Âx Ábdûr Øńîk

Âx Ábdûr Øńîk 🥀 Àssálamu Âlaikúm 🥀

🥀 please follow my page and support me 🥀

গল্প : সিনিয়র আপুর সাথে প্রেম পর্ব : ০২ সেদিন এর মত বাসায় চলে আসছিলাম!মিম আপুকে কে সেদিন খুব করে বলতে ইচ্ছে করছিলো"" তুম...
22/05/2025

গল্প : সিনিয়র আপুর সাথে প্রেম

পর্ব : ০২

সেদিন এর মত বাসায় চলে আসছিলাম!
মিম আপুকে কে সেদিন খুব করে বলতে ইচ্ছে করছিলো"" তুমি শুধু আমার ""

কিছুক্ষন পর বাহিরে গেলাম..,,
হঠাৎ করে চোখে পড়লো.. মিম আপু তার ছোট বোন কে স্কুলে নিয়ে যাচ্ছে!!

মিম আপুর ছোট বোন ১০ শ্রেণীতে পড়ে!!

আমি ভাবলাম সুযোগ একটা পেয়েছি মিম আপুর সাথে কথা বলার!!

আমি এক দৌড়ে মিম আপুর কাছে গেলাম!

মিম আপু বলল : কিছু বলবা ফারহান??

আমি : না, তেমন কিছু না কিন্ত সেদিন তো আপনাকে আইসত্রিুম খাওয়াতে পারিনি তাই আজকে খাওয়াবো!!

মিম আপু : না থাক ঐ টা রইলো পরে এক সময় খাবো!!

মিম আপু ওনার বোন কে নিয়ে স্কুল এর দিকে যাইতেছে!!

আমিও পিছন পিছনেই যাচ্ছি!!

বোন কে স্কুল কে পৌছে দিয়ে মিম আপু আমাকে বলল: ফারহান এগুলা কিন্তু ঠিক না!!

আমি : কি ঠিক না আমি আবার কি করলাম!

মিম আপু : কি করেছো তুমি যানো না??

আমি : কিছু করলে তো যানবো!!

মিম আপু : তুমি আমার বোনের পিছু পিছু ঘুরঘুর করো কেনো বুঝি না মনে হয়!!

আমি : আচ্ছা আপনার কি মনে হয় ঐ তবলা মার্কা মেয়ের পিছনে আমি ঘুরঘুর করি!!

মিম আপু : কিহ্ আমার বোন তবলা মার্কা??

আমি : না ঠিক তা না কিন্ত কেমন যেনো হাবলা মার্কা!!

মিম আপু : আবার!!

এইটুকু বলে মিম আপু চলে গেলো!
আমি কোন ভাবেই বুঝাতে পারছি না যে মিম আপুকে আমি পছন্দ করি বা ভালোবাসি!!

মিম আপুর মনে আমার জন্য জায়গা আছে কি না সেটা পরিক্ষা করার জন্য কলেজের একটা মেয়েকে প্রপোজ করতে হবে!!

আমার অন্য কারো সাথে রিলেশন এর কথা শুনে যদি মিম আপুর হালকা একটুও মন খারাপ হয়ে যায়!!

তাহলে তখনি মিম আপুকে প্রপোজ করে ফেলবো!!

পরদিন কলেজে গিয়েই সিংগেল কোন মেয়ে খুজতে লাগলাম!!

অনেক কষ্টে ফ্রেন্ডের সাহায্য নিয়ে একটা মেয়ে খুজে পেয়েছি!!

কিন্ত মেয়েটা আমার সাথে প্রেম করতে রাজি হচ্ছে না!!

কারন মেয়েটা একটু ভদ্র টাইপ ছিলো মেয়েটার কথা একটাই!!

আমি নাকি বেয়াদব, ফাজিল আরো অনেক কিছু বলছে!!

আমি বললাম আজকে থেকে সব ছেড়ে দিবো যদি তুমি পাশে থাকো!!

