02/09/2024
কোথাও যোগাযোগ কমে গেলে- অন্য কোথাও তুমুল যোগাযোগ গড়ে ওঠে'। সুতরাং কেউ আপনার সঙ্গ ত্যাগ করেছে মানে অন্য কোথাও সে তার নতুন সঙ্গী খুঁজে পেয়েছে।
সূর্যের উদয় অস্ত মানেইই শুরু আর শেষ না। কোথাও সূর্য ডুবে যাওয়া মানে- অন্য কোথাও তুমুল আলোর সকাল।
কিছু কিছু মানুষ আমাদের জীবনে মন খারাপের রাত্রি নামিয়ে দিয়ে অন্য কোথাও আলো ঝলমলে সকালের আয়োজন করে। আমাদের সেই রাত আর ফুরায় না..! 💔🥀