Md jabed

Md jabed DXN is a multilevel marketing company based in Malaysia. DXN products are marketed by affiliated companies Daehsan,

Founded in 1993 by Datuk Dr. Lim Siow Jin, DXN manufactures and markets dietary supplements containing the mushrooms Ganoderma or Lingzhi. Assalamu Alaikum, I am very simple person, I love people, always try to do good for people and love to be with people.

27/07/2023

বাবুটা অনেক কিয়োট❤️❤️❤️

ওজন কমাবেন???সঠিক সিদ্ধান্ত নেওয়া টা আপনার,দায়িত্ব টা আমারতাহলে দেরি কেনো????   ❤️❤️❤️Dxn mycoveggie ❤️❤️❤️👍২৪ টা হারবাল...
18/05/2022

ওজন কমাবেন???
সঠিক সিদ্ধান্ত নেওয়া টা আপনার,
দায়িত্ব টা আমার
তাহলে দেরি কেনো????
❤️❤️❤️Dxn mycoveggie ❤️❤️❤️
👍২৪ টা হারবাল খাবারের সমন্বয়ে তৈরী খাবার।
এর মাঝে আছে ইশ্ববকুলের ভুষি, ভুট্টার গুড়া,৬ প্রকার মেডিসিনাল মাশরুম,ননি পাতা, স্পিরুলিনা, লবং সহ আরো অনেক খাবার।
উপকারীতাঃ ৷৷৷
# চর্বি কমাবে
# পেট পরিস্কার করবে
# শরীরের ওজন কমবে
# পায়খানা পরিস্কার করবে
# কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করবে
# মেয়েদের পিরিয়ড নিয়মিত করবে
# গ্রোথ বাড়াবে
# শরীরে শক্তি জোগাবে
# নিয়মিত প্রসাব পায়খানা হবে।
# জমে থাকা চর্বি দূর করে শরীর কে হাল্কা রাখবে।
খাবারের নিয়মঃ
প্রতিদিন সকালে এক চামচ মাইকোভিজি পাওডার ১ গ্লাস পানির সাথে মিশিয়ে খাবেন।
তারপর ২ গ্লাস ফ্রেশ পানি খাবেন।
খাওয়ার পর হাটা হাটি করবেন এতে পেটে চাপ পরে প্রসাব পায়খানা ভাল হবে ও টক্সিন বের হবে
জার লাগবে ইনবক্সে করোন
হোয়াটসঅ্যাপ করুন 01816140282

আজ আপনাদের মাঝে পরিচয় করে দিতে চাই আমার DXN বিজনেস পার্টনার জনাব "ইয়ামিন হক বসুনিয়া" ভাইকে। যার অনেক গুলো পরিচয় রয়েছে। 👉...
17/05/2022

আজ আপনাদের মাঝে পরিচয় করে দিতে চাই আমার DXN বিজনেস পার্টনার জনাব "ইয়ামিন হক বসুনিয়া" ভাইকে।
যার অনেক গুলো পরিচয় রয়েছে।
👉তিনি একজন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক।
👉তিনি কুয়েতে জাতিসংঘের অধিনে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
👉তিনি একজন সাহিত্যিক।
👉তিনি একজন গীতিকার।
👉তিনি একজন গায়ক।
👉তিনি খুব ই ভালো কবিতা আবৃত্তি করতে পারেন।
👉তিনি একজন কুয়েত প্রবাসী।
চাকরির পাশাপাশি অবসর সময়েকে কাজে লাগিয়ে অল্প কিছু দিনে DXN সিষ্টেমে "STAR DIAMOND" পজিশন কমপ্লিট করেন।
আলহামদুলিল্লাহ, গত এপ্রিল মাসে DXN থেকে উনার, ইনকাম আসছে কুয়েতের ১৮০.০১ দিনার। যা বাংলাদেশের হিসাবে প্রায় ৫৪,৫০০ টাকা।
কোন অজুহাত নয় সফলতার জন্য দরকার জনাব ইয়ামিন হক বসুনিয়া ভাইয়ের মতো কঠিন সিদ্ধান্ত। যে অল্প কিছু দিনের ভিতরে, তার সফলতার জায়গা তৈরি করে নিয়েছেন।
আপনিও চাইলে হতে পারেন কোনো রকমের পুঁজি ছাড়া নিজের মেধাকে কাজে লাগিয়ে একজন আন্তর্জাতিক ব্যবসায়ী হতে।

