
22/04/2025
৩০ লাখ টাকা দেনমোহরে নওরিন আফরোজ প্রিয়া আপুর বিয়ে হলো। সৌন্দর্য এখানে ম্যাটার করছে না। মেয়ে স্বাবলম্বী বিজনেস করে। তার চেয়েও বড় কথা মেয়েটির ফেইস ভ্যালু আছে। এই মেয়েটাকে ইচ্ছা করলেই তার স্বামী শারীরিক নির্যাতন করতে পারবে না, ঘর থেকে বের করে দিতে পারবে না, তার ওপর জুলুম করতে পারবে না।
আমার মনে হয়, সৌন্দর্যের প্রতি যত্নশীল না হয়ে, মেয়েদের ক্যারিয়ারের প্রতি খুব যত্নশীল হওয়া দরকার, একজন স্বাবলম্বী নারীকে পুরুষ বা তার ফ্যামিলি অসম্মান করার আগে দশবার ভাবে ..