AR in USA

AR in USA Assalamualaicum. Alhamdulillah for everything. For all that I have had, i have, and will have in the future

বুটের ডাল দিয়ে মতিচুর লাড্ডু😋
04/08/2024

বুটের ডাল দিয়ে মতিচুর লাড্ডু😋

সকাল আটটায় ক্লাস ছিলো। মুগ্ধ কাক ভেজা হয়ে আসছে ক্লাস করতে। এসে শুনে স্যার আসেনি। তারমানে ক্লাসটা ক্যান্সেল। বৃষ্টির কারণ...
04/08/2024

সকাল আটটায় ক্লাস ছিলো। মুগ্ধ কাক ভেজা হয়ে আসছে ক্লাস করতে। এসে শুনে স্যার আসেনি। তারমানে ক্লাসটা ক্যান্সেল। বৃষ্টির কারণে আসতে পারেন নি স্যার ঐদিন। আমরা খুব হাসাহাসি করতেছিলাম ঐদিন ওরে নিয়ে। ও নাকি ক্লাস করবেই!

যাইহোক, পরে দুজন মিলে বাইকে করে গেলাম খান জাহান আলী হলের ২২৯ নাম্বার রুমে। আমার একটা জার্সি দিলাম পড়তে আর ওর শার্টটা বারান্দায় মেলে দিলাম। গামছা দিলাম ভেজা চুলগুলো মুছতে। বলতেছে, "আরে এইসব লাগবে না!" পরে আমি ই জোর করে মুছে দিলাম ভেজা চুলগুলো। বারান্দায় ঐদিন মুগ্ধর যে শার্টটা আমি মেলে দিয়েছিলাম ঐ শার্টটা পরেই মুগ্ধর নিথর দেহটা আজ মাটিতে পরে আছে। গু*লি লাগার পর রক্তভেজা সেই শার্টটা দেখে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে।

মুগ্ধ আমার ইউনিভার্সিটি লাইফের প্রথম বন্ধু একই সাথে প্রথম রুমমেট ছিল। তখন দুজন স্বপ্নপুরী আবাসিক এলাকায় থাকতাম। ২০১৯ সালের জানুয়ারি মাস। শীতকাল ছিলো তখন। আমাদের রুমের উপরে টিনশেড। সারারাত টিনে কুয়াশা জমে জমে ফোটায় ফোটায় বৃষ্টির মত পড়ে পড়ে ল্যাপ তোষক ভিজে যাইতো।

সকাল হইলে আর মুগ্ধর দেখা পাওয়া যেত না। সারাদিন এখানে ওখানে ঘুড়ে বেড়াবে। ইউনিভার্সিটিতে এমন কেউ নেই যে কি-না মুগ্ধর বন্ধু নয়। আড্ডা, ছোটাছুটি আর দূরন্তপানা নিয়ে এতই ব্যস্ত থাকতো ল্যাপ তোষকটা যে একটু রোদে দেয়া দরকার এইসব ভাবার সময় কোনোদিন ই মুগ্ধর হয়নি।

আমি ই দিতাম দুজনেরটা, রুমে নিতামও আমি। এসে যখন দেখতো এইসব, হেসে দিয়ে বলতো "আমাকে দিয়ে এইসব জীবনেও হবে না"। পরে অবশ্য দুজন মিলে পলিথিন বেধে দিছিলাম রুমে যেন পানি না পরে নিচে।

আন্টিকে ফোনে এইসব কথা বলতো। মুগ্ধর কাছ থেকে নাম্বার নিয়ে আমার সাথে প্রায়ই কথা বলতেন আন্টি। আন্টি অনেক স্নেহ করতেন আমাকে। কি সুন্দর করে বাবা ডেকে ডেকে কথা বলতেন। আমি যেন মুগ্ধকে দেখে রাখি এইসব বলতেন। যখন এইসব ওরে বলতাম "আন্টি আমাকে বলছে তোরে যেন দেখে রাখি"। এইসব শুনে হেসে গড়াগড়ি দিতো। বলতো ❝আমি এখন যথেষ্ট বড় হইছি রবিউল❞।

এভাবেই কেটে গিয়েছিল আমাদের ইউনিভার্সিটি লাইফ। কত শত স্মৃতি জমে আছে এখনো মনে। খুলনা ছেড়ে চলে যাওয়ার কিছুদিন আগেও গেলাম একসাথে জবদ হোটেলে খেতে। একসাথে ঘুরাঘুরি,আড্ডা, সিনিয়রদের সাথে রাতের মিটিং, খেলাধুলা, ট্যুরের সেই ৭ টা দিন আরও কত কি! এমন অসংখ্য স্মৃতি ভুলব কিভাবে মুগ্ধ?

হ্যাঁ, সত্যিই মুগ্ধ বড় হইছে। বড় হইছে বলেই সে পুরো ব্যাচটাকে
Copied

রিকশাওয়ালা মামা❣️
04/08/2024

রিকশাওয়ালা মামা❣️

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?
04/08/2024

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?

Shot by Samsung galaxy s24 ultra 🥰ছবিগুলো দিনের আলোতে তুলা 🥰
28/07/2024

Shot by Samsung galaxy s24 ultra 🥰

ছবিগুলো দিনের আলোতে তুলা 🥰

Flowers bloom in the spring💐আমেরিকার বসন্তে চারদিকটা অসম্ভব রকমের সুন্দর দোখায়❤️
22/07/2024

Flowers bloom in the spring💐

আমেরিকার বসন্তে চারদিকটা অসম্ভব রকমের সুন্দর দোখায়❤️

Statue of Liberty 🗽
22/07/2024

Statue of Liberty 🗽

Address

Hathazari

Telephone

+8801825859246

Website

Alerts

Be the first to know and let us send you an email when AR in USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AR in USA:

Share