আর এই আন্তর্জাতিক বিজনেসের মর্যাদা আপনি আপনার জীবিত থাকা অবস্থায় ভোগ করবেন। আপনার মৃত্যুর পরে আপনার পরিবার ভোগ করবে।

DXN শুধু স্বপ্ন বিক্রি করে না, স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করে।

আপনি চাইলে 👆👆 আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। পরিবর্তে কিভাবে কি করতে হবে। এবং বিজনেসকে কিভাবে এগিয়ে নেওয়া যাবে সম্পুর্ন আলোচনা হবে। ইনশা আল্লাহ।

পজিটিভ থাকুন, পজিটিভ চিন্তা করুন, পজিটিভ চিন্তা ভাবনা আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। Good morning (DXN)

17/05/2022

ফেসবুক নেশা নয়,
পেশা হয়ে উঠুক যুব সমাজে...
অনলাইন কে ব্যবহার করে উদ্যোক্তার জগত তৈরি হোক...

DXN Apple Fermented JamDXN Apple Fermented Jam is made from naturally fermented fresh apples. It is individually packed ...
16/04/2022

DXN Apple Fermented Jam

DXN Apple Fermented Jam is made from naturally fermented fresh apples. It is individually packed for your convenience and to ensure its freshness. It is great to be used as spread and can be mixed with water as a refreshing beverage for consumption.

HiHow you doing
24/03/2022

Hi
How you doing

21/03/2022

They are having a lot of fun?

  🍁২৪ টা হারবাল খাবারের সমন্বয়ে তৈরী খাবার।এর মাঝে আছে ইসুবগুলের ভুষি, ভুট্টার গুড়া,৬ প্রকার ঔষধি  মাশরুম,ননি পাতা, স্পি...
16/02/2022



🍁২৪ টা হারবাল খাবারের সমন্বয়ে তৈরী খাবার।
এর মাঝে আছে ইসুবগুলের ভুষি, ভুট্টার গুড়া,৬ প্রকার ঔষধি মাশরুম,
ননি পাতা, স্পিরুলিনা, লবঙ্গ সহ আরো অনেক খাবার।

উপকারিতা সমূহ নিম্নরূপ:

🔸 শরীরের চর্বি কমাবে।
🔸 পেট পরিষ্কার করবে।
🔸 শরীরের ওজন কমবে।
🔹 পায়খানা পরিষ্কার করবে।
🔹 কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করবে।
🔸 মেয়েদের পিরিয়ড/রজচক্র/ঋতুস্রাব নিয়মিত করবে।
🔹শরীরের গ্রোথ বাড়াতে সহায়তা করবে।
🔸 শরীরে শক্তি জোগাবে।
🔹 নিয়মিত পস্রাব,পায়খানা হবে।
🔸 জমে থাকা চর্বি দূর করে শরীরকে হালকা রাখবে।

✅✅খাবারের নিয়ম:

প্রতিদিন সকালে এক(০১) চা চামচ মাইকোভিজি পাউডার
এক (০১)গ্লাস জলের/পানির সাথে মিশিয়ে খাবেন।
তারপর দুই(০২) গ্লাস ফ্রেশ জল/পানি পান করুন।

🗣️🗣️খাওয়ার পর হাঁটা হাঁটি করবেন।
এতে পেটে চাপ পরে
পস্রাব,পায়খানা ভালো হবে ও শরীর থেকে টক্সিন(জৈব বিষ) বের হবে।

