Muhammad Abir

Muhammad Abir Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muhammad Abir, Video Creator, Hathazari.
(1)

বই || ভ্রমণ || চা-গল্প— আসরের অল্পকথক🎬

শৈশবে ❝জোনাকির দল, উড়ুক্কু ফড়িংয়ের পেছনে ছুটতে গিয়ে— থমকে দাঁড়িয়েছিলাম, চাতক পাখির মতোন- এখনো চেয়ে আছি।

এ রঙের আস্তানায় আপনাকে স্বাগতম✨❤️

গ্রামে বাড়ি গেলে আমাদের গ্রাম্য বাজারে বসা হয়। পুরোনো বন্ধু বা পরিচিতদের সাথে- আড্ডা দেই।একদিন দোকানে বসে আছি। আচমকা একজ...
16/07/2025

গ্রামে বাড়ি গেলে আমাদের গ্রাম্য বাজারে বসা হয়। পুরোনো বন্ধু বা পরিচিতদের সাথে- আড্ডা দেই।

একদিন দোকানে বসে আছি। আচমকা একজন এসে বলতে শুরু করলো "ডাক্তার সাব পা'ডার মইধ্যে ঘা হইসে, ফার্মেসিত্তে ওষুদ আইন্না খাইতেসি। ভালা হইতেসে না, কি করুম?"

প্রথমে ভিড়মি খেলাম। তারপর বুঝলাম বেটায় আমার ভাইয়ের সাথে আমাকে গুলায়ে ফেলসে।

বললাম "ভাই, আমি ত ডাক্তার না। আমার ভাই ডাক্তার।" শুনে ঝলমলে মুখ কালো হয়ে গেলো।
বললাম "হাসপাতালে যাইয়েন ও ওষুধ দিবে নে"।

তারপর— এমন ঘটনার সম্মুখীন হয়েছি বারংবার।
এই হলো ব্যাপার- চুল ছোট থাকলে ঘটবে আবার।
এবং আজ তার জন্মদিন।🎉🥳

শুভ জন্মদিন ডক্টর Shamim R Shakil ভাইয়া,
আরও একশো বছর বাঁচো। সুখের অসুখে ভরা থাকুক তোমার পুরো জীবন। আমার তিড়িংবিড়িং সহ্য করার জন্যে আন্তরিক লাভাসা জেনো❤️

ধন্যবাদার্হ🧡ধরুন মনে মনে কোন বই- সংগ্রহের ইচ্ছা পুষেছেন। অন্যদিকে কেউ তা— উপহার হিসেবে রেখে দিলো।কাকতালীয় এমন ঘটনা আপনা...
15/07/2025

ধন্যবাদার্হ🧡
ধরুন মনে মনে কোন বই- সংগ্রহের ইচ্ছা পুষেছেন। অন্যদিকে কেউ তা— উপহার হিসেবে রেখে দিলো।

কাকতালীয় এমন ঘটনা আপনাকে চমকে দিবে! আমিও চমকে গেলাম; যখন প্রিন্স ভাই আচমকা শহীদুল জহিরের সমগ্র-খন্ড গিফট করে বসলেন।

বিষয় টি খুবই সাদামাটা। তবে শান্ত চোখে তাকালে দারুণ কিছু চোখে পড়ে। যেমন- আমাদের প্রিয় মানুষের চিন্তা, রুচির মিল দৈবাৎ ভাবে মিলে যায়।

শহীদুল জহির "ভূতের গলি" তৈরি করেছেন। নাহ্ সেটা ইট-পাথুরে নয়। গড়েছেন লেখনির মাধ্যমে।

দেশের সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপট খুব আঁট শব্দে তুলে ধরেছেন। তার মুন্সিয়ানা অল্প কথায়- অনেক কিছু বলা। শুরু করলে শেষ করতেই হবে।

"জীবন ও রাজনৈতিক বাস্তবতা" দিয়ে তার সাথে আমার পরিচয়। শহীদুল জহিরের লেখনির সাথে আপনি পরিচিত? কিভাবে শুরু? বলুন শুনি....

