
27/07/2025
৪৯তম বিসিএস (বিশেষ)
মার্কেটিং ৩৯০ টাকা
ম্যানেজমেন্ট ৪৫০ টাকা
ফিন্যান্স এবং ব্যাংকিং ৪৫০ টাকা
হিসাববিজ্ঞান ৬০০ টাকা
বইটি BPSC এর সিলেবাস অনুসারে সাজানো হয়েছে।
বইটি যেভাবে সাজানো হয়েছে :
> টপিক ভিত্তিক আলোচনা।
> প্রতিটি টপিক আলোচনার পরপরই প্যাকটিসের জন্য MCQ প্রশ্নের সংযোজন
> বিগত প্রশ্ন ব্যাখ্যাসহ সংযোজন
> HSC & BBA লেভেলের পাঠ্যবইয়ের প্রয়োজনীয় তথ্য সংযোজন
> ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন সংযোজন
> মডেল টেস্ট সংযোজন
> ভাইবার জন্য প্রয়োজনীয় তথ্য সংযোজন
> যদি প্রিলি পরীক্ষা বাংলা ভার্সনে হবে। তবে ভাইভার ক্ষেত্রে মার্কেটিং এর অনেক টার্ম ইংরেজিতে প্রশ্ন করতে পারে। তাই বইটি আমরা বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে তৈরি করেছি। পার্ট A : বাংলা ভার্সন। পার্ট B : ইংরেজি ভার্সন।
> ইনশাআল্লাহ বিসিএস প্রিলি+ভাইভার জন্য বেস্ট কোয়ালিটি বই পাবেন।
উল্লেখ্য ইমিন্যান্ট প্রকাশনী কোয়ালিটিতে বিশ্বাসী। তাই আমরা সবগুলো বই বাজারে দিতে পারছি না। যে কয়টি বইয়ের মান ঠিক রেখে বাজারে দিতে পারবো বলে মনে হয়েছে আমরা সে কয়টি বই বাজারে দিব।
ইনশাআল্লাহ মঙ্গলবার থেকে বইটি বাজারে পাবেন।
এটি সাবজেক্টিভ বই। লিমিটেড এডিশন প্রিন্ট করা হয়। তাই দেশের সব প্রান্তে বইটি হয়তো পাবেন না। তাই যারা লাইব্রেরিতে না পাবেন তারা কুরিয়ারে নিতে পারেন।
অডার কনফার্ম করতে পেইজে নাম ঠিকানা ফোন নম্বর দিলেই হবে।