Suman Chakraborty

Suman Chakraborty Hi! I am a professional Digital Marketer and Freelancer. I will Provide a Highly satisfying service.❤

 ....!!!💁‍♂️এসএসসি পরীক্ষার পর অবসর সময়টাকে কাজে লাগিয়ে স্কীল ডেভলপমেন্ট করাটা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। অভিভাবকরা ...
08/12/2023

....!!!

💁‍♂️এসএসসি পরীক্ষার পর অবসর সময়টাকে কাজে লাগিয়ে স্কীল ডেভলপমেন্ট করাটা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। অভিভাবকরা ভাবছেন কি করবে এসময় বাচ্চারা। তাহলে একটু বলি!

💁‍♂️কারন বর্তমান সময় একটি প্রতিযোগিতাপূর্ণ সময়।
তাই জীবনে সফলতা আনার জন্য প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন হয় দক্ষতার।

💁‍♂️কিছু ক্ষেত্র রয়েছে যেখানে দক্ষ হওয়া ছাড়া বিকল্প বলতে কিছুই নেই। এই ক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম ক্ষেত্র হচ্ছে – কম্পিউটার স্কিল, যা অর্জন করলে তাকে পরবর্তী ধাপসহ ক্যারিয়ারের সর্ব ক্ষেত্রে এগিয়ে থাকতে সহায়তা করে।

💁‍♂️ফ্রিল্যান্সিং কোর্স হোক সবার জন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে বদলে নিতে পারেন আপনার জীবন।

‍💁‍♂️যাদের Freelancing সন্মন্ধে কোনো ধারনাই নেই তারাও ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট থেকে কাজ শিখে রাখতে পারবেন। তাহলে আর দেরি কেন? সময়ের মূল্য দিয়ে হন ধন্য🤗

💁‍♂️আর Freelancing শিখা নিয়েও যদি কারো সহোযোগিতা প্রয়োজন হয়, তাহলে ইনবক্স করতে পারেন। ইনশাআল্লাহ সঠিক পথ দেখিয়ে দিতে পারবো।💯

✅ লাইভ ফ্রী ক্লাসের সময়সূচী--

👉১০-১২-২০২৩ইং,
👉 বিকেল ২:৪৫ টা।
👉 মাধ্যমঃ জুম এ্যাপ।

☑️বিস্তারিত জানতে ইনবক্স করুন বা কমেন্ট করুন👇


04/12/2023

#আপনার_যোগ্যতা_অনুযায়ী_চাকরি_আছে_তো?🤔
তাহলে উপায় কি আছে?😀 👇

💁‍♂️ পড়ালেখার পাশাপাশি নিজের স্কিল বাড়িয়ে আপনিও হয়ে উঠতে পারেন "ফ্রিলান্সার"

💁‍♂️ যেই সময়টা অবসর বসে না থেকে, আড্ডা পরিহার করে, খেলাধুলায় সময় না দিয়ে Facebook,Youtube, Free_Fire, PUBG খেলায় সময় না দিয়ে।
ফেসবুক এবং ইউটিউব কে কাজে লাগিয়ে আয় করতে পারেন।

💁‍♂️ বিস্তারিত জানতে ইনবক্স করতে পারেন। ১০০% সহযোগিতা করবো ইনশাআল্লাহ্।
চাকরি খোঁজে নয়
👉 উদ্দোক্তা হয়ে নিজের স্কিল গড়ুন💪
তাই উক্ত ফ্রি সেমিনারটি করতে এখুনি ইনবক্স করুন...!💯

 #একটা_বছর_সবকিছু_ছেড়ে_শুধু_কেরিয়ারের_পেছনে_সময়_দিলে_যে_অনেকবেশি_ক্ষতি_হয়ে_যাবে_নাকি....!!!🤔* অনেকেই প্রতিনিয়ত আড্ডা গুর...
04/12/2023

#একটা_বছর_সবকিছু_ছেড়ে_শুধু_কেরিয়ারের_পেছনে_সময়_দিলে_যে_অনেকবেশি_ক্ষতি_হয়ে_যাবে_নাকি....!!!🤔

* অনেকেই প্রতিনিয়ত আড্ডা গুরাগুরি এসবের পেছনে টাইম নষ্ট করে ফেলেন।
কিন্তু এটার পরিনাম হিসেবে আপনার ভবিষ্যৎ হয়তো দিনদিন অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে।

