Bangladesh Health Assistant Association, Naogaon.

Bangladesh Health Assistant Association, Naogaon. স্বাস্থ্য সহকারীদের সুখ ও দূঃখের সাথী। সর্বদা স্বাস্থ্য সহকারীদের স্বার্থে সত্য নির্ভীক বচনে অঙ্গীকার।

এখন থেকে যে সকল মামলা সরাসরি আদালতে  করা যাবে না:এতে মামলার জট অনেকটা কমে যাবে ১)পারিবারিক আদালতের মোকদ্দমা২)চেক এর মামল...
03/07/2025

এখন থেকে যে সকল মামলা সরাসরি আদালতে করা যাবে না:

এতে মামলার জট অনেকটা কমে যাবে

১)পারিবারিক আদালতের মোকদ্দমা
২)চেক এর মামলা (৫ লক্ষ টাকার কম)
৩)যৌতুকের (৩ ও ৪ ধারা)
৪)নারী নির্যাতন মামলা (১১গ)
৫)বন্টন সম্পর্কিত বিরোধ
৬)অগ্রক্রয় মামলা

এখন থেকে সরাসরি আদালতে দায়ের করা যাবে না।
আগে Legal Aid যেতে হবে(দরখাস্ত করতে হবে)। মধ্যস্থতা না হলে তারপর আদালতে মামলা করতে হবে।

স্বাস্থ্য সহকারীদের আন্দোলন: সঠিক পথেই এগিয়ে যাচ্ছে ✊বিশেষ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক এক ট্রেনিংয়ে অংশগ্রহণকারী বিশ্ব ...
27/06/2025

স্বাস্থ্য সহকারীদের আন্দোলন: সঠিক পথেই এগিয়ে যাচ্ছে ✊

বিশেষ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক এক ট্রেনিংয়ে অংশগ্রহণকারী বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরা স্বীকার করেছেন—
স্বাস্থ্য সহকারীদের দাবি না মানলে জাতীয় টিসিভি কর্মসূচি বাস্তবায়ন সম্ভব নয়।

👉 সকল ট্রেইনারই আমাদের আন্দোলনকে যৌক্তিক ও সময়ের দাবি বলেছেন।
👉 বিশ্ব স্বাস্থ্য সংস্থাও মন্ত্রণালয়ে সুপারিশ করেছে দ্রুত দাবি মেনে টিসিভি ক্যাম্পেইন চালু করার।

এছাড়া জানা গেছে, অধিদপ্তর ইতোমধ্যে সম্মত হয়েছে, এখন শুধু সিদ্ধান্ত ঝুলে আছে মন্ত্রণালয়ে।
আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনেই এ অগ্রগতি এসেছে।

✅ এখন দরকার সাহস ও দৃঢ়তা।
✅ ভয় না পেয়ে, বিভ্রান্ত না হয়ে, শেষ পর্যন্ত একসাথে এগিয়ে চলা।

আসুন, এই যৌক্তিক আন্দোলনকে চূড়ান্ত বিজয়ে পরিণত করি।
✊ স্বাস্থ্য সহকারীদের সম্মান নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
#নেতৃত্বে_আস্থা #স্বাস্থ্যসহকারী #দাবি_আন্দোলন

22/06/2025

চলমান কর্মসূচির আলোকে আগামী ২৪/০৬/২০২৫ ইং তারিখে নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮-১০টা অবস্থান ধর্মঘট। সবাইকে ব্যানার তৈরী করে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।

ঘোষণায়
অনুপ কুমার ঘোষ
সাধারণ সম্পাদক
BHAA, নওগাঁ জেলা শাখা।।

ঐক্যের জয় সর্বত্র!৪৪৯টি উপজেলা ও ৬৪টি জেলা একসাথে যেভাবে সংগঠিতভাবে আমাদের দাবি আদায়ের কর্মসূচি পালন করছে, তাতে আমরা শত...
02/06/2025

ঐক্যের জয় সর্বত্র!

