Moinul Islam Media

Moinul Islam Media আপনার ইসলামিক অনুষ্ঠান ওয়াজ/মাহফিল রেকর্ড়/সরাসরি সম্প্রচার করাতে চাইলে যোগাযোগ করুন, 01622738403

আর মাত্র ৬,০৭৫ জন মানুষ ১,০০০ টাকা করে দিলে, আর ফেসবুকে ১০ টি শেয়ার করলেই মাওলানা ইন’আমুল হাসান ফারুকী সাহেবের চায়নায় ক্...
14/06/2025

আর মাত্র ৬,০৭৫ জন মানুষ ১,০০০ টাকা করে দিলে, আর ফেসবুকে ১০ টি শেয়ার করলেই মাওলানা ইন’আমুল হাসান ফারুকী সাহেবের চায়নায় ক্যান্সার চিকিৎসা সম্পূর্ণ করা সম্ভব ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত উঠেছে প্রায় এক লক্ষ টাকা। যারা ইতোমধ্যে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ আপনাদের দান কবুল করুন, জীবনে বরকত দান করুন এবং আপনাদের জান্নাতের পথে অগ্রসর করুন।

মাওলানা Inamul Hasan Faruqi (হাফিযাহুল্লাহ) কে নিয়ে কিছু কথা :

তিনি ছিলেন দ্বীনের একজন মুজাহিদ এবং শায়খুল ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরী (রাহ.)-এর ঘনিষ্ঠ খাদেম। দীর্ঘদিন নিঃস্বার্থভাবে দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করেছেন। আজ তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সংকটে ভুগছেন। তার স্ত্রী ও দুটি ছোট সন্তান রয়েছে, যারা তাঁর পাশে রয়েছে।

চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের বিবরণ :
মোট প্রয়োজন: ৬০,৭৫০০০ টাকা (প্রায় ৪,৫০,০০০ ইউয়ান) উঠেছে: ৯৮,৫০০ টাকা অবশিষ্ট: ৫৯,৭৫,০০০ টাকা
অর্থাৎ যদি মাত্র ৫৯৭৫ জন ব্যক্তি ১,০০০ টাকা করে দেন, তাহলে পূর্ণ চিকিৎসা সম্ভব ইনশাআল্লাহ।

মাওলানার বর্তমান অবস্থা ও চিকিৎসার প্রেক্ষাপট :
• শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার
• বর্তমানে ক্যান্সারে আক্রান্ত
• স্ত্রী ও দুটি ছোট সন্তান রয়েছে
• ইতোমধ্যে চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় ৫০ লাখ টাকা
• প্রতিমাসে চিকিৎসার খরচ: ১.৫–২ লাখ টাকা
• উন্নত চিকিৎসার জন্য বিদেশে (চায়না) নেওয়ার প্রয়োজন: প্রায় ৬০ লাখ ৭৫ হাজার টাকা

কোরআন ও হাদীসের আলোকে দানের গুরুত্ব :
১. আল্লাহ তাআলা বলেন: ﴿وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا﴾ “যে একজন প্রাণ রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল।” — সূরা আল-মায়িদাহ: ৩২
২. রাসূলুল্লাহ ﷺ বলেন: «مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا، نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ» “যে কোনো মুমিনের দুনিয়ার একটি কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিনে তার একটি কষ্ট দূর করবেন।” — সহীহ মুসলিম
৩. আল্লাহ তাআলা বলেন: ﴿وَمَا أَنْفَقْتُمْ مِنْ شَيْءٍ فَهُوَ يُخْلِفُهُ﴾ “তোমরা যা কিছু ব্যয় করো, আল্লাহ তা পূর্ণ প্রতিদান দিবেন।” — সূরা সাবা: ৩৯

আপনার করণীয় :
১. আন্তরিকভাবে দোয়া করুন — আল্লাহ যেন মাওলানাকে পূর্ণ শিফা দান করেন এবং তাঁর কষ্ট দূর করেন। ২. সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন — মাত্র ১,০০০ টাকা হলেও এটি অমূল্য দান। ৩. এই বার্তাটি অন্তত ১০ জনের কাছে শেয়ার করুন — একটি শেয়ার কারো হৃদয় ছুঁয়ে যেতে পারে, আর সেই একজনের মাধ্যমে একজন আলেমের জীবন রক্ষা পাবে।