১৫/০৭/২০২৫📍
বৃষ্টিস্নাত অপরাহ্নে

12/07/2025

জোটে যদি মোটে একটি পয়সা
খাদ্য কিনিয়ো ক্ষুধার লাগি'
দুটি যদি জোটে অর্ধেকে তার
ফুল কিনে নিয়ো, হে অনুরাগী!🌸

~সত্যেন্দ্রনাথা দত্ত📍

10/07/2025

ধন্য ধন্য ম্যারা সিলসিলা || এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া❤️

আগারগাঁও'য়ের স্ট্রিটের টি স্টলে বসে অল্পস্বল্প গালগল্প— তারপর দলে দলে গানের জলসায়🎞️
#দিল্লিতেনিজামুদ্দিনআউলিয়া

08/07/2025

মজমা জমে গেছে || আমাদের আসরে🎶🐧
বন্ধুরও বাড়ির জ্বালালি কবুতর- আমারও বাড়ি আসে রে || কত বুট মুসুরি ছিটায়ে খাওয়াইলাম
#গানআড্ডা #আগারগাঁও

04/07/2025

বিশ্ব সাহিত্যের প্রভাবশালী লেখক || কাফকা🖤

ফ্রানৎস কাফকা তার বন্ধু ব্রড ম্যাক্সকে—তার সব লিখা পুড়িয়ে ফেলতে বলেছিলেন। কিন্তু, সেই বন্ধু তার কথা রাখে নি। সেগুলো প্রকাশ করেছিলেন📍

যা পরে বিশ্বনন্দিত সাহিত্যে রুপান্তরিত হয়🐞
#ফ্রানৎসকাফকা #জন্মদিন #মেটামরফোসিস

Money is the second God💶শৈশব থেকে শেখানো হয়—"অর্থ'ই অনর্থের মূল"আসলে তাই? নাকি মগজধোলাই; নাকি সব ভুল!তবেভাই পুঁজিবাদী চি...
01/07/2025

Money is the second God💶

শৈশব থেকে শেখানো হয়—"অর্থ'ই অনর্থের মূল"
আসলে তাই? নাকি মগজধোলাই; নাকি সব ভুল!

তবেভাই পুঁজিবাদী চিন্তা'য় আমি ওত শাঁই দেই না।
"অর্থ" মাঝে মধ্যে ইশ্বরের রূপ ধারণ করে তেমনি মাঝে মধ্যে শয়তানের রূপ। পরিস্থিতি ম্যাটার করে।

টাকা/ডলার/ইয়েন/রুবল/দিনার কতো নাম তার,
তবে ক্ষমতায় ২য় আল্লাহ/ইশ্বর/গড ভালবাসার।

তাহলে সুখ কোথায়?২য় ইশ্বরে? নাহ্। আত্মতুষ্টিতে আপনি বর্তমান নিয়ে কতটুকু সেটিসফাইড আছেন তার উপর ডিপেন্ড করে, আপনি সুখী—না অসুখী। কারণ- আমাদের চাহিদা গুলো অসীম। Infinity♾

সাজেকের আড্ডায় জনি ভাই বলতো"আবীর ভাই, জীবনে এত টাকার প্রয়োজন নাই। মিনিমাম টাকায় স্বাচ্ছন্দ্যে চললে— জীবন সুন্দর।" সহমত ভাই❤️

30/06/2025

সত্যিকারের দেশপ্রেমিক || আহমদ ছফা❤️

তোমার মতো কেউ কখনো হাসতে শেখেনি; হঠাৎ
মেঘের আড়াল টুটে- দিব্যি ফুলের মতোন ফুটে এমন হাসি প্রাচীন কবি; কাব্যে লেখেনি—ছফা🔖

নীলক্ষেত ধরে হাঁটলে এখনো শুনি কে যেন বলে যায় আমার বাংলাদেশ। হায়!আমার বাংলাদেশ🇧🇩
#আহমদছফা #যদ্যপিআমারগুরু #শুভজন্মদিন

মানুষ বাঁচে অপেক্ষায়—অপেক্ষারা বাঁচে আশায়📍আর চালাক চাষা জমিতে' প্রতিদিন চাষবাস করে।আপনি লাল চা বাদে- দুধ চা পছন্দ করতে প...
29/06/2025

মানুষ বাঁচে অপেক্ষায়—অপেক্ষারা বাঁচে আশায়📍

আর চালাক চাষা জমিতে' প্রতিদিন চাষবাস করে।
আপনি লাল চা বাদে- দুধ চা পছন্দ করতে পারেন।
পাহাড় স্কিপ করে সমুদ্র উইশলিস্টে রাখতে পারেন।

ভারি লেখকের লিখা আপনার ভালো নাও লাগতে পারে। একাকী বেশি সাচ্ছন্দ্য বোধ করতে পারেন।

আপনাকে আমার মতোই হতে হবে না। কারণ— আপনি আমি না; আমি আপনি না। আমি যেমন আমার কাছে অনন্য, তেমনি আপনিও অনুপম!🌼

বৈচিত্র্যতার মাঝে-পৃথিবীর সৌন্দর্য প্রকাশ পায়🦋

Address

Hathazari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Abir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Abir:

Share

Category