
21/07/2025
🌿মাইলসটোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আজকের অনাঙ্ক্ষিত দুর্ঘটনায় আমাদের এই শিক্ষাই দেয় আমরা শত সচেতন থাকা সত্ত্বেও প্রতিনিয়ত অনিশ্চিত জীবনের বাসিন্দা!🌿
🌿আমরা যে যাই চায়না কেন ঘটে আল্লাহপাক যা চান তাই! আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত জীবনটাই আমাদের প্রতি আল্লাহ প্রদত্ত নেয়ামত! তাই আমাদের উচিত যতক্ষণ দেহে নিঃশ্বাস আছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা 🌿
🌿আমরা যতই ক্ষমতার অধিকারী আর বৃত্তশালী হয়ে থাকি না কেন আমাদের সাধ্যে আর সামর্থ্যে নাই মৃত্যুর পথযাত্রী মানুষকে জীবন দান করা আর আল্লাহ যাকে বাঁচতে চান থাকে মারা! আল্লাহ যাকে বাঁচতে চান কোনো না কোনো উসিলায় সে বাঁচবেই! আর আল্লাহ যাকে মারতে চান কারো সাধ্যে না তাকে বাঁচানোর!🌿
🌿প্রকৃতপক্ষে প্রতিনিয়ত আমরা অনিশ্চিত জীবনের বাসিন্দা, পৃথিবীতে আমরা সবাই মুসাফির, ক্ষণিকের মেহমান অথচ এই আমরা একে অন্যের প্রতি লোভ, হিংসায় আর অহংকারে এই নিষ্ঠুর সত্যটা ভুলে থাকি! মানুষ হয়ে মানুষের অপমান করি, অসম্মান করি আর মনুষ্যত্ব হীন জীবন যাপন করি!🌿
🌿অথচ চোখের এক পলকেই অনাঙ্ক্ষিত দুর্ঘটনায় আমাদের সব নিঃশেষ হয়ে যেতে পারে, তবে কিসের এতো অহংকার,লোভ আর হিংসা! আল্লাহপাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন 🤲🌿
আমার সকল ফ্রেন্ডস এন্ড ফলোয়ারের প্রতি রইল আন্তরিক অভিনন্দন শুভকামনা অফুরন্ত ভালোবাসা আর শুভ রাত্রি! ভালো থাকবেন সবাই! আসসালামুয়ালাইকুম!by Shahin Akter Chowdhury mala 💥🌿❤️🌿❤️🌿💥