Priyo Tumi - প্রিয় তুমি

Priyo Tumi - প্রিয় তুমি মনের চিন্তা- চেতনা, আবেগ-অনুভূতি ভালোলাগা ও ভালোবাসা নিয়ে আমাদের এই আয়োজন।

ভালোবাসার অপরাধে হয়েছিলো দোষী,তাই বলে কি থেমে ছিলো কদম তলার বাঁশি।
19/09/2025

ভালোবাসার অপরাধে হয়েছিলো দোষী,
তাই বলে কি থেমে ছিলো কদম তলার বাঁশি।

ভালবাসার অপরাধে হয়েছিলো দোষী,তাই বলে কি থেমে ছিলো কদম তলার বাঁশি।
18/09/2025

ভালবাসার অপরাধে হয়েছিলো দোষী,
তাই বলে কি থেমে ছিলো কদম তলার বাঁশি।

দিনশেষে পরিবারই একমাত্র আপনজন,মানুষ শুধু প্রয়োজনে প্রিয়জন হয়।
18/09/2025

দিনশেষে পরিবারই একমাত্র আপনজন,
মানুষ শুধু প্রয়োজনে প্রিয়জন হয়।

😭
18/09/2025

😭

নিজেকে ভালোবাসো,ভালো না বাসার জন্য তো অন্যরা আছেই।
17/09/2025

নিজেকে ভালোবাসো,
ভালো না বাসার জন্য তো অন্যরা আছেই।

ভালোবাসো এখুনি, পড়ে কি হয় কে জানে!
16/09/2025

ভালোবাসো এখুনি, পড়ে কি হয় কে জানে!

পাথর কতই না শক্ত খোদা, তুমি আমারে এর চেয়েও শক্ত বানাইয়া দিও..!😔❤️‍🩹
16/09/2025

পাথর কতই না শক্ত খোদা, তুমি আমারে এর চেয়েও শক্ত বানাইয়া দিও..!😔❤️‍🩹

পচাঁ পানিতে ফোটা পদ্মফুল আমি, যতক্ষণ পানিতে থাকবো ততক্ষণ এই ফুলের কোন দাম নেই, বাজারে উঠলে কেনার মানুষের অভাব নেই।
16/09/2025

পচাঁ পানিতে ফোটা পদ্মফুল আমি, যতক্ষণ পানিতে থাকবো ততক্ষণ এই ফুলের কোন দাম নেই, বাজারে উঠলে কেনার মানুষের অভাব নেই।

সময়ের আগে সূর্য কখনো উঠেনা,তাড়াহুড়ো শুধু ক্লান্তি নিয়ে আসে, সফলতা নাহ!
16/09/2025

সময়ের আগে সূর্য কখনো উঠেনা,
তাড়াহুড়ো শুধু ক্লান্তি নিয়ে আসে, সফলতা নাহ!

"কাউকে হারানোর কষ্টে নয়, বরং তার দেওয়া স্মৃতির ভারেই মানুষ ভেঙে পড়ে।"
16/09/2025

"কাউকে হারানোর কষ্টে নয়, বরং তার দেওয়া স্মৃতির ভারেই মানুষ ভেঙে পড়ে।"

তোমারে একটু শক্ত করে জড়াই ধরে থাকতে পারলে ভাল্লাগতো!🫂❤️
15/09/2025

তোমারে একটু শক্ত করে জড়াই ধরে থাকতে পারলে ভাল্লাগতো!🫂❤️

"একসময় ভাবতাম, মানুষকে মুগ্ধ করতে পারলেই বোধহয় সে একদিন আমাকে ভালোবাসবে। খোদার অশেষ কৃপায় মুগ্ধ করার সেই ক্ষমতাও একটু আধ...
15/09/2025

"একসময় ভাবতাম, মানুষকে মুগ্ধ করতে পারলেই বোধহয় সে একদিন আমাকে ভালোবাসবে। খোদার অশেষ কৃপায় মুগ্ধ করার সেই ক্ষমতাও একটু আধটু পেয়েছিলাম।

তারপর ফ্যালফ্যাল করে চেয়ে দেখলাম, মুগ্ধতাও একদিন ফুরিয়ে যায়। আর মুগ্ধতা ফুরালে মানুষও আর থাকে না।

কেউ ভালোবাসার অভিনয় করতো, আমি বোকার মতো সেই সুনিপুণ অভিনয় গিলে ফেলতাম৷ কেউ ঘোরের মাঝে চিরদিনের প্রতিশ্রুতি দিতো। তার ঘোর কেটে যেতো, অথচ আমি পড়ে থাকতাম মিথ্যে গল্পের মূল চরিত্র হয়ে।

চালাক মানুষগুলো ধাক্কা খেয়ে শিখে যায়। বোকারা কিচ্ছু শিখে না। একবার ধাক্কা খেয়ে তারা ভাবে, বোধহয় মানুষটা ভুল ছিলো। দ্বিতীয়বার ধাক্কা খেয়ে তারা ভাবে, বোধহয় সময়টা ভুল ছিলো। তারপর আবার সে নিজেকে উজাড় করে দেয়। নিজের সবটুকু দিয়ে সে আবার ভালোবাসা পেতে চায়।

বোকারাও অনেক দিন পরে গিয়ে টের পায়, তার নিখাঁদ ভালোবাসা, নির্ভেজাল আবেগ, হাসি, কান্না আর শুদ্ধতম প্রতিশ্রুতির দুই পয়সা দাম কারো কাছে নেই।

একদিন মানুষ সব প্রতিশ্রুতি ভেঙ্গে ফেলে, একদিন সে সমস্ত আবেগ হেসে উড়িয়ে দেয়, একদিন সে সবকিছু ছুঁড়ে ফেলে দেয়; একদিন মানুষ অবলীলায় হেঁটে চলে যায়, ফিরেও তাকায় না।

ভীষণ দেরিতে হলেও একদিন বুঝে গেলাম, এত বিশাল একটা পৃথিবীতে আমাকে কেউ সত্যি সত্যি ভালোবাসে নাই। হয়তো সাময়িক মায়া করেছে। কিন্তু শেষমেশ ভালোবাসে নাই।"

- Mushfiqur Rahman Ashique

Address

Hazaribag

Website

Alerts

Be the first to know and let us send you an email when Priyo Tumi - প্রিয় তুমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Priyo Tumi - প্রিয় তুমি:

Share