* কারণ প্রতিনিয়ত বাংলাদেশটা আরো কঠিন হতেই চলেছে। তাই আপনি যা ভেবে রেখেছেন, তা হয়তো পরিকল্পনা মোতাবেক নাও হতে পারে। তখন হয়তো বাস্তবতার অজুহাত দিয়ে, ভাগ্যের উপর দোষরাপ করবেন।
তাই সময়টাকে কাজে লাগান। আপনি যেই কাজটাকে পেশা হিসেবে নিতেই চান সেটাই আপনার কেরিয়ার, আর সেই কেরিয়ারের জন্য প্রচুর সময় আর পরিশ্রম দিয়ে ৪ বছরের অর্জন ২ বছরেও আনা যায়।

* কিন্তু একটা বছর ধর্য ধরে সকলকিছু থেকে Disconnect হয়ে শুধুই কেরিয়ারের পেছনে সময় দিয়ে দেখুন, দেখবেন বছর শেষে আপনি বাকিদের থেকে অন্তত ২ বছর এগিয়ে গেলেন। 💪❤️

💁‍♂️আর সেই স্বপ্ন, স্বপ্নের মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি কারণে - সেটি হচ্ছে
অজুহাত!😣
যে মুহূর্ত থেকে আপনি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করে দিবেন সে মুহূর্ত থেকে আপনার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না- সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে!

👉 নিজেকে সফল করতে চাইলে সময়ের অপচয় করা চলবে না কিছুতেই। গল্প আর আড্ডাবাজি করার মত সময় লাইফে অনেক সময় পাবেন যদি সফল হতে পারেন।


🏆🏆ক্যারিয়ার নিয়ে চিন্তিত? কিভাবে পাবো এমন সুযোগ, যেন ঘরে বসেই আয়টা করতে পারবো? সুযোগ আছে কিন্তু শুরুটা কোথায়? ফ্রিল্...
01/12/2023

🏆🏆ক্যারিয়ার নিয়ে চিন্তিত? কিভাবে পাবো এমন সুযোগ, যেন ঘরে বসেই আয়টা করতে পারবো? সুযোগ আছে কিন্তু শুরুটা কোথায়? ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করতে চাওয়া নতুনদের মাথায় আসে এমন হাজারটা প্রশ্ন।
👌👌আপনাদের কথা চিন্তা করেই Success Biz Family আগামী ০২/১২/২০২৩ ইং রোজ শবিবার বিকেল ৩ টায় নিয়ে এসেছে ফ্রিল্যান্সিং এ দক্ষতা বৃদ্ধির জন্য ফ্রি ওরিয়েনটেশন ক্লাস।

উক্ত ক্লাস টি জুম এ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

উক্ত ক্লাসের জুম লিংক পেতে বা আরো বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন।
ধন্যবাদ।

Happy Freelancing Life
Success Biz Family
The Future Begins Here.






24/11/2023

#ফ্রিল্যান্সিং_ক্যারিয়ার_ও_অনলাইনে_আয়_বিষয়ক_ফ্রী_সেমিনার....!!!♥️

💁‍♂️ এই অনলাইন জীবনে মেটা ভার্স এর জগতে স্কিল এর বিকল্প আর কোনো কিছুই নাই।😲

💁‍♂️ ঘরে বসে না থেকে স্কিল ডেভেলপমেন্ট করে বেকারত্ব সমস্যা দূর করুন..!!,🫰

💁‍♂️ আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক তরুণ ফ্রিলান্সিং করে নিজেকে এগিয়ে নিয়েছে ! প্রতিনিয়ত শিখছে ইনকাম করছে।

💁‍♂️ তাই আর দেরি না করে সময়টাকে অযথা নষ্ট না করে ফ্রিল্যান্সিং শিখে স্কিলটাকে ডেভেলপ করুন।

💁‍♂️ ফ্রিল্যান্সিং এমন একটি বিষয় যার সফলতা নির্ভর করে আপনার কাজের উপর ।
ফ্রিল্যান্সিংয়ে যদি সঠিক গাইডলাইন পাই তাহলে আপনি খুব সহজেই সফল হতে পারবেন।
তাই আইটিতে দক্ষ হন ও নিজেকে গড়ে তুলুন।

👉 যারা ফ্রিল্যান্সিং বিষয়ক এই ফ্রি সেমিনারটি করতে চাচ্ছেন, তারা আমাকে ইনবক্স বা কমেন্ট করতে পারেন।

 #কন্টেন্ট_রাইটিং_করে_কিভাবে_টাকা_আয়_করা_যায়?👉কন্টেন্ট রাইটিং হলো ফ্রিল্যান্সিং জগতের এমন একটি সেক্টর যেখানে শুধুমাত্র...
18/11/2023

#কন্টেন্ট_রাইটিং_করে_কিভাবে_টাকা_আয়_করা_যায়?

