23/05/2025
কখনও কি আমরা ভাবতে পেরেছিলাম সেই ফি*লিস্তিন, যেখানে প্রতিনিয়ত চলছে গণ*হত্যা, বোমা হামলা — যা বর্তমানে মুসলিমদের ওপর চলমান সবচেয়ে বড় হত্যা*যজ্ঞ! যাদের কথা ভাবলে আমরা খেতে পারি না, ঘুমাতে পারি না, আল্লাহ তায়ালার রহমতে আজ তাদেরই হাতে, ব্যাচ -৩৯ এর পক্ষ থেকে আমাদের দেয়া ছোট্ট প্রয়াস, এই ছোট্ট উপহার পৌঁছে দেওয়ার তাওফিক দিয়েছেন তিনি আলহামদুলিল্লাহ!
**কীভাবে তারা এই প্রজেক্টটি সাকসেসফুল করল?
ফিলি*স্তিনিদের করুণ পরিণতির কথা ভেবে FN-39 একইসাথে বয়কট ইস্যু এবং সাদকাহ প্রজেক্ট নেওয়ার কথা ভাবে,অনেক রিসার্চ করে বয়কট লিস্ট বানানো হয়, পোস্টার টানানো হয়েছে(সামনে আরও টানানো হবে ইনশাআল্লাহ), সাদকাহ পাঠানোর জন্য অথেনটিক ফান্ড এর খোঁজ চলতে থাকে,ফাইনালি "Brothers For Crescent " এবং "সিরাত ফাউন্ডেশন" ফান্ড কে সাদকাহ পাঠানো হয় যেটা ১০০% ট্রাস্টেবল!Brothers for Crescent থেকে আমাদের কলেজের লোগো রিচ করা হয়,আর লোগো রিচ করার কাজটা শুধুমাত্র করা হয়, যাতে আমাদের কলেজ+ইউনিট এর সবার কাছে কাজটা বিশ্বাসযোগ্য হয়ে উঠে!
ফান্ড কালেক্ট করার আগে ফুড ডিপার্টমেন্ট এর রেহামা ম্যাম আর শামীর স্যার এর থেকে পারমিশন নেওয়া হয়, ফিলি*স্তিনি এক ছোট্ট বাবুকে দুধ কিনে দেওয়া আর তাবু কিনে দেওয়ার জন্য কিছু অর্থের অংশীদার হই আমরা, কিন্তু নির্মমভাবে কিছুদিন আগে তারা দুইজনই শহিদ হয়েছে💔(আল্লাহ তা'লা তাদের জান্নাতুল ফেরদৌস দান করুক)
আপাতত FN-39 খুব ছোট পরিসরে শুধুমাত্র ব্যাচ -৩৯ থেকে ফান্ড কালেক্ট করেছে যাতে প্রথমেই একটা দৃষ্টান্ত করে রাখা যায় আর সামনে কাজটা সবার জন্য বিশ্বাসযোগ্য হয়,আরও বড় পরিসরে প্রজেক্ট টা চালানো যায়,এখন আমরা চাচ্ছি আমাদের কলেজের সবাই এই মহৎ কাজে অংশগ্রহণ করুক,কাজটা প্রতিমাসে চলমান থাকুক!তোমাদের সবার রেসপন্স আশা করছি!সামনে আরও কন্সট্রাক্টিভ ওয়েতে ফান্ডের কাজ করতে চাচ্ছি ইনশাআল্লাহ ❣️
**ফান্ডের প্রতিনিধির কাছে কনভারসেশন+লোগো রিচ এর ছবি ভিডিও +বিকাশের সেন্ড মানিসহ সব প্রমাণ নিচে দেওয়া হলো
Bkash:01325999215
Nagad:01846729133