07/03/2024
চট্টগ্রাম থেকে আকাশ-এর নতুন HD সেট টপ বক্সের যাত্রা শুরু হলো
নতুন এই বক্সে যে সকল ফিচার পাবেন গ্রাহকরাঃ
✅ নেক্সট জেনারেশন ইউজার ইন্টারফেজ-
বাংলা ও ইংরেজি ভাষায় ইন্টারসেন, ক্যাটাগরি কিংবা পছন্দ অনুযায়ী চ্যানেলের গ্রুপ তৈরি করে মুহুর্তেই খুঁজে নিন পছন্দের চ্যানেল বা অনুষ্ঠান।
✅ আকাশ HD সেট টপ বক্স-
নতুন HD সেট টপ বক্স আরও আধুনিক প্রযুক্তির তাই এর সারাউন্ডিং সাউন্ড আরও বেশী বাস্তব, ছবির কালার আরও বেশী প্রাণবন্ত এবং ৫ গুন বেশী শার্পার।
✅ আকাশ HD ইউনিভার্সাল রিমোট-
এই রিমোট দ্বারা টিভি ও সেট টপ বক্স দুটোই আপারেট করা যায়।
✅ নতুন HD ভিউয়িং এক্সপেরিয়েন্স-
সরাসরি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে সিগনাল আর নতুন টেকনোলজির সেট টপ বক্স মিলে দিবে আরও সেরা HD ভিউয়িং এক্সপেরিয়েন্স।
✅ সেরা পিকচার কোয়ালিটি-
সরাসরি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে সিগনাল আসে তাই সারাদেশে পিকচার কোয়ালিটির ধারাবাহিকতা থাকবে অটুট।
✅ এক বছরের সার্ভিজ গ্যারান্টি-
১ বছরের মধ্যে সেট টপ বক্সের যেকোন সমস্যার জন্য সকল ধরণের সার্ভিসিং সাপোর্ট দেওয়া হবে।
✅ ২৪/৭ সেবা কাস্টমার সার্ভিজ-
আকাশ সংক্রান্ত যেকোন অনুসন্ধান অথবা সমাধান পাবেন আকাশ কল সেন্টারে বা MyAkash অ্যাপে।
এছাড়া আকাশের রেগুলার সুবিধাসমূহ তো পাবেনই।