👉কন্টেন্ট রাইটিং হলো ফ্রিল্যান্সিং জগতের এমন একটি সেক্টর যেখানে শুধুমাত্র দক্ষতা এবং সময় দিয়ে সহজেই ভালো অংকের টাকা আয় করা সম্ভব। এই সেক্টরে কাজ করতে হলে তেমন টাকা ইনভেস্ট করার দরকার পড়ে না বললেই চলে। বহু মানুষ শুধুমাত্র এই কন্টেন্ট রাইটিং করে স্বাবলম্বী হচ্ছেন প্রতিনিয়ত।

👉আপাতদৃষ্টিতে কন্টেন্ট রাইটিং করা সোজা মনে হলেও সমস্যা তখনই হয় যখন কেউ সম্পূর্ণ জ্ঞান না নিয়েই এই কাজটিতে ঝাঁপিয়ে পড়ে। সঠিকভাবে না জেনে, সঠিক উপায় অবলম্বন না করলে এক্ষেত্রে আপনি খুব সহজেই অধিকাংশ মানুষের মতো হার মেনে নিতে বাধ্য হবেন।

👉কন্টেন্ট রাইটাররা সাধারণ ব্যক্তিগত ক্লায়েন্ট,এজেন্সি বা কোম্পানী, বিভিন্ন মার্কেটপ্লেস ইত্যাদির মাধ্যমে কাজ করে এবং টাকা আয় করে। এর মধ্যে আবার অনেকে নিজেই নিজের জন্য লিখে পরোক্ষভাবে ব্যবসা বা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আয় করে।

👉অনেক রাইটার ক্লায়েন্টের সাথে প্রতিটি কন্টেন্ট এর নির্দিষ্ট শব্দসংখ্যার উপর একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে কাজ করে। যেমন, প্রতি এক হাজার শব্দে পাঁচশো টাকা। ক্লায়েন্ট তার বাজেট অনুযায়ী রেইট রাইটারদেরকে অফার করে।

 #ফ্রিল্যান্সিংয়ের_মাধ্যমে_স্বাবলম্বী_হতে_পারেন_একজন_শিক্ষিত_বেকার!👉আসুন জেনে নেই কেমনেঃ-১৯৯৮ সালে একটা মার্কেটপ্লেস এর ...
17/11/2023

#ফ্রিল্যান্সিংয়ের_মাধ্যমে_স্বাবলম্বী_হতে_পারেন_একজন_শিক্ষিত_বেকার!

👉আসুন জেনে নেই কেমনেঃ-

১৯৯৮ সালে একটা মার্কেটপ্লেস এর মাধ্যমে ফ্রিল্যান্সিং এর যাত্রা। ক্লায়েন্ট ও ফ্রিল্যান্সার দুইটি পক্ষ থাকে। যখন ইচ্ছা তখন কাজ করলেই হলো। ক্লায়েন্ট ফ্রিল্যান্সারকে নির্দিষ্ট সময় নির্ধারণ করে কাজ দেয় আর ফ্রিল্যান্সার তার নির্ধারিত সময়ে কাজ শেষ করে তার প্রাপ্য বুঝে নেই। ধরাবাধা কোন অফিস টাইম না থাকায় ব্যাপারটা বেশ জনপ্রিয়তা পেল।

ফ্রিল্যান্সিংয়ের অনেক সুবিধা আছে; তার মধ্যে সবচেয়ে কার্যকরী সুবিধাগুলো হলো—নিজের সময় ও চাহিদা মতো কাজ করা যায়। কোনো বাধ্যবাধকতা ছাড়াই ইচ্ছেমতো কাজ বা ছুটি নেওয়া যায়। যারা পেশাদার ফ্রিল্যান্সার তাদের সময়ের প্রতি গুরুত্ব বেশি। ফ্রিল্যান্সিং কর্মক্ষেত্রে বেশির ভাগ কাজই করা হয় বহির্বিশ্বের ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে, যার কারণে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপিত হয়। ভালো ভালো কাজের মাধ্যমে অনলাইন জগতে সুনাম অর্জন করা যায়। সর্বোপরি, ফ্রিল্যান্সিং টাকা আয় করার জন্য একটি উৎকৃষ্ট পন্থা।

