Akram Web

Akram Web You can also get more great information at http://www.akramweb.com

If you're looking for the latest Video For Marketing, Latest News, Latest Tutorial , Business related Video, Motivational Video then you're in the right place.

সরিষার খৈলের বুস্টার সার তৈরি পদ্ধতি জেনে নিন! 🔰আমরা প্রায় সকল বাগানীরা সরিষার খৈল পচানো পানির সাথে পরিচিত। সাধারণত আমরা...
10/09/2025

সরিষার খৈলের বুস্টার সার তৈরি পদ্ধতি জেনে নিন!

🔰আমরা প্রায় সকল বাগানীরা সরিষার খৈল পচানো পানির সাথে পরিচিত। সাধারণত আমরা ৫-৭ দিন সরিষার খৈল পানিতে ভিজিয়ে রেখে পচাই। তারপর তার সাথে পানি মিশিয়ে গাছের মাটিতে দেই। সরিষা খৈল যখন পানিতে পচানো হয় তখন সেই পানিতে বিভিন্ন উপাদান তৈরী হয় যা পরবর্তীতে মাটি হয়ে গাছে চলে যায় ও গাছের বৃদ্ধি,ফুল-ফল ধরানো,রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ নানাবিধ উপকার করে।

🔰সরিষার খৈল পচানোর প্রক্রিয়াটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ফার্মান্টেশন। international journal of chemical studies এর গবেষণায় দেখা গিয়েছে সরিষার খৈলকে যতো বেশীদিন ফার্মান্টেশন প্রসেসে রাখা যাবে ততোই এর উপকারী উপাদান বৃদ্ধি পায়। অর্থাৎ আমাদের মাঝে যেই প্রচলিত মতবাদ আছে যে ৭-৮ দিনের মধ্যে খৈল ভেজানো পানি ব্যবহার করে ফেলতে হবে, এই প্রক্রিয়া থেকে এটা আপডেট। এ পদ্ধতিতে সরিষার খৈলকে যদি ৪০ দিন পর্যন্ত পচানো যায় তাহলে সেই পচানো পানিতে মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্ট,যেমন-নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম, আয়রন, সালফার, ম্যাগিনেসিয়াম, কপার, জিংক সহ গাছের দরকারী সব উপাদান কয়েকগুণ বৃদ্ধি পায়।

🔰পাশাপাশি আমরা বাজার থেকে ট্রাইকোডার্মা,বায়োডার্মা নামক যেই জৈব ফাংগিসাইড কিনে টবের মাটিতে প্রয়োগ করি সেই সিডিউমুনাস,ট্রাইকোডার্মা, রাইজোব্যাকটেরিয়াসহ গাছের জন্য সবচেয়ে প্রয়োজনীয় ফাংগি ও ব্যাংক্টেরিয়াগুলো ৪০ দিন পর সরিষা খৈল পচানো পানিতে উল্লেখযোগ্য হারে তৈরী হয়।

🔰অর্থাৎ, আপনি যদি একটি ভালো মানের সরিষার খৈল ৩৫-৪০ দিন পর্যন্ত পানিতে পচিয়ে তারপর গাছের মাটিতে ব্যবহার করতে পারেন তাহলে গাছের প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান, জৈব অনুজীব,ছাত্রাকনাশক ও কীটনাশক কয়েকগুণ বেশী পাবেন।

🔰আরেকটি বিষয় হলো খৈল পচানোর পানিতে আপনাকে নিয়মিত অক্সিজেন সরবরাহ করতে হবে। কারণ যেই অনুজীব জীবগুলো এই খৈল পচানোর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তাদের সার্ভাইভ করার জন্য বা বেঁচে থেকে পচন কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য অক্সিজেন প্রয়োজন। আর অক্সিজেন সরবরাহের জন্য প্রতিদিন কয়েকবার পাত্রের ঢাকনা তুলে পাত্রের পানিকে বাঁশ বা কাঠের কাঠি দিয়ে ক্লকওয়াইজ ও এন্টিক্লকওয়াইজ ঘুরিয়ে নাড়িয়ে দিতে হবে এবং নাড়ানো শেষে আবার ঢাকনা নাড়িয়ে দিতে হবে। আর ফার্মান্টেশন প্রক্রিয়া সবচাইতে ভালো হয় মাটির পাত্রে। সরিষার খৈল পচানোর কাজটি মাটির কলসি বা মাটির পাত্রে করতে পারলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে।

