
10/05/2025
বাবা" — যার মুখটা মনে নেই, কিন্তু অভাবটা সব সময় অনুভব করি।
আমি যখন মাত্র দুই বছর বয়সী, তখন তুই আমাকে একা রেখে চলে গেছিস চিরদিনের জন্য।
কেউ বলে, আমি নাকি অনেকটা তোর মতো দেখতে… কিন্তু আমি জানি না, তুই দেখতে কেমন ছিলি।
তোর কোলে চড়ে ঘোরা, তোর আদর পাওয়া, কিংবা কানে কানে বলা "বাবা ভালোবাসে" — এসব কিছুই আমি পাইনি।
আজ যখন জীবন আমাকে কঠিন করে তোলে, মনে হয় —
যদি বাবা থাকতো, হয়তো সব কিছু একটু সহজ হতো।
তুই নেই, কিন্তু তোর জন্য বুকের ভেতর একটা শূন্যতা নিয়ে বেঁচে আছি।
আমি জানি, যেখানেই থাকিস, তুই আমার খেয়াল রাখিস।
আর আমি চেষ্টা করছি এমন জীবন গড়তে, যাতে তুই আকাশ থেকে দেখে গর্ব করতে পারিস —
"ও আমার ছেলে!"