বিশ্বজুড়ে অনেক পেশার ডিজিটালাইজেশন একটি নতুন, প্রতিযোগিতামূলক এবং উদ্ভাবনী শ্রমবাজার তৈরিতে অবদান রেখেছে। আত্ম-কর্মসংস্থানে নিযুক্ত ব্যক্তিরা যারা বেশির ভাগই দূর থেকে কাজ করে তাদের সংখ্যা গত বিশ বছরের তুলনায় গত দুই বছরে দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং এখনো বৃদ্ধি পাচ্ছে। এই ব্যক্তিদের বলা হয় ফ্রিল্যান্সার।

পথ চলতে অনেক বন্ধু পাওয়া যায়, কিন্তু বন্ধুত্ব আশা করা যায় দু’এক জনের কাজ থেকে।” ঠিক অনুরূপ ফ্রিল্যান্সিং-এ অনেক সাইট আছে, আপনি সব সাইটে কাজ করতে পারবেন না। যেহেতু সময় এখানে ফ্যাক্টর। যে কোন দু’একটা সাইটে আপনি কাজ করতে পারবেন যাতে আপনার উপার্জন ভাল হয় সেভাবে।

নিজের যোগ্যতা কে কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী করে তোলার জন্য ফ্রিল্যান্সিং হল একটি উন্নত কর্মক্ষেত্র। ফ্রিল্যান্সিং করে নিজেকে স্বাবলম্বী করুন এবং অন্যকে সহযোগিতা করুন।
ধন্যবাদ

🌹পরিশ্রম সাফল্যের চাবিকাঠি।🌹👉কথায় আছে যে যত পরিশ্রম করবে।সে ততই সফলতা অর্জন করবে।আমরা অনেকেই আছি যারা ঘরে বসে অবসর সময়...
10/11/2023

🌹পরিশ্রম সাফল্যের চাবিকাঠি।🌹
👉কথায় আছে যে যত পরিশ্রম করবে।সে ততই সফলতা অর্জন করবে।
আমরা অনেকেই আছি যারা ঘরে বসে অবসর সময়ে মোবাইল দেখে বা অনেকের সঙ্গেই অন্যের সমালোচনা করে সময় কাটায়।
এতে করে নিজের বা অন্যের কারও কোন লাভ তো হচ্ছেই না বরং নিজের ক্ষতি করছি।
আসুন একটু সময় বের করে নিজেকে নিয়ে ভাবি, নিজের জন্য কিছু করি,যে সময়টা মোবাইল দেখে পার করছেন, সেই সময়টাকে মোবাইলটাকে কাজে লাগিয়ে যদি কিছু করা যায় ক্ষতি কি।👌

 #গৃহিণী_চট্টগ্রাম_নগরের_চকবাজার_এলাকার_বাসিন্দা__শেখ_খাদিজা_খানম। 💁 তিন ছেলে আর স্বামী নিয়ে তাঁর সংসার। সকাল থেকে সাংসা...
09/11/2023

#গৃহিণী_চট্টগ্রাম_নগরের_চকবাজার_এলাকার_বাসিন্দা__শেখ_খাদিজা_খানম।

💁 তিন ছেলে আর স্বামী নিয়ে তাঁর সংসার। সকাল থেকে সাংসারিক ব্যস্ততায় সময় কাটে খাদিজার। সন্ধ্যায় ঘরের সব কাজ গুছিয়ে একটু রেস্ট নেন তিনি। এরপর শুরু হয় তাঁর আরেক জীবন।গৃহিণী খাদিজা তখন হয়ে ওঠেন ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবী। সামলান সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন।

💁 বিদেশি গ্রাহক বা প্রতিষ্ঠান বাইরে থেকে যেসব কাজ করিয়ে থাকে (আউটসোর্স), সেগুলো করে দেন তিনি। ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করেন তিনি। তিন বছর ধরে খাদিজা ৪০ জন ক্লায়েন্টের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে ভার্চ্যুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন।

💁 শুরুতে প্রথম কাজে আয় ছিল ঘণ্টায় ৮ মার্কিন ডলার। এখন প্রতিটি কাজের জন্য প্রতি ঘণ্টায় নেন ১৫ ডলার। এখন প্রতি মাসে তাঁর আয় প্রায় দুই হাজার ডলার। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় পর্যায়ে সফল ফ্রিল্যান্সার হিসেবে সম্মাননা।