👉প্রয়োজনীয় উপকরণ:

১. খৈল ১ কেজি ।
২. পানি ১০ লিটার।
৩. মাটির পাত্র ( সম্ভব হলে )।
৪. কাঠ বা বাঁশের লাঠি।

🔰উক্ত সার তৈরির পর আরও ১০ গুণ পানি যোগ করতে হবে। অর্থাৎ প্রথমে ১০ লিটার পানির সাথে আরও ৯০ লিটার পানি মেশাতে হবে। অর্থ্যাৎ মোট সারের পরিমাণ হবে ১০০ লিটার। এটা গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে।

👉কৃষি বিষয় প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের সাথে থাকুন অথবা উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন।

 #কোন সারের কি কাজ:আমরা কৃষি জমিতে সবাই বিভিন্ন রকম সার ব্যবহার করি। কিন্তু কোন সার ফসলের জন্য কি কাজ করে তা আমরা অনেকে ...
10/09/2025

#কোন সারের কি কাজ:
আমরা কৃষি জমিতে সবাই বিভিন্ন রকম সার ব্যবহার করি। কিন্তু কোন সার ফসলের জন্য কি কাজ করে তা আমরা অনেকে জানি আবার জানি না, এমনকি জানার চেষ্টাও করিনা। কিন্তু ভাল ফসল উৎপাদনের জন্য এটা জানা খুবই জরুরী। নিচে কোন প্রকার রাসায়নিক সারের কি কাজ তা সংক্ষেপে তুলে ধরলাম।

#ইউরিয়াঃ
ইউরিয়া সার গাছের ডালপালা, কান্ড ও পত্রের বৃদ্ধি সাধন করে। এই সার গাছপালাকে গাঢ় সবুজ রং প্রদান করে। এর নাইট্রোজেন পাতার সবুজ কণিকা বা ক্লোরফিলের একটি অবিচ্ছেদ্য অংশ এবং উদ্ভিদের প্রোটিন উৎপাদনে সহায়তা করে।

#টিএসপিঃ
টিএসপি, ডিএপি বা ফসফেট জাতীয় সারের ফসফরাস গাছের প্রথম পর্যায়ের বৃদ্ধি ত্বরান্বিত করে। এছাড়া উদ্ভিদের জীবকোষের বিভাজনে অংশগ্রহণ করে এবং গাছের মূল বা শিকড়ের গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে। তাছাড়া সময় মতো গাছকে ফুল ও ফলে শোভিত করে এবং ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে।

#পটাশঃ
এমপি সার বা পটাশ সারের পটাশিয়াম পাতার ক্লোরফিল তৈরির অবিচ্ছেদ্য অংশ যা শর্করা প্রস্তুতিতে সহায়তা এবং সেগুলির দেহাভ্যন্তরে চলাচলের পথ সুগম করে। এই সার নাইট্রোজেনের কার্যকারিতার পরিপূরক এবং পোকামাকড় ও রোগবালাই থেকে গাছকে রক্ষা করে। এই সার গাছের খরা সহিঞ্চুতা বাড়ায়, গাছকে মজবুত করে।

#জিপসামঃ
জিপসাম সারের মধ্যে থাকা সালফার নাইট্রোজেন আত্মকরণে সহায়তা করে। এই সার প্রোটিন প্রস্তুতিতে অংশ গ্রহণ করে, তেল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এবং সালফার ভিটামিন ও কো-এনজাইমের উপাদান তৈরিতে ব্যবহৃত হয়।

