Sailor Rocky Tafsir

Sailor Rocky Tafsir আসসালামু আলাইকুম। আমি তাফসীর হোসেন রকি। নদী পথে চলার সময় আমি হবো আপনাদের সঙ্গী।

সবাইকে মে দিবসের শুভেচ্ছা
01/05/2025

সবাইকে মে দিবসের শুভেচ্ছা

এম ভি রোকনুর ২০
13/04/2025

এম ভি রোকনুর ২০

মুন্সিগঞ্জ জেলার ইফতার ও সাহারি সময়সূচী
01/03/2025

মুন্সিগঞ্জ জেলার ইফতার ও সাহারি সময়সূচী

®-এমভি আল বাখেরা জাহাজে জবাই হওয়া সবাইকে পরিকল্পিতভাবে খুন করেছে এটা চোখ বন্ধ করেই বলা যায়। একটা জাহাজে শুধুমাত্র আটজন...
23/12/2024

®-এমভি আল বাখেরা জাহাজে জবাই হওয়া সবাইকে পরিকল্পিতভাবে খুন করেছে এটা চোখ বন্ধ করেই বলা যায়।

একটা জাহাজে শুধুমাত্র আটজন নাবিক থাকে না।কম গ্রস টনেস এর জাহাজ হিসেবেও কমপক্ষে ১১ জন নাবিক থাকে।এছাড়া সার লোড হওয়ার কারণে এ জাহাজে সার মালিক পক্ষের পক্ষথেকে এবং আমদানিকারক এর পক্ষথেকে কমপক্ষে দুইজন করে চারজন অতিরিক্ত স্কট থাকার কথা(জাহাজ ক্যারিয়ার বা সার্ভেয়ার দের থেকে সঠিকটা জানা যাবে কতজন স্কট দিয়েছে উনারা)।তারা কই?
এছাড়া এগুলা ছোট জাহাজ এবং প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য অতিরিক্ত নাবিক না থাকায় এসব জাহাজে বয়েজের সময় নাবিক ছুটিতে থাকে না। কারণ একজনের শূন্যতা পূরণ করার জন্য আরেকজন নাই।থাকেনা।

যে একজন বেঁচে ছিলো এবং যতটুকু শুনছি অন্য জাহাজ থেকে ৯৯৯ এ কল দেওয়ার পর কোস্ট গার্ড ঘটনাস্থলে যায়।যখন ঐ জাহাজ থেকে লাশ নামানো হয় তখনও ও বেঁচে ছিলো।এবং হাসপাতালে নেওয়ার সময় ও মৃত্যু বরণ করে।
সে কি আসলে মরে গেছে নাকি তাকেও মেরে ফেলা হয়েছে সেই প্রশ্নও থেকে যায়।
কারণ এ সবগুলো খুনের একমাত্র সাক্ষী গলা কাটা নাবিকই ছিলো।

প্রত্যেকটা নাবিক এভাবে নিজেদের রুমে গলাকাটা অবস্থায় থাকাতে প্রশ্ন আসছে আরো অনেক।ডাকাত আসলে তো কেউই এভাবে নিজেদের রুমে ঘুমায় না।ডাকাতরা সব নাবিকরে নির্দিষ্ট একটা রুমে আটকিয়ে ডাকাতি করে চলে যায়।
মাষ্টার বা দায়িত্ববান কাউকে মারধর করে।
সবাইকে পরিকল্পিতভাবে ঘুমে রেখেই জবাই করা হয়নি তো?প্রশ্ন থেকেই যায়।

ডাকাতি করার জন্য এসব জাহাজে কিছুই নাই।যদি মাস্টারের কাছে কিছু লাইন খরচ বাবদ টাকা থাকে সেগুলোর জন্য মাস্টারকে মারধর করে।
এসব নেভিগেশনাল কোন যন্ত্রপাতি এসব জাহাজে নাই।জ্বালানি ছাড়া।
এসব ডাকাতরা নাবিকদের জামাকাপড় নিয়ে যায়।রান্না করার হারিপাতিল নিয়ে যায়।
এসবের কি অবস্থা সেটা দেখা দরকার।

একজন জাহাজ মাষ্টার হিসেবে কোন চিন্তা ছাড়ায় বলতে পারি এ জাহাজে ডাকাত আসে নাই।এই জাহাজ ডাকাতি হয়নি।খুনি আসছিলো।খুন হয়েছে এ জাহাজে।
খুনি আসছিলো নাকি আগে থেকেই ছিলো সেই প্রশ্নই রয়ে যাচ্ছে।

দেশ এবং দেশের বর্তমান দায়িত্বে থাকা সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই হত্যা করা হয়েছে কিনা দেখা খুবই জরুরি।সর্ব প্রথম এটাই করা উচিৎ।
সাবেক সরকার দলীয় রাজনৈতিক দল ও দেশের অন্যান্য রাজনৈতিক দল গুলোর প্লানিং কিনা খতিয়ে দেখা উচিৎ।
#সংগ্রহীত
স্বার্থের জন্য এসব দলগুলো সবকিছুই করতে পারে।

পারটেক্স
17/01/2024

পারটেক্স

28/07/2023

যাদের SSC রেজাল্ট লাগবে তারা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার কমেন্ট করো

07/03/2023

বিশাল আকৃতির একদল তিমি জাহাজের পাশে এসে ঘুরঘুর করছে 😶

চিলির সমুদ্রসীমা থেকে ভিডিও ধারণ করে পাঠিয়েছেন ক্যাপ্টেন জাহিদ হায়দার স্যার।

ভিডিও কার্টেসি #স্বদেশ_বিদেশ_সমুদ্র

29/10/2022

ক্রিকেট বাংলাদেশের মানুষের আবেগের খেলা। তাই যে যেখানে সুযোগ পাই খেলা শুরু করে। তেমনি জাহাজের নাবিকরা ও জাহাজের হ্যাজের মধ্যে খেলা শুরু করছে। লাভলি মোমেন্ট ❤️❤️

28/10/2022

বঙ্গোপসাগরে "সিত্রাং" এর উত্তাল ঢেউ। ভিডিও টা করা হয়েছিলো ঘুর্ণিঝড় সিত্রাং যেদিন আঘাত হানে সেদিন।

ভিডিও টি করা হয়েছে মাদার ভেসেল থেকে।

কালেক্টেডঃ Seafarers Of Bangladesh পেজ থেকে

📸 Tanmoy Sarkar

অনকেরেই এটাকে বঙ্গোপসাগর মনে না ও হতে পারে। তাদের জন্য এক বস্তা সমবেদনা।

25/10/2022

অল্পের জন্য বেঁচে গেলো লোকটা।

কথায় আছে না রাখে আল্লাহ মারে কে?

Address

Hatiya
3893

Telephone

+8801306556980

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sailor Rocky Tafsir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sailor Rocky Tafsir:

Share