✔️✔️ ডিক্সন এর পণ্য কোনো ঔষধ নয়।
কিন্তু, ঔষধি গুণাগুণ সম্পন্ন।

❇️সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে গঠিত মাশরুম পণ্য।
✳️সকল বয়সের লোকেরা আমাদের কোম্পানির পণ্য
ব্যবহার করতে পারেন। কোনো অসুবিধা নেই।
✳️কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

☘️ডিএক্সন এর পণ্য সম্পূর্ণ হালাল সার্টিফাইড।
☘️বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) কর্তৃক অনুমোদিত।
☘️বিএসটিআই(BSTI) কর্তৃক অনুমোদিত।

👉👉পণ্যটি সম্পর্কে বিস্তারিত জানতে ও অর্ডার করতে
ইনবক্সে যোগাযোগ করুন। 👈👈

  Black Coffee DXN ব্ল্যাক কফির উপকারিতা:১ - এলারজি রোধক : এলারজি এজমা চুলকানি রোগের জন্য এটি উপকার দেয়।২ - DXN ব্ল্যাক ...
15/02/2022

Black Coffee

DXN ব্ল্যাক কফির উপকারিতা:

১ - এলারজি রোধক : এলারজি এজমা চুলকানি রোগের জন্য এটি উপকার দেয়।

২ - DXN ব্ল্যাক কফিতে স্মৃতিশক্তি বাড়ায়: ব্ল্যাক কফি মস্তিষ্ককে আরও সচল থাকতে সাহায্য করে। যার ফলে স্মৃতিশক্তি অনেকখানি বেড়ে যায়। এছাড়া নার্ভকেও সচল রাখতে সাহায্য করে।

৩- DXN ব্ল্যাক কফিতে বুদ্ধিমত্তা বাড়ায়: ক্যাফেইন থাকায় কফি মুড ভালো রাখে, এনার্জি বাড়িয়ে দেয় ও একইসঙ্গে বুদ্ধির বিকাশ ঘটায়।

৪- DXN ব্ল্যাক কফিতে পেট পরিষ্কার রাখে: চিনি ছাড়া কফি খেলে শরীরে জমে থাকা ক্ষতিকর টক্সিন, ব্যাকটেরিয়া প্রস্রাবের আকারে শরীর থেকে বেরিয়ে যায়। ফলে পেট পরিষ্কার থাকে।

৫- DXN ব্ল্যাক কফিতে ওজন কমায় চিনি ছাড়া ব্ল্যাক কফি খেলে খুব তাড়াতাড়ি ওজন কমে। মেটাবলিজম রেট ৫০ শতাংশ বেড়ে যায় ও একইসঙ্গে পেটে জমে থাকা চর্বি কমাতে সাহায্য করে।

৬- DXN ব্ল্যাক কফিতে হৃদরোগ সারায় ব্ল্যাক কফি হৃদরোগ সারিয়ে তুলতে বিশেষ সাহায্য করে। এমনকী হৃদরোগের সম্ভাবনাকেও কমিয়ে দেয়।

৭- DXN ব্ল্যাক কফিতে অ্যান্টিঅক্সিডেন্টস ব্ল্যাক কফিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস। এক কাপ কফিতে থাকে ভিটামিন বি২, বি৩, বি৫, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ইত্যাদি।

৮-DXN ব্ল্যাক কফিতে ডায়বেটিস রোধ ব্ল্যাক কফি ডায়বেটিসের সম্ভাবনাকে কমিয়ে এটা রোধ করতে সাহায্য করে। এমনকী ডায়বেটিসে আক্রান্তদের ক্ষেত্রেও এটি বিশেষ কাজ করে।

৯- DXN ব্ল্যাক কফিতে ক্যানসারের সম্ভাবনা কমায় ডায়বেটিসের মতো ক্যানসারের ক্ষেত্রেও অসাধারণ কাজ করে DXN ব্ল্যাক কফি। এর মধ্যে থাকা উপাদান ক্যানসারের কোষকে জন্মাতে দেয় না।