মেয়েটা আমার কথায় বিশ্বাস করে আমার দিকে তার হাতটা বাড়িয়ে দিলো!!

এমন সময় হঠাৎ করেই আমার কানের নিচে কে যেনো ঠাটিয়ে একটা চড় মারলো!!

আমার মাথা ঘুরে নিচে হাটুগেড়ে বসে পড়লাম!!

আমার সামনে মিম আপু এসে দাড়ালো রাগি রাগি চেহারা নিয়ে!!!

আমি মিম আপু কে বললাম : বুঝলাম না আমি কখন কি করলাম চড় মারলেন যে!!

মিম আপু : অনেক কারন আছে শুনতে হবে না !!

আমি : মানে কী, মারলেন ঠিক আছে তবে কারন টা তো বললেন!!

মিম আপু : এখানে এসে মেয়েদের সাথে ইটিশ পিটিশ করতেছিস তাই??

আমি : আমার ইচ্ছে হয়ছে আমি করবো কিন্ত আপনার কী??

মিম আপু : না তুই করতে পারবি না!!

আমি : আজব তো নিজেও প্রেম করবেন না আমাকেও করতে দিবেন না!!

এই বলেই চলে আসতে লাগলাম পিছন থেকে মিম আপু আমার হাত ধরে ফেললো!!

আমার হাত ধরে টানতে টানতে ক্লাস রুমের দিকে নিয়ে গেলো!

মিম আপু : আচ্ছা তুই কি সত্যি রিলেশন করতে চাছ???

আমি : হুম কেনো??

মিম আপু : তহলে আমার বোনের সাথে করিয়ে দেবো ৫ বছর অপেক্ষা কর!!
আমি যানি তুই একটু দুষ্টু তবে খারাপ ছেলে না!!
তাই তোকে ভালো লাগে!!

আমি : আপনার ভালো লাগে তো আপনি রিলেশন না করে আপনার বোনের সাথে করিয়ে দিতে চাচ্ছেন কেনো!!

মিম আপু : তাই!!

আমি : তাই মানে কি হ্যা দূর আপনার সাথে কথাই বলবো না!!

এটা বলেই বাসায় চলে আসলাম!
তবে মনে মনে অনেক আনন্দ অপভোগ করলাম!

কারন মিম আপুর মনে আমার জন্য একটু হলেও যায়গা আছে তাহলে!!

একবার ভাবলাম প্রপোজ টা করেই ফেলি কিন্ত আপুর কাছে বিচার দিলে আমি শেষ!!

কখন যে দিন শেষ হয়ে রাত নেমে আসছে!
বুঝতেই পারিনি!!

রাতেও ঠিকঠাক ভাবে ঘুমাতে পারিনি,,
কারন মাথার মধ্যে সব সময় মিম আপুর কথা, ই ঘুরপাক খাচ্ছিল!!

এসব জিনিস ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও যানি না!!

সকালে ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নিতেই দেখলাম মিম আপু অনেক বার ফোন দিয়েছিলো!!!

আমি তখনি মিম আপু কে ফোন দিলাম!!
আমার ফোন দিতে দেরি হয়ছে কিন্ত মিম আপু রিসিভ করতে দেরি করেননি!!

মিম আপু : কি"গো এখনো ঘুমাচ্ছো নাকি??

আমি : হঠাৎ করে এত ভালো ব্যাবহার কাহীনি কী??

মিম আপু : ওমা আমি মনে হয় তুমার সাথে সব সময় খারাপ ব্যাবহার করি!!

আমি : না ঠিক তা না তবে,, আচ্ছা আপনি এখন কোথায়?

মিম আপু : এইতো কলেজের দিকে যাচ্ছি!!

আমি : ওহ্ আচ্ছা!!

মিম আপু : কেনো তুমি আজকে আসবে না কলেজে?

আমি : না আজকে শরীর টা ব্যাথা তাই আর যাবো না!!

মিম আপু : কেনো কি হয়েছে!!

আমি : রাতের ঘুম ভালো হয়নি!!