অর্থ পাঠানোর মাধ্যম :
বিকাশ / নগদ (পার্সোনাল): 01721-238588 (হোয়াটসঅ্যাপ সহ)
ব্যাংক তথ্য:
Bank Name: Islami Bank Bangladesh PLC Account Name: Inamul Hasan Faruqi
Account Number: 20507190200085807 Branch: Dotterhat Sub-Branch, Maijdee Court, Noakhali

যারা টাকা পাঠাচ্ছেন, অনুগ্রহ করে স্ক্রিনশট পাঠিয়ে নিশ্চিত করুন।

শেষ অনুরোধ!
এই পোস্টটি অন্তত একবার শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো হৃদয় ছুঁয়ে যাবে… আর সেই একজনের মাধ্যমে একজন আলেমের জীবন রক্ষা পাবে। "জান্নাতি কাজ ছড়িয়ে দিন, জান্নাতি ফল ফিরে আসবে ইনশাআল্লাহ৷" অগ্রিম জাযাকাল্লাহ।

05/06/2025

আগামীকাল শুক্রবার আরফার দিনের রোজা আমি রাখবো, আপনিও রাখবেন তো?

04/06/2025

কওমী মাদরাসার ছাত্ররা যখন কোরবানির ছুটিতে বাড়ি যায়, তখন তাদের অনুভূতি! একমাত্র কওমী মাদরাসার ছাত্ররা তা অনুভব করতে পারবে।

31/05/2025

লাইলাতুল-কদরের রাতটি অজানা, কিন্তু আরাফার দিনটি জানা। যদি এমন কোনো দিন থাকে যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, তবে সেটি হলো আরাফার দিন। এটি এমন একটি দিন, যেদিন আল্লাহর রহমত নেমে আসে। এই দিনে আপনার দোয়া কবুল হয় এবং আপনার অতীত ও ভবিষ্যতের গুনাহ মাফ করে দেওয়া হয়।

29/05/2025

হজ্ব সম্পর্ক গুরুত্বপূর্ণ আলোচনা

আলোচক:- হযরত মাওলানা ড: নূরুল আবছার আজহারী দা. বা.

পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে বাইতুল্লাহর পথে রওনা হলেনউম্মুল মাদারিস, দারুল উলুম মঈনুল ইসলাম, হাটহাজারী মাদরাসার মহাপরিচ...
28/05/2025

পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে বাইতুল্লাহর পথে রওনা হলেন
উম্মুল মাদারিস, দারুল উলুম মঈনুল ইসলাম, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, মুহতারাম মুফতি খলিল আহমদ কাসেমী সাহেব (হাফিযাহুল্লাহ)।

আল্লাহ তাআলা হুজুরের এই হজ্জ সফরকে কবুল করুন,
তাঁর সফরকে নিরাপদ ও বরকতময় করুন।
আমীন।

فِي أَمَانِ اللّٰهِ

26/05/2025

নিজ জেলার একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন, যাকে পুরো বাংলাদেশের মানুষ চিনে।

21/05/2025

কওমি মাদ্রাসায় কি পড়ানো হয় দেখুন ভিডিওটি।

15/05/2025

৩৪‌ দি‌নেই জীব‌নের‌ মোড় ঘু‌রে গে‌লো। ১০০০ দুরুদ ছিল আমার "টা‌র্নিং প‌য়েন্ট"

বিস্তারিত ক‌মেন্ট ব‌ক্সে......

10/05/2025

আলহামদুলিল্লাহ আওয়ামীলীগ নিষিদ্ধ।

বিজয় মিছিলের অপেক্ষাই হাটহাজারীর রাজপথ।Abdullah Al Mamun
10/05/2025

বিজয় মিছিলের অপেক্ষাই হাটহাজারীর রাজপথ।

Abdullah Al Mamun

Address

Hathazari
4330

Telephone

+8801858556435

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moinul Islam Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moinul Islam Media:

Share