১০- DXN ব্ল্যাক কফিতে বয়স বাড়ে ধীরে অনেকদিন পর্যন্ত যৌবন ধরে রাখতে সাহায্য করে চিনি ছাড়া DXN ব্ল্যাক কফি। এছাড়া পার্কিনসনের মতো রোগকেও আটকাতে সক্ষম ব্ল্যাক কফি।

১১- DXN ব্ল্যাক কফি মন সতেজ রাখে DXN ব্ল্যাক কফি খেলে মন সতেজ থাকে। যার ফলে মনে সবসময় খুশি বজায় থাকে এবং সবসময় গুড মর্নিংয়ের মতো মন দেহ ফ্রেস বা চঞ্চাল্ল থাকে।

( DXN এর পন্য কোন মেডিসিন নয় এটি একটি সম্পুরক খাদ্য)
Packaging Size: 20 sachets x 4.5g

অরুণ জেটলি - ক্যান্সারমনোহর পারিকার - ক্যান্সারসোনালী বেন্ড্রে - ক্যান্সারঅজয় দেবগন - লিট্রাল এপিকন্ডাইলাইটিসইরফান খান ...
15/02/2022

অরুণ জেটলি - ক্যান্সার
মনোহর পারিকার - ক্যান্সার
সোনালী বেন্ড্রে - ক্যান্সার
অজয় দেবগন - লিট্রাল এপিকন্ডাইলাইটিস
ইরফান খান - ক্যান্সার
মনীষা কৈরালা - ক্যান্সার
যুবরাজ সিং ক্যান্সার
সাইফ আলী খান - হার্ট অ্যাটাক (একবার)
আর টিক লাইট - মস্তিষ্কের পোশাক
অনুরাগ বসু - ব্লাড ক্যান্সার
মুমতাজ - স্তন ক্যান্সার
শাহরুখ খান-প্রাপ্ত সার্জারি (হাঁটু, কনুই, কাঁধ ইত্যাদি)
তাহিরা কশ্যপ (আয়ুষ্মান খুরানার স্ত্রী) - ক্যান্সার
রাকেশ রোশন - গলা ক্যান্সার
লিসা রে - ক্যান্সার
রাজেশ খান্না - ক্যান্সার,
বিনোদ খান্না - ক্যান্সার
নার্গিস - ক্যান্সার
ফেরোজ খান - ক্যান্সার
আদিশ শ্রীবাস্তব - হার্ট অ্যাটাক
টম অল্টার - ক্যান্সার
এমন অনেক উদাহরণ আছে... মানুষের অভাব নাই টাকার অভাব নাই ।
সব সময় ডায়েটিশিয়ানের পরামর্শে খাবেন, এসিতে থাকা গরুর দুধ খাবেন বা মহিষ খাবেন, জিমেও যাবেন, নিয়মিত সব পরীক্ষা করা হয়, প্রত্যেকেরই নিজস্ব উচ্চ যোগ্য ডাক্তার আছে ।
এখন প্রশ্ন উঠছে শরীরের এত যত্ন থাকা সত্বেও হঠাৎ করে তার এত গুরুতর রোগ হলো কি করে...?
কারণ তারা খুব কম প্রাকৃতিক জিনিস ব্যবহার করে । অথবা বিশ্বাস করো আমরা এটা একদমই করি না... প্রকৃতি যেমন দিয়েছে তেমনই মেনে নাও, এটা কখনো কষ্ট দেয় না ।
যতই আম ফল পান করুন না কেন, শরীরের জন্য আমের গুণগত মান দিতে পারে না, পৃথিবীকে দূষণ না করলে, বোতলজাত পানির চেয়ে পৃথিবী থেকে পানি বের হওয়া লক্ষ লক্ষ ভাল ছিল..
জন্ম থেকেই এমন একটা বাচ্চাকে এমন জায়গায় রাখলেন যেখানে কোন জীবাণু নেই.. একবার বড় হয়ে গেলে স্বাভাবিক জায়গায় থাকার জন্য ছেড়ে দেন । কিসের জন্য উন্নতি করতে পারলাম না... বড় বড় কোম্পানি গুলো মানুষকে এত ভয় পায় । আপনি একদিন সাবান দিয়ে গোসল করবেন না, জীবাণু আপনার চারপাশে থাকবে এবং সন্ধ্যার মধ্যে আপনি মারা যাবেন ।
কিছু ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরিতে মানুষের কথা বলা অনন্য ।
আমি জানি না আমরা কোথায় থাকি.....
একে অপরের সাথে হাত মিলিয়ে স্যানিটাইজারের জন্য মানুষ দেখেছি, ভাবছি টাকার উপর নির্ভর করে জীবন কাটাবো!
কখনো দেখেছেন শহরের মানুষের জ্বরে পৃথিবী ঘোরাফেরা শুরু করে, আর গ্রামের বৃদ্ধদের একই জ্বর, দই, বাটারমিল্ক, ডাক্তারের স্বভাবের কারণে ঔষধ ছাড়াই সুস্থ হয়ে ওঠে, কারণ তারা ইতিমধ্যে স্বাভাবিক । তারা খাবার খায় । খেতে এসেছেন, প্রাকৃতিক জিনিস দত্তক নিতে এসেছেন, ল্যাবে বিজ্ঞানে

