
21/08/2024
হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি -এ কথার উসীলায় যে, সকল প্রশংসা আপনার, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আপনি দানশীল, আকাশমন্ডলী ও পৃথিবীর স্রষ্টা, হে মহামহিম ও মহানুভব! হে চিরঞ্জীব ও সর্ব সত্তার ধারক!- আপনি বন্যাকবলিত সকল মানুষকে হেফাজত করুন। আপনার ইজমে আজমের উছিলায় সকল বিপদ থেকে আমাদের রক্ষা করুন।