মিম আপু : কেনো চুরি করতে গিয়েছিলে নাকি??
আর ফারহান আজকে তুমার আপু কলেজে আসবে না বললো কেনো??

আমি : কি,,, আপু আজকে কলেজে যাবে না আপনাকে কে বলছে??

মিম আপু : তুমার আপু আমাকে একটু আগে ফোন করে বলল.. শুইনো তো কি হয়েছে ওর !!

মিম আপুর কথা শুনে মনটা খুশি তে মেতে উঠলো!!

কারন কলেজে মিম আপুর সাথেই আপু থাকে সব সময়!!

তাই আপুর সামনে মিম আপুকে কিছু বলতে পারি না!!
তবে আজ একটা সুযোগ পেয়েছি!!

আমি মিম আপুকে বললাম আপুর শরির টা ভালো না জ্বর -ঠান্ডা - কাশি তাই আজকে হয়তো আর কলেজ যাবে না!!

মিম আপু : ওহ্ আচ্ছা!!

আমি : হুম চিন্তা কইরেন না আমি আসতেছি আপনি একা একা থাকবেন এটা মানা যায় না!!

মিম আপু : হুম আসো তাহলে!!

আমি কলেজে চলে আসলাম তবে বাসা থেকে বের হওয়ার সময় আপুর রুমের দরজা টা লাগিয়ে দিয়ে আসছি যাতে আপু চাইলেও আর কলেজে না আসতে পারে!!!

কারন আজকে আমি মিম আপু কে প্রপোজ করেই ছাড়বো!!

তাই আপুর গোলাপ ফুল গাছ থেকে সব গুলো গোলাম ছিঁড়ে এক গুচ্ছ গোলাপ বানিয়ে,,, কলেজে আসলাম!!

কলেজে ঢুকতেই দেখলাম মিম আপু আমার জন্যই অপেক্ষা করছে!!

আমি এক গুচ্ছ গোলাপ পিছনে লুকিয়ে সামনের দিকে যাচ্ছি খেয়াল করলাম!!

মিম আপু আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে!!!

চলবে???

গল্প : সিনিয়র আপুর সাথে প্রেম পর্ব : ০১ সকালে ঘুম ভাঙলো আপুর ডাকে!!আপু : কী নবাব সাহেব এখনো ঘুমাচ্ছেন আজ কলেজ নেই বুঝি!!...
21/05/2025

গল্প : সিনিয়র আপুর সাথে প্রেম

পর্ব : ০১

সকালে ঘুম ভাঙলো আপুর ডাকে!!

আপু : কী নবাব সাহেব এখনো ঘুমাচ্ছেন আজ কলেজ নেই বুঝি!!

আমি : দূর দিলি তো সপ্ন টা নষ্ট করে!!
কি সুন্দর সপ্ন ছিলো যানিছ!!

আপু : কি সপ্ন শুনি??

আমি : সপ্নে দেখলাম তোর বিয়ে হচ্ছে আর আমি কবজি ডুবিয়ে খাচ্ছি!!

আপু আমাকে টেনে হিচরে বিছানা থেকে নামিয়ে বললো এখন আবার খাটের নিচে গিয়ে ঘুমিয়ে পরিছ না!!

আমি কলেজে গেলাম তুই তাড়াতাড়ি চলে আছিস!!

হঠাৎ শুনতে পেলাম বাসার নিচে থেকে আপুর ফ্রেন্ড মিম আপুর ডাক!!

আমি লাফ দিয়ে উঠে আপুর আগে গিয়ে দরজা টা খুলে দিলাম!!

মিম আপু হলো আমার Crush অনেক দিনের সপ্ন মিম আপুর সাথে প্রেম করে সুখের সংসার করবো তবে মিম আপু তো আমার মনের কথা বুঝতেই চায় না !!

মিম আপু বলল : এই তোর আপু কই রে??

আমি : আপু তো ঘুমাচ্ছে আপনি ভিতরে আসেন, বসেন আমি চা নাস্তা করে নিয়ে এসে দুজন মিলে গল্প করতে থাকি!!