  এর RG GL এর উপকারিতা: ****************রোগমুক্ত সু-সাস্থ যদি চান?নিয়মিত D X N এর RG GL ব্যবহার করেন।D X N এর RG GL এর ...
15/02/2022

এর RG GL এর উপকারিতা:
****************
রোগমুক্ত সু-সাস্থ যদি চান?

নিয়মিত D X N এর RG GL ব্যবহার করেন।
D X N এর RG GL এর উপরকারী দিকগুলো সম্পর্কে নিচে বর্ননা করা হল।

1.)- D X N এর RG GL দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
2.)- ডায়াবেটিস কমিয়ে আনে।
3.)- হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে।
4.)- ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে।
5.)- হেপাটাইটিস বি ও জন্ডিস প্রতিরোধ করে। এনিমিয়া বা রক্ত স্বল্পতা থেকে রেহাই পাওয়া যায়।
6.)-হাঁড় ও দাত গঠনে কাrযকরী।
7.)- খাদ্য হজম করতে সাহায্য করে।
8.)- আমাশয় নিরাময় করে।
9.)-কিডনি রোগ প্রতিরোধ করে।
10.)- ডেঙ্গু জ্বরের প্রতিষেধক হিসাবে কাজ করে।
11.)- যৌন শক্তি বৃদ্ধি করে এবং শক্তিবর্ধক হিসাবে কাজ করে।
12.)- স্থুলতা বা মেদভুড়ি নিয়স্ত্রন করে।
13.)- দৃষ্টি শক্তি বৃদ্ধি করে।
14.)-চর্মরোগ প্রতিরোধ করে।
15.)-ভাইরাস জনিত রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে।
16.)- হাইপার টেসশন দূর হয়।
17.)-মেরুদন্ড দৃঢ় হয় এবং ব্রেইন সুস্থ থাকে।
18.)- যক্ষা রোগীর রাতের ঘাম বন্ধ করতে এটি উপকারী।
19.)- এছাড়াও গায়ের রং সুন্দর করার জন্য উপকারী।
20.)-টক্সিন মুক্ত করে দেহ কোষকে উজ্জিবিত করার মাধ্যমে এটি আভ্যন্তরিন অঙ্গসমুহকে সঠিক কারযকারিতা বজায় রাখতে সহায়তা করে।
21.)- রক্ত সঞ্চালন প্রক্রিয়ার উন্নতি ঘটায় এবং প্রতিরোধ ব্যাবস্থাকে শক্তিশালী করে।

15/02/2022

Direct Selling

Address

Chittagong
Hathazari

Telephone

+8801816140282

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md jabed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md jabed:

Share