৪৪৯টি উপজেলা ও ৬৪টি জেলা একসাথে যেভাবে সংগঠিতভাবে আমাদের দাবি আদায়ের কর্মসূচি পালন করছে, তাতে আমরা শতভাগ আশাবাদী - দাবি আদায় এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র।

একজন সাধারণ স্বাস্থ্য সহকারী হিসেবে যেমন আমাদের দায়িত্বশীল আচরণ বজায় রাখতে হবে, তেমনি নেতৃত্বের প্রতি সম্মান ও শৃঙ্খলা রক্ষা করাও জরুরি।
ফেসবুকসহ সকল মাধ্যমে এমন কোনো বক্তব্য বা পোস্ট এড়িয়ে চলা উচিত যা অনৈক্য সৃষ্টি করে।

মনে রাখবেন, কেন্দ্রীয় সিদ্ধান্তে আস্থা ও শ্রদ্ধা রেখে চললে কর্তৃপক্ষও আমাদের ঐক্য ও সংহতির মূল্য বুঝবে।
একতা, শৃঙ্খলা আর সম্মানই আমাদের সবচেয়ে বড় শক্তি।

দাবি আদায় হবেই - ঐক্যের পথে আমরা অদম্য।

#স্বাস্থ্যসহকারী #ঐক্য #দাবি_আন্দোলন #শৃঙ্খলা #নেতৃত্বে_আস্থা

কি আছে সরকারি চাকরি অধ্যাদেশে, কেন এটি বাতিল চেয়ে সচিবালয়ে বিক্ষোভ।২০১৮ সালের সরকারি চাকরি আইন সংশোধন করে গত বৃহস্পতিবার...
27/05/2025

কি আছে সরকারি চাকরি অধ্যাদেশে, কেন এটি বাতিল চেয়ে সচিবালয়ে বিক্ষোভ।

২০১৮ সালের সরকারি চাকরি আইন সংশোধন করে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া অনুমোদন চূড়ান্ত হয়। এরপর থেকেই এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা।

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সোমবার টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। স্বাভাবিকভাবেই তাই এ ব্যাপারে প্রশ্ন উঠেছে কী আছে এই অধ্যাদেশে। কেন এই অধ্যাদেশ বাতিল চেয়ে বিক্ষোভ করছে সচিবালয় কর্মচারীরা।

কী আছে এই অধ্যাদেশে এবার দেখে নেওয়া যাক সেই অধ্যাদেশটি। সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ হুবহু তুলে ধরা হলো:

সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন)-এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয় এবং যেহেতু সংসদ যাওয়া অবস্থায় রয়েছে এবং রাষ্ট্রপতির কাছে এটি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে; সেহেতু সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন:

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন। (১) এই অধ্যাদেশ সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হবে। (২) এটি অবিলম্বে কার্যকর হবে।

২। ২০১৮ সালের ৫৭ নং আইনে ধারা ৩৭ক এর সন্নিবেশ। সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৩৭ এর পর নিম্নরূপ নতুন ধারা ৩৭ক সন্নিবেশিত হবে, যথা: ৩৭ ক। সরকারি কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধান।

(১) এই আইন বা এই আইনের অধীন প্রণীত বিধিমালায় যা কিছুই থাকুক না কেন, যদি কোনো সরকারি কর্মচারী-

(ক) এমন কোনো কাজে লিপ্ত হন, যা অনানুগত্যের (insubordination) শামিল বা যা অন্য যেকোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে, অথবা

(খ) অন্যান্য কর্মচারীর সঙ্গে সমবেতভাবে বা এককভাবে, ছুটি ছাড়া বা কোনো যুক্তিসংগত কারণ ছাড়া, নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন, অথবা

(গ) অন্য যেকোনো কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তার কর্তব্য পালন না করার জন্য উসকানি দেন বা প্ররোচিত করেন, অথবা

(ঘ) যেকোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন,

তাহলে এটি হবে একটি অসদাচরণ এবং সে জন্য তিনি উপ-ধারা (২) এ বর্ণিত যেকোনো দণ্ডে দণ্ডনীয় হবেন।

(২) উপ-ধারা (১) এ উল্লিখিত কোনো কর্মের জন্য কোনো সরকারি কর্মচারীকে নিম্নবর্ণিত যেকোনো দণ্ড দেওয়া যাবে, যথা:

(ক) নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ;