আপুর ঘুম ভাঙলে দুজন এক সাথে কলেজে যেতে পারবেন!!

মিম আপু :না থাক কলেজের সময় হয়ে যাচ্ছে তোর আপু ঘুম থেকে উঠলে কলেজে পাঠিয়ে দিছ!!

আমি : ডাক না দিলে আপুর ঘুম ভাঙবে কি করে!!

আপনি ভিতরে আসুন আমি আপনার হাত ধরে আপুর রুমে নিয়ে যাচ্ছি!!

মিম আপু : এত মেহমানদারি করতে হবে না আমি গেলাম!!

এমন সময় আমার আপু এসে আমার কানে চিমকি কেটে

বলল : বাটপারি কম কম করবি আমি তোকে ঘুম থেকে টেনে তুললাম, আর তুই বলতেছিস আমি নাকি ঘুমাচ্ছি!!

আরো অনেক কথা শুনিয়ে আমকে অসহায় এর মত রেখে তারা চলে গেলো!

( আমি ফারহান, আমার বড় আপুর নাম সাবিহা, আপু আমার থেকে মাত্র ২ বছরের বড়!!
আপু আর মিম আপু ইন্টার ফাইনাল ইয়ার এর ছাত্রী আর আমি ইন্টার ফাস্ট ইয়ার, মিম আপু যাকে ঘিড়ে আমার হাজারো সপ্ন সে আমার থেকে মাত্র ১ বছরের বড়)

আজকের দিনটাই খারাপ যাবে,
ভাবছিলাম মিম আপুর সাথে বসে কফি খাবো!!
সেটাও হলো না,,!!

ছোটবেলায় দুষ্টু ছিলাম,
তবে এখন কারো কারো কাছে বখাটে একটা ছেলে, সবাই বলে আমার মুখে নাকি মধু আছে!!

আমি প্রতিদিন কলেজে যাই শুধুমাত্র মিম আপুকে দেখতে!!

কেমন যেনো মিম আপুর প্রতি আমার দূর্বলতা কাজ করে!!

ফ্রেশ হয়ে আমিও কলেজে গেলাম!
কি ক্লাস করবো,, আমি তো মিম আপুদের ক্লাস রুমের সামনে দিয়েই ঘুরঘুর করতে লাগলাম!!

সব ক্লাস এ স্যার কোন ছাত্র ছাত্রী বাহিরে নেই!!
শুধু মাত্র আমি ছাড়া!!

হঠাৎ করেই স্যারের সাথে চোখাচোখি হলো!!

স্যার বলল : এই ফারহান এদিকে আসো!!

আমি : জ্বী স্যার!

স্যার : তুমাদের ক্লাসে স্যার নেই??

আমি : হুম আছে তো!!

স্যার : তো এখানে কি করছো!!

আমি : এখানে আমি আমার কাজ করছি ওখানে স্যারের কাজ স্যার করছে! সিম্পেল!!

স্যার : ও আচ্ছা!!

আমি : জ্বী!!

স্যার : ওয়েট ওয়েট কি বললা আবার বলো তো! স্যার তো ক্লাস নিয়ে স্যারের কাজ করছে বুঝলাম!! তবে তুমার এখানে কি কাজ??

আমি : ঐ যে আমার আপু!

স্যার : হুম তুমার আপু তো কি হয়ছে?

আমি : সকালে আপুর সাথে অনেক ঝড়রা হয়েছে তাই আপু অনেক রাগ করেছে তাই এখন আপু কে সরি বলতে এসেছি
সরি না বললে ক্লাস এ মন ই বসবে নাহ্ !!

স্যার : এটা কোন টাইম হলো নাকি একটু পর ক্লাস শেষ হলে সরি বলে নিও!!

আমি গুনগুন করে বললাম,, আর একটু মিম আপু কে দেখে যাই!!

স্যার : কিছু বললে??

আমি : জ্বী না স্যার আচ্ছা তাহলে আসছি!!