#জিংক_সালফেটঃ
জিংক সালফেটের জিংক প্রোটিন প্রস্তুতিতে সহায়তা করে এবং হরমোনের কার্যকারিতার জন্য সহায়তা করে।

#বোরাক্সঃ
বোরাক্সের বোরন ফলের বিকৃতি রোধ করে এবং ফুল ফল ধারণে সাহায্য করে।

👉 সব ধরনের রাসায়নিক সার আমাদের কাছে পাবেন।

♦️*ছাদ বাগান টিপস ও কৃষি পরামর্শ পেতে পেইজটি লাইক ফলো দিয়ে যুক্ত হন আমাদের সাথে,ধন্যবাদ।❤️




06/09/2025

বাংলাদেশ নিয়ে এক বাক্যে আপনার কি বলতে মোন চায়?

06/09/2025

06/09/2025

Updated TOP 10 AI tools you can’t ignore!

1. ChatGPT.com – solves anything
2. RecCloud.com – converts speech to text
3. MidJourney.com – generates art
4. Replit.com – writes and runs code
5. Synthesia.ai – creates AI videos
6. Soundraw.io – produces music in seconds
7. Fliki.ai – turns text into TikToks
8. Starry.ai – creates AI avatars
9. PicWish.com– edits photos fast
10. SlidesAI.io – makes presentations for you

23/08/2025
চাকুরীর ইন্টারভিউ'র জন্য তাৎক্ষণিক প্রস্তুতি নেবেন কিভাবে?বর্তমানে যে কোন চাকুরীর ইন্টারভিউতে গেলেই বেশ কিছু কমন প্রশ্ন ...
23/08/2025

চাকুরীর ইন্টারভিউ'র জন্য তাৎক্ষণিক প্রস্তুতি নেবেন কিভাবে?

বর্তমানে যে কোন চাকুরীর ইন্টারভিউতে গেলেই বেশ কিছু কমন প্রশ্ন প্রায় সবাইকেই করা হয়। এছাড়া ইংরেজিতে প্রার্থীর বেসিক জ্ঞান আছে কিনা সেটাও দেখা হয়। তাই আগ্রহীরা যেন স্বল্প সময়ে প্রস্তুতি গ্রহণ করতে পারেন সেজন্য কিছু বিষয় এখানে উল্লেখ করলাম।

--------------------------->

1. কোম্পানি সম্পর্কে দ্রুত রিসার্চ করুন:

- যে কোম্পানীতে ইন্টারভিউ দেবেন, সেই কোম্পানীর ওয়েবসাইটের About Us, Mission & Vision, Recent News সেকশন পড়ে নিন।
- কোম্পানীর ২–৩টি সাম্প্রতিক অর্জন বা প্রজেক্ট মুখস্থ রাখুন, যাতে ইন্টারভিউতে উল্লেখ করতে পারেন।

2. নিজের প্রোফাইল রিভিউ করুন:

- নিজের সিভি দেখে নিজের কাজের অভিজ্ঞতা, অর্জন, স্কিল—সব ইংরেজিতে স্পষ্টভাবে বলার প্র্যাকটিস করুন।
- আপনার সিভিতে উল্লেখ করা আপনার প্রতিটি জব বা প্রজেক্টের জন্য ২–৩টি মূল পয়েন্ট প্রস্তুত রাখুন।

3. কমন ইন্টারভিউ প্রশ্নের উত্তর প্র্যাকটিস করুন:

- “Tell me about yourself.”
- “Why should we hire you?”
- “What are your strengths and weaknesses?”
- “Where do you see yourself in 5 years?”