💁 ২০১৮ সালের ঘটনা। পারিবারিক কাজে ব্যাংকে গিয়েছিলেন খাদিজা। ব্যাংকে কাজের ফাঁকে চোখ আটকে যায় রাস্তার বিপরীতে থাকা একটি প্রযুক্তি কোম্পানির নামফলকে। কাজ শেষ করে সেখানে গিয়ে জানতে পারেন ঘরে বসে আয়ের সুযোগ সম্পর্কে। বাসায় এসে অনেকটা কৌতূহলবশত ভর্তি হন গ্রাফিক্স ডিজাইন অনলাইন কোর্সে।

💁 করোনা মহামারিতে খাদিজা অনলাইনে নানা ধরনের কাজ শেখেন। গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শেখা শুরু করেন তিনি। অ্যাকাউন্ট খোলেন ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের কাজ দেওয়া-নেওয়ার ওয়েবসাইট বা মার্কেটপ্লেস আপওয়ার্ক ডটকমে।

গত আগস্ট মাসে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় ফ্রিল্যান্সার সম্মেলনে পেয়েছেন সেরা ফ্রিল্যান্সার সম্মাননা

💁 ২০১৯ সালে একদিন সাহস করে আবেদন করলেন ফেসবুক পেইড এডসের একটি কাজে। কিছুদিন অপেক্ষার পর কাজটি পেয়ে যান তিনি। কাজের পারিশ্রমিক ছিল প্রতি ঘণ্টায় ৮ ডলার। শুরু হয় ফ্রিল্যান্সার হিসেবে খাদিজার যাত্রা। প্রায় এক সপ্তাহ কাজ করার পর হাতে এসেছিল ফ্রিল্যান্সিং যাত্রায় তাঁর প্রথম উপার্জন। সেদিন প্রায় ৩০০ ডলার পেয়েছিলেন তিনি।

দেশসেরা মায়ের পাশে দুই ছেলে।

💁 গত মাসে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় ফ্রিল্যান্সার সম্মেলন। দেশের সেরা ১৫ ফ্রিল্যান্সারকে সম্মাননা দেওয়া হয়। এতে চট্টগ্রাম থেকে নির্বাচিত হওয়া একমাত্র ফ্রিল্যান্সার খাদিজা। নানা চড়াই-উতরাই পেরিয়ে খাদিজা এখন সফল ফ্রিল্যান্সার।

💁 ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি নিজের পড়ালেখাও চালিয়ে যাচ্ছেন খাদিজা। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে বাংলায় স্নাতক করছেন তিনি। সংসার, পড়াশোনা, সন্তান সামলিয়ে তিনি এখন দেশসেরা ফ্রিল্যান্সার।

💁 খাদিজার তিন ছেলে। বড় ছেলে কাজী হাসান আবদুল্লাহ উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। মেজ ছেলে কাজী আবদুর রহমান অষ্টম শ্রেণিতে ও ছোট ছেলে কাজী আজহারুল ইসলাম চতুর্থ শ্রেণির ছাত্র। মায়ের পাশাপাশি ফ্রিল্যান্সিং শিখছেন কাজী হাসান আবদুল্লাহ ও কাজী আবদুর রহমান।

💁 শেখ খাদিজা খানম প্রথম আলোকে বলেন, প্রথম দিকে হাঁপিয়ে উঠলেও ধীরে ধীরে সব গুছিয়ে নিয়েছি।
দুই ছেলেও ফ্রিল্যান্সিং জগৎ সম্পর্কে জেনেছে। আমার অনেক কাজে তাঁরা সহযোগিতা করে।

💁 বর্তমানে খাদিজা আপওয়ার্কে সেরা ৩ শতাংশ ফ্রিল্যান্সারদের একজন। এগিয়ে যেতে চান আরও। নতুনদের উদ্দেশ্যে শেখ খাদিজা খানম বলেন, যে কাজে দক্ষতা আছে বা যে কাজে অন্তত ৮০ শতাংশ দক্ষতা আছে। সেসব কাজে আবেদন করতে হবে। যথাসময়ে কাজ সম্পন্ন করার চেষ্টা করতে হবে। পাশাপাশি ঘুম, খাওয়া, নিজের যত্ন সবকিছু করতে হবে। কোনোভাবেই টাকা অপচয় করা যাবে না।

