রিম ঝিম

রিম ঝিম আমার পোস্ট গুলো অবহেলা করবেন না দয়া করে লাইক দিন এবং আপনার মন্তব্য শেয়ার করুন ধন্যবাদ।

বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা পাওয়া আমাদের একমাত্র লক্ষ্য

আপনাকে খুব মিস করছি।
23/07/2025

আপনাকে খুব মিস করছি।

👉 বন্ধুত্ব তো এমনি হয়!! 🫴তুমি আমার এমন বন্ধু হইস!!!মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজনছাত্র তার আ*হত বন্ধুকে ...
22/07/2025

👉 বন্ধুত্ব তো এমনি হয়!!
🫴তুমি আমার এমন বন্ধু হইস!!!

মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজন
ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল।
ফা*য়ার ব্রি'গে'ডের অ'ফিসার বা'ধা দিয়ে বললেন,
"এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা
যাবে"।

কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রি'গে'ডের অ*ফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ'ল্য নেই।
সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী"বিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝আমি জানতাম তুমি আসবে❞।

____Collected

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি-আজকের সকালটা একটু ভিন্ন রকমভাবেই শুরু হয়েছে মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে। নেই শিশুদের কল...
22/07/2025

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি-

আজকের সকালটা একটু ভিন্ন রকমভাবেই শুরু হয়েছে মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে। নেই শিশুদের কলকাকলি। বিধ্বস্ত ভবনজুড়ে শুধুই নিস্তব্ধতা।অনেকটা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের হায়দার আলী ভবন।

তৃতীয় শ্রেণী থেকে অস্টম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হতো এখানে। পুরো জায়গাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে অনুসন্ধান ও ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছে বিমানবাহিনীর সদস্যরা।

এদিকে, এখনও স্কুলের সামনে রয়েছে স্বজন ও উৎসুক জনতার ভিড়। সকাল ৯ টায় স্কুলের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশসহ ৬ দফা দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি বলে জানা গেছে।

শিক্ষার্থীদের দাবি হলো-

১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে

২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে

৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে

৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে

৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

শেয়ার করে ছড়িয়ে দিন।

এসব কি
15/07/2025

এসব কি

Address

Dhaka

Telephone

+8801977448871

Website

Alerts

Be the first to know and let us send you an email when রিম ঝিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রিম ঝিম:

Share