উত্তর সংক্ষিপ্ত, পজিটিভ ও উদাহরণসহ বলুন। (এই পোস্টের নিচের দিকে এগুলোর স্যাম্পল উত্তর দেয়া হয়েছে)

4. STAR মেথড ব্যবহার করুন (Situation–Task–Action–Result):

যখন অভিজ্ঞতার উদাহরণ দেবেন, এই ফরম্যাটে বললে উত্তর পরিষ্কার হবে।

5. শরীরের ভাষা ও ভয়েস কন্ট্রোল করুন:

- চোখে চোখ রেখে কথা বলুন।
- মুখে হালকা হাসি রাখুন।
- শব্দ স্পষ্ট করে উচ্চারণ করুন, খুব দ্রুত নয়।

6. ইংরেজি অনুশীলনের জন্য তাৎক্ষণিক প্রস্তুতি:

- একা একা আয়নার সামনে ৫ মিনিট ইংরেজিতে নিজের পরিচয় দিন।
- ৩–৪টি কমন প্রশ্নের উত্তর জোরে জোরে প্র্যাকটিস করুন।
- ৫–১০টি প্রফেশনাল ইংরেজি শব্দ বা বাক্য মুখস্থ করুন (যেমন collaborative, resultsdriven, adaptable, value addition, growthoriented)।

7. শেষ মুহূর্তের মানসিক প্রস্তুতি:

- ইন্টারভিউয়ের আগে ৫ মিনিট গভীর শ্বাস নিন, মনে করুন আপনি প্রস্তুত।
- মনে রাখবেন: প্রশ্নের উত্তর না জানলেও শান্তভাবে বলুন, “That’s an interesting question, I’ll try to answer from my experience.”

--------------------------->

এবার আপনার জন্য বাংলা অর্থসহ ইন্টারভিউ এর জন্য ইংরেজিতে কিছু স্যাম্পল প্রশ্ন-উত্তর দিলাম। এগুলো সহজে মুখস্থ করার জন্য সংক্ষিপ্ত পয়েন্ট আকারে দিলাম। এভাবে পড়লে ইন্টারভিউ'র আগের দিন একবার রিভিউ করলেই মনে থাকবে।

# # 1. Self Introduction (নিজের পরিচয়)

English:
"Good morning, thank you for giving me the opportunity. My name is \[Your Name]. I have \[X years] of experience in \[your field], specializing in \[key skill]. In my previous role at \[Company Name], I was responsible for \[key responsibility] and achieved \[achievement]."

বাংলায়:
সুপ্রভাত, সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমার নাম \[নাম]। আমার \[ক্ষেত্রে] \[X বছর] অভিজ্ঞতা আছে, বিশেষ দক্ষতা \[মূল স্কিল]। পূর্ববর্তী চাকরিতে \[দায়িত্ব] পালন করেছি এবং \[অর্জন] করেছি।

# # 2. Why should we hire you? (কেন আপনাকে নেবো)

English:
"My skills and experience match the job requirements. I am results driven, adaptable and a good team player. I can bring value and contribute to the company’s success."

বাংলায়:
আমার দক্ষতা ও অভিজ্ঞতা এই পদের সাথে মেলে। আমি ফলাফলে বিশ্বাসী, পরিবর্তনে মানিয়ে নিতে পারি, এবং দলগতভাবে কাজ করতে পারি। আমি কোম্পানির সাফল্যে অবদান রাখতে পারবো।

# # 3. Strengths (সক্ষমতা)

English:
"My strengths is adaptability, communication, and problem solving. I stay calm under pressure and focus on solutions."

বাংলায়:
আমার যে কোন পরিবর্তনে মানিয়ে নেওয়া, যোগাযোগ রক্ষা করা এবং সমস্যা সমাধানের দক্ষতা রয়েছে। আমি চাপের মধ্যেও শান্ত থাকতে পারি এবং সমাধানে মনোযোগ দেই।

# # 4. Weakness (দুর্বলতা)

English:
"I sometimes focus too much on details, but I am working on balancing quality with efficiency."

বাংলায়:
কখনো কখনো আমি অতিরিক্ত বিস্তারিত বিষয়ে মন দিই, তবে আমি গুণগত মান ও গতির মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছি।

# # 5. 5 Years Goal (৫ বছরের পরিকল্পনা)

English:
"I see myself in a role with more responsibility, leading projects, and contributing to strategic decisions."