আমি তখন চিৎকার করে বললাম,, মিম আপু আজ তাহলে আসি!!

স্যার : হুপ ফাজিল কানের পোকা নাড়িয়ে দিয়েছে!!

আমি এক দৌড়ে আমার ক্লাস ঢুকলাম!!

আমাদের স্যার বলে উঠল : এই এই কিছু না বলে হুট করে কই যাচ্ছো ফারহান!!

আমি : হুম ঠিকিত কই যাচ্ছি আমি!!
না স্যার আমি ঠিক জায়গাতেই আসছি এইজে আমাদের ক্লাস!!

স্যার : হুম চিনতে পারছো তাহলে!!
কিন্ত আমার তো এখন যাওয়ার সময় হয়ে আসলো বলে!! আচ্ছা এতখন কই ছিলে??

আমি : স্যার পানি খেতে গিয়েছিলাম!!

স্যার : ওহ্ আমি তাহলে ভুল দেখছি!!

আমি : স্যার আপনার তো ৭০ এর উপরে বয়স ভুল দেখতেও পারেন, তবে কি দেখছেন সেটা কিন্ত বলেননি!!

স্যার : হুপ ফাজিল তোকে তো আমি ঐ ক্লাস এর সামনে দিয়ে ঘুরঘুর করতে দেখলাম!!

( এইরে ধরা পড়ে গিয়েছি, কেমনডা লাগে ওখান থেকে তাড়িয়ে দিলো এখানে রুমে ঢুকতে দিতেছে না!! কি যে এক জ্বালাতন এর মধ্যে পড়লাম)

আমি : স্যার পানির বতল আপুর কাছে তো তাই!!

স্যার : বুঝি বুঝি এখন চুপচাপ ছিটে গিয়ে বস!!

আমি চুপচাপ ভদ্রতার সাথে ছিটে বসলাম!
আমার ছিট ছিলো একদম পিছনে সেখানে আমি ছাড়া আর কেও বসার সাহস পায় না,
সরি সাহস পায় তবে বসতে চায় না!!

কারন টেবিলটা ভাঙ্গা!!
আর আমার ভাঙ্গা ছিট বেচে নেওয়ার পেছনের কারন হলো,,, আমি একটু মাথাটা নিচু করলে!!

আমি স্যার কে দেখতে পাই না!
হয়তো স্যার ও আমাকে দেখতে পায় নাহ্,, এতটাই পিছনের ছিট!!

ক্লাসে কেও সবথেকে বেশি চিল্লাপাল্লা করা যে কথা!
আমার চুপচাপ ভদ্রতার সাথে বসে থাকা সেই একি কথা!!

নিশ্চুপ এ দুষ্টামো করার মজায় আলাদা রকমের একটা কিক পাওয়া যায়!!

আমার ছিটের আশেপাশে কেও ই বসতে চায় না!
সেন্টারফ্রুট খেয়ে চুল সহ জামা কাপড়ে লাগিয়ে দেই তাই!!!

কেও কিছু বলতে পারে না, কারন হলো আমার বাবা এলাকার প্রভাবশালী দের মধ্যে একজন!!

ক্লাস শেষ করে ভাবছিলাম বাসায় চলে যাবো!
তবে বাহিরে বের হতেই দেখতে পেলাম,,
কলেজের মাঠে আপু আর মিম আপু আইসত্রিুম খাচ্ছে!!

আমি নিচে নেমে দাড়িয়ে দাড়িয়ে এক দৃষ্টিতে মিম আপুর খাওয়া দেখছিলাম!!

ইসস!! কি সুন্দর ঠোট একটা কামুড় দিতে পারলে ভালো লাগতো!!

ভাবতে লাগলাম আমি যদি আইসত্রিুম হতে পারতাম, তাহলে মিম আপু এভাবেই আমাকে কিস করতো!!

