
20/03/2025
পরিত্যক্ত সৈনিক
দল ক্ষমতা হারিয়েছে। একসময় যাদের পদচারণায় মুখর ছিল পার্টি অফিস, আজ সেখানে নীরবতা। একসময়ের বীর কর্মী জামিল এখন পলাতক জীবনের পথিক।
ক্ষমতার সময় সে নেতাদের নির্দেশে মাঠে নেমেছিল, ঝুঁকি নিয়েছিল, লাঞ্ছনা সহ্য করেছিল। কিন্তু আজ? নেতারা বিদেশে, কেউ কেউ প্রতিপক্ষের সাথে গোপনে সমঝোতা করেছে। আর জামিল?
তার নামে একের পর এক মামলা, পাড়া-মহল্লায় তাকে দেখলেই সবাই এড়িয়ে চলে। দলীয় বন্ধুরাও ফোন ধরে না। যে দল একসময় তার পরিবার ছিল, আজ তার অস্তিত্বের দায়ও কেউ নিতে চায় না।
নীরব শহরের এক কোণে দাঁড়িয়ে জামিল বুঝতে পারে—সে শুধুই এক পরিত্যক্ত সৈনিক, যাকে দল প্রয়োজন ফুরালেই ভুলে গেছে।