X"TEN NILOY

X"TEN  NILOY ▄ █ ▄ █ ▄ ▄ █ ▄ █ ▄ █
●__"᥊"___🆃🅴🅽_____ 🅽🅸🅻🅾🆈-●

▶︎•||।||।।||।||।।|||।||।।>
(5)

25/07/2025
একদিন আমারো  পরিবার এভাবে আফসোস  করবে ☹️😞 #বিমান_ক্রাশ  X"TEN  NILOY
23/07/2025

একদিন আমারো পরিবার এভাবে আফসোস করবে ☹️😞
#বিমান_ক্রাশ X"TEN NILOY

আমার ছোট বোন ❤️ আল্লাহ তা'আলা তাকে সুস্থ রাখেন  🤲আমিন!
22/07/2025

আমার ছোট বোন ❤️
আল্লাহ তা'আলা তাকে সুস্থ রাখেন 🤲
আমিন!

আজ মনটা ভীষণ ভারাক্রান্ত। যখন বিমান দুর্ঘটনার খবরটা শুনলাম, বুকের ভেতরটা যেন হু হু করে উঠলো। কেমন একটা শূন্যতা গ্রাস করল...
21/07/2025

আজ মনটা ভীষণ ভারাক্রান্ত। যখন বিমান দুর্ঘটনার খবরটা শুনলাম, বুকের ভেতরটা যেন হু হু করে উঠলো। কেমন একটা শূন্যতা গ্রাস করলো, মনে হলো, ইশ! যদি আমিও ওদের মধ্যে থাকতাম...

চারিদিকে শুধু নিখোঁজ মানুষের খবর – কারো ভাই, কারো ছেলে, কারো মেয়ে। এই ছবিগুলো দেখতে দেখতে নিজের ভেতরের কষ্টটা যেন আরও তীব্র হচ্ছে।

পরিবার আর সমাজের চাপটা দিন দিন অসহ্য লাগছে। বেকারত্বের এই বোঝা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। মনে হয়, পরিবারের কাছেও যেন আমি আজ এক বোঝা,

তাদের চোখে মুখে শুধু হতাশা। যখন অভিমানে না খেয়ে থাকি, তখন কেউ একবার জিজ্ঞাসাও করে না – কারণ আমি যে বেকার! এই যন্ত্রণা আর কতদিন বইতে হবে, জানি না, আ/ত্ম/হ/ত্যা যদি পাপ না হতো, অনেকেই তা হাসিমুখে বর্ন করে নিতো

X"TEN NILOY
#বিমান_ক্রাশ
* #মানসিকস্বাস্থ্য
* #বেকারত্ব
* #হতাশা
* #আবেগ
* #কষ্ট

*_-*_-অভিমানে কখনোই কেউ ছেড়ে যায় না,*_ *_ছেড়ে যায়   মানুষের দেওয়া কিছু কষ্টের আঘাতে★> ┋ ⎯͢⎯⃝🧿  X"TEN  NILOY 💋📌⎯͢♡
21/07/2025

*_-
*_-অভিমানে কখনোই কেউ ছেড়ে যায় না,*_
*_ছেড়ে যায় মানুষের দেওয়া কিছু কষ্টের আঘাতে★

> ┋ ⎯͢⎯⃝🧿 X"TEN NILOY 💋📌⎯͢♡

বদলে যাবো নাকি বদলা নিবো? আমি কি বদলে যাবো, নাকি নেবো কঠিন প্রতিশোধ?হৃদয় জুড়ে আজ শুধু প্রবঞ্চনার রোষ।ভালোবাসা ছিল বুঝি এ...
20/07/2025

বদলে যাবো নাকি বদলা নিবো?

আমি কি বদলে যাবো, নাকি নেবো কঠিন প্রতিশোধ?
হৃদয় জুড়ে আজ শুধু প্রবঞ্চনার রোষ।
ভালোবাসা ছিল বুঝি এক মিথ্যে ছলনা,
তুমি ভেঙে দিয়ে গেছো আমার সব সাধনা।
দিনগুলো ছিল রঙিন, স্বপ্নরা ছিল সবুজ,
আজ সব ধূসর, যেন শুকনো মরুভূজ।
তোমার দেওয়া আঘাত, বুকে নিয়ে কাঁদে মন,
প্রতিশোধের আগুন জ্বলছে সারাক্ষণ।
বদলে যাওয়ার কথা? সে তো পরাজিতর পথ,
আমি কেন সইবো তবে এই ব্যথার আঘাত?
চোখে চোখ রাখবো তোমার, দেখাবো আমার তেজ,
বদলে দেবো সব হিসাব, নেবো চরম দ্বেষ।
তুমি চেয়েছিলে ভাঙতে, আমায় করতে শেষ?
ভুলে গেছো, এই আমিই পারি গড়তে এক নতুন দেশ।
তোমার দেওয়া বিষাদ, আজ আমার শক্তি,
পুড়িয়ে দেবো সব মিথ্যে, আনবো মুক্তির মুক্তি।
দেখবে তুমি, আমি কেমন করে ঘুরে দাঁড়াই,
তোমার সাম্রাজ্য গুঁড়িয়ে, নতুন সূর্য দেখাই।
তোমার দেওয়া প্রতিটি দুঃখের হবে সুদ-আসল,
আমার প্রতিশোধ হবে তোমার শেষ সম্বল।

X"TEN NILOY

19/07/2025

"হাতিবান্ধা থেকে ট্রেন যাত্রা শুরু! 🚂 লাইভে এসে আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করছি। " #হাতিবান্ধা #ভ্রমন X"TEN NILOY

Address

Hatibandha

Alerts

Be the first to know and let us send you an email when X"TEN NILOY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category