হঠাৎ করেই মিম আপু আমার দিকে তাকিয়ে

বলল : কিরে ফারহান ওখানে ওমন বোকার মত দাড়িঁয়ে রইছিস কেনো?
বুঝেছি তোর আইসত্রিুম খেতে মন চেয়েছে, কিন্ত পকেটে টাকা নেই তাই না!!

আমি বললাম : আমার পকেটে এখনো যে টাকা আছে সেগুলো দিয়ে আপনাকে পুরো দুকান এর সব আইসত্রিুম কিনে দিতে পারবো!!

মিম আপু : ওহ্ তাহলে কিনে দে!!

আমি : দিতাম কিন্ত আপনি আমাকে প্রথমেই অপমান করেছেন তাই দিবো না!!

তখন মিম আপু আমার আপুকে কানে কানে ফিসফিসিয়ে বলল : ফারহান কে ধরে নিয়ে আয় তো, মনে হচ্ছে ওর কাছে অনেক টাকা আছে!!
ওর টাকা দিয়ে আজকে আমরা বড়সড় একটা পার্টি দিবো!! ( পরে শুনেছি এগুলা)

সাবিহা আপু বলল : ফারহান ভাই আমার একটু এদিকে আসবি??

আমি তাদের শয়তানি বুজতে পারিনি!
তাই আপুর কাছে যেতেই দুজন মিলে আমাকে ধরে ফেলো!!

আর ছিনতাই কারীর মত আমার সারাশরীর সার্চ করে আমার ওয়ালেট খুজতে শুরু করলো!!
কিন্ত কোথাও পেলো না!

আপু : কিরে তোর ওয়ালেট কই???

আমি : ওহ্ তোমরা টাকা নেওয়ার জন্য এ রকম ছেচরামি করতেছো!! আমাকে বললেই ৩ হাজার টাকার নোট বের করে দিয়ে দিতাম!!

মিম আপু : ফাইজলামি না করে বলে ফেলো ওয়ালেট কোথায় রেখেছো!!

আমি : আরে পিছনের পকেট ভালো ভাবে খুজে দেখছো!!

আপু আমার পিছনের পকেট ভালো ভাবে খুজে ৫ টাকার একটা নোট পেলো তাও এই ৫ টাকার নোট টা রাতের অন্ধকার ছাড়া চালানো অসম্ভব!!

কারন ঐ নোট এতটাই ছিঁড়া যে মাঝ খানে হাত না দিলে টাকা টা দু ভাগে ভাগ হয়ে যায়!!

তখন মিম আপু রেগে বলল : ফয়িন্নি কোথাকার,, আবার বড় বড় কথা যে পুরো দুকান এর আইসত্রিুম কিনে দিবে!!

এই বলে আমাকে ছেড়ে দিলো!
আমি পকেটে ওয়ালেট রাখি না চুরি হওয়ার ভয়ে তাই সব সময় ব্যাগের চিপায় রাখি!!

আমি ব্যাগ থেকে ওয়ালেট বের করে,, ৫ টা চকচকে এক হাজার টাকার নোট আপু আর মিম আপুকে দেখিয়ে এক দৌড়ে কলেজের গেইটের সামনে এসে,,..

দাত কেলিয়ে একটা হাসি দিয়ে বললাম : ফয়িন্নি কে এখন বুঝতে পারছেন??

তখন তারা দুজন হতভাগ হয়ে আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে রইলো!!!

তবে আমি আর তাদের ফাদে পা দিবো নাহ্!!

চলবে???

পাশের বাসার আন্ট নতুন ডিজাইনের সোফা কিনলো....,🙂
14/05/2025

পাশের বাসার আন্ট নতুন ডিজাইনের সোফা কিনলো....,🙂

14/05/2025

আপনার রব কে..?
(^_^)

Not meter
14/05/2025

Not meter

28/04/2025

#

21/12/2024

:হতাশ হবেন না..!
একদিন দেখবেন ফুলের মতো আপনার
জীবনটাও পরিবর্তন হয়ে গেছে।
" ইনসাআল্লাহ। 🌸

Address

Hat Naogaon
6500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Âx Ábdûr Øńîk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share