💁 স্ত্রীর কাজে শুরু থেকেই পাশে থেকেছেন কাজী আবুল হোসেন। স্ত্রীর কাজের সময় ছেলেদের স্কুলে নেওয়া, খাওয়া-দাওয়া, সংসারের কাজ সবটা তিনি করেন। তিনি বলেন, খাদিজার এগিয়ে যাওয়ার যাত্রায় পাশে থাকার চেষ্টা করেছি।

💁 এখন খাদিজা ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়াম প্রো, ক্যানভা প্রো, ডিজিটাল মার্কেটিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে পেইড মার্কেটিংয়ে দক্ষ। সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে নিজের দক্ষতা আরও কয়েক গুণ বাড়িয়েছেন খাদিজা।

তিনি বলেন, বাসায় কাজ করা মানে যে সময় নষ্ট করা যাবে তা নয়। কাজ ফেলে রেখে আড্ডা-গল্পে মোটেও মেতে ওঠা যাবে না। আগে কাজকে গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দিয়ে কাজ করলে সফলতা আসবেই। ইনশাআল্লাহ 🤲

তথ্য ছবি - সংগৃহীত


🌹 একটি অনুপ্রেরণা মূলক গল্প 🌹✅একজন বিত্তবান লোক সিদ্ধান্ত নিলেন, শিকারের উদ্দেশ্যে আফ্রিকায় কিছুদিনের জন্য ঘুরে আসবেন। ত...
08/11/2023

🌹 একটি অনুপ্রেরণা মূলক গল্প 🌹

✅একজন বিত্তবান লোক সিদ্ধান্ত নিলেন, শিকারের উদ্দেশ্যে আফ্রিকায় কিছুদিনের জন্য ঘুরে আসবেন। তাই তিনি একমাত্র সহকারী হিসেবে তার বিশ্বস্থ কুকুরটিকে নিয়ে বের হয়ে পড়লেন। একদিন, কুকুরটি একটা প্রজাপতিকে খেলাচ্ছলে তাড়া করতে করতে হঠাৎ লক্ষ্য করল যে সে তার বাসস্থান থেকে অনেক দূরে চলে এসেছে এবং পথ হারিয়ে ফেলেছে।
তাই সে পথভ্রষ্ট হয়ে উদ্দেশ্যহীনভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেরাচ্ছিল। এমতাবস্থায় হঠাৎ সে খেয়াল করল একটা চিতা মধ্যাহ্নভোজের উদ্দেশ্যে তার দিকে ক্ষিপ্রবেগে ছুটে আসছে। কুকুরটা নিজের মনে মনে ভাবল “মহা বিপদে পড়লাম দেখি!”
তারপর সে খেয়াল করল পাশেই মাটির উপর কিছু হাড় পরে আছে। তৎক্ষনাৎ সে হাড়গুলোর কাছে গেল এবং তার দিকে আসা চিতার দিকে পিছন ফিরে হাড়গুলো চিবোতে শুরু করল। ঠিক যখন চিতাটা লাফ দিয়ে তাকে ধরার জন্য প্রস্তুত হচ্ছে ঠিক তখনি কুকুরটা জোড়ালো কন্ঠে বলা শুরু করল-
“চিতাটা তো খুব-ই মুখরুচক, মনে হয় এদিকে আশেপাশে খুজলে এরকম আরও পাওয়া যাবে।” বলার সাথে সাথে সে একটা জোরালো ঢেকুর ছাড়লো।
এই কথা শোনার চিতাটা তার আক্রমনে দ্রুত বিরতি দিল, দেখে মনে হচ্ছিল যে তাকে ভীতি চেপে ধরেছে এবং সে আস্তে আস্তে লুকিয়ে গাছের আড়ালে সটকে পড়ল। ভয়মাখা কন্ঠে চিতাটা মনে মনে বলে উঠল, “কুকুরটা খুব কাছাকাছি, এবং যে কোনো মূহুর্তে আমাকে পেয়ে যেতে পারে।”
ঠিক এ সময়, একটা বানর কাছাকাছি কোনো গাছে বসে পুরো ব্যাপারটা প্রত্যক্ষ করছিল। সে চিন্তা করল যে, “এই পুরো ব্যাপারটা চিতাকে বুঝিয়ে বলতে পারলে চিতার সাথে বানর গুষ্টির সম্পর্কটা আরও মজবুত হবে, এবং তাদের জাতিকে রক্ষার জন্য চিতার সাথে সম্পর্ক উন্নয়ন বেশ জরুরী।”
যেই চিন্তা সেই কাজ; এদিকে, কুকুরটা শুধু দেখল যে বানরটা খুব দ্রুতবেগে চিতার দিকে ছুটে যাচ্ছে এবং সাথে সাথে সে বুঝতে পারল নিশ্চয়ই কিছু হতে চলেছে। বানরটি খুব দ্রুতই চিতার কাছে পৌছে গেল এবং নিজের নিরাপত্তার আশায় সে পুরো ঘটনাটি চিতাকে খুলে বলল। নিজের এই বোকামি বুঝতে পেরে বাঘটি ক্রোধে উন্মত্ত হয়ে বানরটিকে বলল-
“তবে তাই যদি ঠিক হয় তবে আমার পিঠে চড়ে বস, দেখ আমি কিভাবে বজ্জাত কুকুরটিকে কিভাবে শায়েস্তা করি।” তখন কুকুর দেখল চিতা তার পিঠে বানরকে নিয়ে কাছে আসছে। সে মনে মনে ভাবছিল “প্রাণপনে দৌঁড়ানো বাদে আমার এখন আর কি করার আছে?”
তবুও কুকুরটি আক্রমনকারীদের দিকে পেছন ফিরে বসে এমন ভাব ধরল যে সে তখনও তাদেরকে দেখতে পায় নি। যখন তারা কুকুরের কথা শোনার মত কাছাকাছি চলে এসেছে ঠিক তখনি কুকুর বিরক্তভরা কন্ঠে বলে উঠল “বজ্জাত বানরটা কই গেল!!! আমি ওকে ঠিক বিশ্বাস করতে পারি না। আধ ঘন্টা হল ওকে আরেকটা চিতা (ভুলিয়ে-ভালিয়ে) আনতে পাঠালাম কিন্তু এখন পর্যন্ত সে ফিরে আসেনি।”এটা শোনার পর চিতা নিজের প্রাণের নিরাপত্তার কথা ভেবে ছুটে পালাল।

