
16/07/2025
গ্রামে বাড়ি গেলে আমাদের গ্রাম্য বাজারে বসা হয়। পুরোনো বন্ধু বা পরিচিতদের সাথে- আড্ডা দেই।
একদিন দোকানে বসে আছি। আচমকা একজন এসে বলতে শুরু করলো "ডাক্তার সাব পা'ডার মইধ্যে ঘা হইসে, ফার্মেসিত্তে ওষুদ আইন্না খাইতেসি। ভালা হইতেসে না, কি করুম?"
প্রথমে ভিড়মি খেলাম। তারপর বুঝলাম বেটায় আমার ভাইয়ের সাথে আমাকে গুলায়ে ফেলসে।
বললাম "ভাই, আমি ত ডাক্তার না। আমার ভাই ডাক্তার।" শুনে ঝলমলে মুখ কালো হয়ে গেলো।
বললাম "হাসপাতালে যাইয়েন ও ওষুধ দিবে নে"।
তারপর— এমন ঘটনার সম্মুখীন হয়েছি বারংবার।
এই হলো ব্যাপার- চুল ছোট থাকলে ঘটবে আবার।
এবং আজ তার জন্মদিন।🎉🥳
শুভ জন্মদিন ডক্টর Shamim R Shakil ভাইয়া,
আরও একশো বছর বাঁচো। সুখের অসুখে ভরা থাকুক তোমার পুরো জীবন। আমার তিড়িংবিড়িং সহ্য করার জন্যে আন্তরিক লাভাসা জেনো❤️