(খ) চাকরি থেকে অপসারণ; এবং

(গ) চাকরি থেকে বরখাস্ত।

(৩) যে ক্ষেত্রে কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে উপ-ধারা (১) এ বর্ণিত কোনো অপরাধের জন্য কার্যধারা গ্রহণ করা হয়, সেই ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ অথবা এ উদ্দেশ্যে তৎকর্তৃক, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, অভিযোগ গঠন করবেন এবং সংশ্লিষ্ট সরকারি কর্মচারীকে, অতঃপর অভিযুক্ত বলে অভিহিত, কেন এই ধারার অধীন দণ্ড আরোপ করা হবে না এই মর্মে নোটিশ জারির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেবেন এবং অভিযুক্ত ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে শুনানি করতে ইচ্ছুক কি না, ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি তাও ওই নোটিশে উল্লেখ করবেন।

(৪) অভিযুক্ত কারণ দর্শালে তা বিবেচনার পর এবং, ক্ষেত্রমতো, তিনি ব্যক্তিগত শুনানিতে উপস্থিত হলে শুনানি গ্রহণের পর, যদি নিয়োগকারী কর্তৃপক্ষ বা অভিযোগ গঠনকারী ব্যক্তি অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন, অথবা যদি নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্ত কারণ না দর্শিয়ে থাকেন, তাহলে নিয়োগকারী কর্তৃপক্ষ বা অভিযোগ গঠনকারী ব্যক্তি নোটিশের মাধ্যমে নোটিশে বর্ণিত প্রস্তাবিত দণ্ড কেন আরোপ করা হবে না, নোটিশ জারির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে তার কারণ দর্শানোর নোটিশ দেবেন।

(৫) উপ-ধারা (৪) এর অধীন প্রদত্ত নোটিশের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কারণ দর্শালে তা বিবেচনার পর অথবা নির্ধারিত সময়ের মধ্যে কারণ না দর্শালে নিয়োগকারী কর্তৃপক্ষ উপ-ধারা (৪) এর অধীন নোটিশে বর্ণিত যেকোনো দণ্ড অভিযুক্তের ওপর আরোপ করতে পারবেন।

20/05/2025

কেন্দ্রীয় নির্দেশনা। সবাই ফলো করুন।

ঘুরে ঘুরে ক্লান্ত, এবার দাবি আদায়ের সিদ্ধান্ত নিতে হবে রাজপথ থেকেই!সামনে আসছে ওপেন এসআরপি, পিসিভি, এমআর ক্যাম্পেইনের মতো...
03/05/2025

ঘুরে ঘুরে ক্লান্ত, এবার দাবি আদায়ের সিদ্ধান্ত নিতে হবে রাজপথ থেকেই!

সামনে আসছে ওপেন এসআরপি, পিসিভি, এমআর ক্যাম্পেইনের মতো কঠিন, সময়সাপেক্ষ কর্ম।
অথচ এই কাজের জন্য যে সম্মানী দেওয়া হয়, তা অত্যন্ত নগণ্য।
বেতন বৈষম্য এখনো রয়ে গেছে, নিয়োগবিধিসহ আমাদের দাবির কোনো সুরাহা হয়নি আজও।

আমরা ঘুরেছি অধিদপ্তরের পথে—চেষ্টা করেছি সংলাপ ও ধৈর্যের মাধ্যমে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের দাবি মানা হয়নি।
যথেষ্ট হয়েছে—এবার প্রয়োজন কঠোর ভাবে রাজপথে অবস্থান।

এই অন্যায় ব্যবস্থা রুখতে হলে, আমাদের সংগঠিত হতে হবে। প্রয়োজন হলে রুটিন ইপিআইসহ ক্যাম্পেইন বর্জনের কথাও ভাবতে হবে।

নওগাঁ জেলার পক্ষ থেকে আহ্বান—পরবর্তী সভায় সকল জেলার নেতৃবৃন্দ উপস্থিত হয়ে একটি কঠিন ও একতাবদ্ধ সিদ্ধান্ত নিন।

64 জেলার দায়িত্বশীল স্বাস্থ্য সহকারী এতদিন অনেক লিখেছেন, মাঠে খুব কমই দেখেছি।এখন মাঠে আসুন। যদি কোন জেলা অনুপস্থিত থাকে তাদেরকে চিহ্নিত করা হবে জাতির শত্রু হিসেবে।
#স্বাস্থ্যসহকারী
#স্বাস্থ্যসহকারীরআন্দোলন
#ইপিআইবর্জন

Address

Hat Naogaon

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Health Assistant Association, Naogaon. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Health Assistant Association, Naogaon.:

Share