গল্পের নীতিকথাঃ কঠিন চাপের মুখে কখনও আতঙ্কিত হবেন না- টেনশন নেবার জন্য নয়, বরং একে কৌশলে ফিরিয়ে দেবার জন্য প্রস্তুত থাকুন।

💢 আমি কি ফ্রিল্যান্সিং পারবো!!!!!আমার ফ্যামিলি তো রাজি হবে না!!! আমার কাছে তো কোনো টাকা নাই!!! তাহলে আমি কীভাবে ফ্রিল্যা...
29/10/2023

💢 আমি কি ফ্রিল্যান্সিং পারবো!!!!!
আমার ফ্যামিলি তো রাজি হবে না!!! আমার কাছে তো কোনো টাকা নাই!!! তাহলে আমি কীভাবে ফ্রিল্যান্সিং করব!!!

👍 ফ্রিল্যান্সিং করতে লাগে শুধু ধৈর্য্য আর কাজ করার প্রবল ইচ্ছা। যদি আপনার এই ২টা জিনিস থাকে তাহলে আপনি ফ্রিলান্সার হতে পারবেন!!!
আর ফ্যামিলি মানবে না এটাই স্বাভাবিক কারণ, তাদের এই বিষয়ে কোনো ধারণাই নেই। তাদেরকে ভালো করে বুঝাতে হবে। তাহলে তারা অবশ্যই বুঝবে!!! আমার টাকা নেই, না থাকাটা স্বাভাবিক। কারণ, টাকা থাকলে তো আর আপনি কাজ করতেন না!!! কষ্ট, শ্রম আর ধৈর্য ছাড়া ভালো কিছু করা সম্ভব না, জীবনে রিক্স নিতে শিখুন!!! দেখবেন জীবন আপনাকে অনেক ভালো কিছু ফেরত দিবে!!!

💻 যারা ফ্রিল্যান্সিং সেক্টরের ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে জানতে চান এবং শিখতে চান তারা ইনবক্স করতে পারেন!!!
১০০% হেল্প করবো!!!ইনশাল্লাহ!!!