বাংলায়:
আমি নিজেকে আরও বেশি দায়িত্বপূর্ণ পদে দেখতে চাই, প্রজেক্ট পরিচালনা ও কৌশলগত সিদ্ধান্তে অবদান রাখতে চাই।

# # 6. ProblemSolving Example (সমস্যা সমাধানের উদাহরণ)

English:
"In my previous job, we faced \[Situation]. My responsibility was \[Task]. I took \[Action] and as a result, we achieved \[Result]."

বাংলায়:
আমার আগের চাকরিতে \[পরিস্থিতি] হয়েছিল। আমার দায়িত্ব ছিল \[কাজ]। আমি \[পদক্ষেপ] নিয়েছিলাম এবং ফলস্বরূপ \[ফলাফল] এসেছে।

# # 7. Closing Statement (শেষ কথা)

English:
"Thank you for the opportunity. I am excited about joining your team and confident I can make a positive impact."

বাংলায়:
সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার টিমে যোগ দেওয়ার ব্যাপারে আমি উচ্ছ্বসিত এবং আত্মবিশ্বাসী যে ইতিবাচক অবদান রাখতে পারবো।

------------------>

প্রয়োজনে এই পোস্টটি শেয়ার বা সেভ করে রেখে দিতে পারেন, যাতে যে কোন ইন্টারভিউতে তাৎক্ষণিক প্রস্তুতি হিসেবে এগুলো কাজে আসে।



14/08/2025

বালি এবং পানি থাকতেই কক্স বাজার ঘুরে আসার পরামর্শ বিশেষজ্ঞদের।

10/08/2025

মিষ্টি বিক্রেতা মনে করে আমি তো মিষ্টি খাই না, তাই মিষ্টিতে ভেজাল মেশালে আমার কোনো সমস্যা নাই।

বেকারির মালিক মনে করে, আমি তো বিস্কুট খাই না, তাই পচা ডিম ময়দা দিয়ে বিস্কুট বানালে আমার কোনো সমস্যা নাই।

ফল বিক্রেতা মনে করে আমি তো ফল খাই না, তাই ফলে কেমিক্যাল দিলে আমার কোনো সমস্যা নাই।

মাছ বিক্রেতা মনে করে আমি এই মাছ খাব না, তাই মাছে ফরমালিন দিলে আমার কোনো সমস্যা নাই।

দিনের শেষে–
মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়।

বেকারির মালিক বিস্কুট বিক্রি করে মিষ্টি, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়।

ফল বিক্রেতা ফল বিক্রি করে মিষ্টি, বিস্কুট, মাছ কিনে নিয়ে বাসায় যায়।

মাছ বিক্রেতা মাছ বিক্রি করে ফল, বিস্কুট, মিষ্টি কিনে নিয়ে বাসায় যায়।

এরা সবাই মনে মনে নিজেকে অনেক চালাক ভাবে, বেশি লাভ করছে ভেবে আত্মতৃপ্তির ঢেঁকুর তোলে। আসলে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মা'র'ছে, অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেদেরই ক্ষতি করছে — তা তারা বুঝতেও পারে না! অথচ এটা বোঝা সবার জন্যই জরুরি।

কি নামে পরিচিত আপনার এলাকায়?।
09/08/2025

কি নামে পরিচিত আপনার এলাকায়?।

না চাইতেও চুপ থাকি অনেকসময়।
09/08/2025

না চাইতেও চুপ থাকি অনেকসময়।

HORRIFYING Final Moments of Orca Trainer Jessica Radcliffe – Caught on VideoTHE FINAL SMILE BEFORE HORROR: Jessica Radcl...
09/08/2025

HORRIFYING Final Moments of Orca Trainer Jessica Radcliffe – Caught on Video
THE FINAL SMILE BEFORE HORROR: Jessica Radcliffe Waves to Crowd—Seconds Later, the K!ller Whale Strikes. The arena cheered. Jessica Radcliffe smiled, waved… then vanished. A viral video captures the chilling moment a k!ller whale turned without warning—no screams, just silence, water, and sheer terror.

Address

Dhaka
Hazaribag
1209

Alerts

Be the first to know and let us send you an email when Akram Web posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share