঘোরাঘুরি

DSHE এর ভাইভা পরীক্ষার সুবাদে বন্ধুর সাথে সাক্ষাৎ। সেই সাক্ষাৎ হলো অন্যরকম ভাবে। মিরাকলও বলা চলে। আমিও টিকিট কেটে ট্রেনে উঠার জন্য উপরে যাই। সেই সময় বন্ধুও ট্রেন নিয়ে চলে আসছে। সেই সময় কিছু ঘটনাও ঘটেছিল।(সেটা বলা যাবে না)। তারপর দুই বন্ধু আলাপ করতে করতে উত্তরা (উত্তর) স্টেশনে নামি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশনে উঠি আর উত্তরা(উত্তর) স্টেশনে নামি। এই ২০ মিনিটে মেট্রোরেল সম্পর্কে অনেক কিছু শেখা হয়ে গেছে। এই আনন্দঘন মুহূর্ত উপহার দেওয়ার জন্য বন্ধুকে অনেক ধন্যবাদ।

স্মার্ট ফোনের দৌরাত্ম্য, হারিয়ে যাচ্ছে লেখাপড়া।গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে ...
30/04/2024

স্মার্ট ফোনের দৌরাত্ম্য, হারিয়ে যাচ্ছে লেখাপড়া।

গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়তেছে তুই বসে আছিস! অথচ ৮/১০ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বর ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হতো। সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত-দিন পড়তো। যে কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল।

বোর্ড পরীক্ষার আগে আল-ফাতাহ, পাঞ্জেরী, পপি গাইড, শিওর সাকসেস, টপ ব্রিলিয়ান্ট সাজেশন্সেরও খুব কদর ছিল। আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলতো।

মাত্র ৮/১০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর ছাত্র-ছাত্রীদের বাজারে তো দূরের কথা ঘরের বাইরে দেখলেই সবাই অবাক হতো, শাসন করতো। আর এখন বাড়ী গেলে দেখি অনেক রাত পর্যন্ত ছেলেরা বাজারে আড্ডা দিচ্ছে, কেউ কিছু বলছে না। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোন পড়ার শব্দ নেই। গ্রুপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস, পাব্জি, ফ্রী ফায়ার, টিকটক, চুলের বিভিন্ন স্টাইল কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি, গ্রুপিং করা, শিক্ষা গুরুর সাথে বেয়াদবী, শিক্ষকের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙ্গা, বেয়াদবী এগুলোই এখন তাদের পছন্দের তালিকা।

সংগৃহীত পোস্ট।

08/04/2024

Communities In The Path Of Totality Prepare For Monday's Solar Eclipse

A total solar eclipse is taking place on Monday, April 8, 2024, visible across North America and dubbed the Great North American Eclipse by some media. A solar eclipse occurs when the Moon passes between Earth and the Sun, thereby obscuring the image of the Sun for a viewer on Earth.

Date: April 8, 2024

Location: Earth

Coordinates: 25°18′N 104°06′W / 25.3°N 104.1°W

Greatest eclipse: 18:18:29

Magnitude: 1.0566

Max. width of band: 198 km (123 mi)

(P1) Partial begin: 15:42:07


Md. Harun-Or Rashid
Everyone

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন।রাজশাহী-নওগাঁ মহা সড়কে মান্দায় পিকআপও সিএনজির সাথে সড়ক দুর্ঘটনায়  মা-ছেলের মর্মা...
04/04/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন।

রাজশাহী-নওগাঁ মহা সড়কে মান্দায় পিকআপও সিএনজির সাথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।
আমাদের নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার চকদোচাই ( বাবনাবাজ) গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃফিরোজ আলীসহ সপরিবারে সিএনজি যোগে নজিপুর যাওয়ার পথে মান্দা থানাধীন এলাকায় সড়ক দুর্ঘটনায় ফিরোজের ০৫ মাসের শিশু (ছেলে সন্তান) স্পটেই মারা যান, ফিরোজের স্ত্রী (ICU) চিকিৎসা চলাকালীন অনুমানিক রাত ৮ টার পর মারা গেছেন।
সবাই ফিরোজের পরিবারের জন্য দোয়া করবেন।মহান আল্লাহ তায়ালা সবাইকে সুস্থতা দান করুন ও সবাইকে হেফাজত করুন।
আমিন।


Md. Harun-Or Rashid

03/04/2024

রেফারির আজব হাঁটা চলা

ফুটবল খেলা বিশ্বের জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম। উৎসুক দর্শক অধীর আগ্রহে বসে খেলা দেখেন। সেই খেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন রেফারি। আবার সেই রেফারির হাঁটা যদি হয় অন্যরকম, তাহলে দর্শক খেলা দেখা বাদ দিয়ে তার চলাফেরা লক্ষ্য করবেন। দারুণ হাঁটা চলা আপনারাও দেখতে থাকুন।☺️☺️☺️😁😁??

😞দেখতে দেখতে চলে গেলো ৩ মাস।😞❤️গুরুর কাছে থেকে উপহার পেতে কে বা না চাই ?হোক সেটা অতি সামান্য কিন্তু যদি সেটা হয় গুরু প্...
30/03/2024

😞দেখতে দেখতে চলে গেলো ৩ মাস।😞

❤️গুরুর কাছে থেকে উপহার পেতে কে বা না চাই ?
হোক সেটা অতি সামান্য কিন্তু যদি সেটা হয় গুরু প্রদত্ত উপহার তাহলে সেটা আকাশ সমান ।❤️

❤️ধন্যবাদ স্যার এত সুন্দর সুমহান উপহার দেওয়ার জন্য ।❤️
এই ৩ মাসে পেয়েছি অনেক নতুন মানুষ , কিছু বন্ধু, কিছু বড় ভাই/বোন, কিছু ছোট ভাই/বোন । 🥺🥺
এই ৩ মাস আমরা ছিলাম একটি ছোট্ট পরিবারের মতো।😟
রাগ, অভিমান, হাসি, ঠাট্টা, খুব আনন্দের মধ্য দিয়ে কেটেছে এই ৩ মাস।😟

এখন থেকে এদের সবাইকে ছেড়ে আবার আগের মতো করে থাকতে হবে, আর পাওয়া যাবে না সেই ৮ ঘণ্টা যেখানে ছোট্ট একটি ল্যাবের মধ্যে আমরা একসঙ্গে থাকতাম।😮‍💨😮‍💨
আর হবেনা গল্প, আনন্দ, হাসি, মজা।😒

বিদায়,
"ই-লার্নিং অ্যান্ড আর্নিং"
৪র্থ ব্যাচ
ল্যাব B

মিস করবো Masum Mithu Mijanur Rahman MD Taufique Hasan স্যারদের ।
সেই সাথে মিস করবো সকল ভাই বোনদের।

যেখানেই থাকুন ভালো থাকুন।
সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুক।
দেখা হবে কোনো এক অচেনা জায়গায় সেদিন অবশ্যই বলবো "কেমন আছেন ভাই/আপু ?"

🎉দেখা হবেই ইনশাআল্লাহ 🎉

"E-Learning and Earning Ltd" Admission Test TodayAdmission test is a different experience. If there is no good preparati...
24/03/2024

"E-Learning and Earning Ltd" Admission Test Today

Admission test is a different experience. If there is no good preparation, what happens, cannot be explained. And it determines a lot about a candidate. So everyone should take the exam with preparation before any exam.

Address

Naogaon-Rajshahi Highway
Hat Naogaon
6510

Alerts

Be the first to know and let us send you an email when Harun's Physics Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share