 #বাংলাদেশের_৫০_লাখ_গ্র্যাজুয়েট_বেকার_তরুণদের উদ্দেশ্যে দুটো কথা:=💁‍♂️আসুন ২ মিনিট নিজের সাথে একটু কথা বলি...👉গত ৪ বছরে ...
20/10/2023

#বাংলাদেশের_৫০_লাখ_গ্র্যাজুয়েট_বেকার_তরুণদের উদ্দেশ্যে দুটো কথা:=

💁‍♂️আসুন ২ মিনিট নিজের সাথে একটু কথা বলি...

👉গত ৪ বছরে পড়াশুনা ছাড়া আর কি কি করেছেন?

👉সময় পাননি? সময় কিন্তু ছিল নাকি ব্যবহার করতে পারেননি?

✅এক দিনের হিসাবটা বের করেন তো পড়াশুনার বাইরে বাকী সময়টা কি কি করেছেন? খুব সহজেই প্রতিদিন ৩-৪ ঘণ্টা সময় বের করা যায়, সেই ৩-৪ ঘণ্টা কি করেছেন গত ৪ বছরে, যা ৫৮৪০ ঘণ্টা (২৪৩ দিন) যারা

পার্ট টাইম উদ্যোক্তা হতে চান তাঁরাও এই সময়টাকে কাজে লাগাতে পারেন চাকরীর পাশাপাশি।ঃ

১। ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিয়েছেন নাকি মাইক্রোসফট ওয়ার্ড,এক্সেল ও পাওয়ারপয়েন্ট শিখেছেন?
২। অন্যকে নিয়ে সমালোচনা করে সময় নষ্ট করেছেন নাকি ইংরেজিটা কিভাবে আরেকটু ভালো লিখতে ও বলতে পারা যায় তার শিখেছেন?
৩। ঘণ্টার পর ঘণ্টা ফেসবুকিং করে অন্যকে লাইক দিয়েছেন নাকি নিজে লাইক পাওয়া যায় এমন কোন ভলান্টিয়ারিং কাজ করেছেন?
৪। প্রেম করার নামে ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলেছেন, ডেটিং করেছেন নাকি রেস্টুরেন্টে, ফাস্টফুডে, বই মেলায়, বাণিজ্য মেলায় বা কোন ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম বা অন্য কোথাও পার্টটাইম কাজ করেছেন?
৫। বই মেলায়, বাণিজ্য মেলায় বা রেস্টুরেন্টে ইত্যাদিতে গিয়ে শুধু ঘুরে ঘুরে দেখেছেন বা খেয়েছেন নাকি খন্ডকালীন একটা বিজনেস কিভাবে করতে হয় তা শেখার চেষ্টা করেছেন?
৬। রাজনীতির নামে আপনাকে ব্যাবহার করার সুযোগ দিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করেছেন, নাকি সামাজিক কোন কাজ করে একটু অবদান রাখার চেষ্টা করেছেন।
৭। কোথাও কোন একটা সমস্যা দেখলে “এই দেশে আর কিছু হবে না বা দেশটার সবকিছু নষ্ট হয়ে গেল” এটা ভেবেছেন নাকি ঐ সমস্যাকে কিভাবে সমাধান করে একটা বিজনেস আইডিয়া বের করা যায় তা নিয়ে রিসার্চ করেছেন?

পড়াশুনার পাশাপাশি গত ৪ বছরে আপনি যদি প্রতিদিন ঐ ৩-৪ ঘণ্টা করে, প্রথম ২ বছর স্কিলস ডেভেলাপমেন্ট ও বাকী ২ বছর কোন পার্ট টাইম কাজ বা উদ্যোগের সাথে জড়িত থাকতেন – আপনার বেকার থাকা অসম্ভব এবং প্রশ্নই উঠে না।

৪ বছরের এই অভিজ্ঞতা যদি থাকে, আপনার পড়াশুনা শেষ হওয়া মাত্রই আপনি কোন চাকরী পেয়ে যাবেন অথবা ব্যবসায়ের কোন একটা উদ্যোগ শুরু করে দিতে পারবেন। কেউ আপনাকে বলতে পারবে না, আপনার কাজের কোন অভিজ্ঞতা নেই। আর কাজের মানুষটাকেই সবাই খোঁজে।
তারপরও প্রশ্ন উঠতে পারে, এতো চাকরী কোথায় পাবে। পড়াশুনা করা মানেই বিসিএস বা সরকারী চাকরী নয় বা বেসরকারি চাকরী করা

Address

Chowdoryhat Hathazari, Chittagong
Hathazari
4335

Alerts

Be the first to know and let us send you an email when Suman Chakraborty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Suman Chakraborty:

Share