MR Mamun

MR Mamun Thank you all

Basically, Personal vlogs fan page, personal vlogs, shares helping hand video & Images for picture. ''Personal blog" to help you grow your life easy and getting successful.

13/05/2023

তোমার বিপদে যে হাতটি তোমাকে ধরে সাহায্য করেছে তার হাত তুমি কখনোই ছেড়ো না সে ব্যক্তি কখনোই তোমাকে ঠকাবে না যদি সম্ভব হয় তার হাতটি শক্ত করে ধরে রেখো তার বিপদে তুমি কাজে না লাগলেও তোমার বিপদে সে ঠিকই তোমার কাজে আসবে

02/04/2023

নিজের স্বপ্নের কথা গুলো কখনো তোমায় বলতেই পারিনি
জীবনের অংক গুলো
"?"

16/03/2023

হে🤲 আমার রব হে🤲 আমার আল্লাহ
আমাদের সবাইকে রমজানের ৩০ রোজা নসিব করুন!!
"আমিন"

10/03/2023

এ সমাজে খুব সুন্দরী সফল ক্যারিয়ারের পুরুষ ও নারীকে দেখেছি ডিভোর্স হয়ে যেতে। অতি সুখী দম্পতিকে দেখেছি নিঃসন্তান থেকে যেতে শত চেষ্টার পরেও।

🫴 সর্বোচ্চ সফল পেশায় থাকা মানুষটিকে দেখেছি সুইসাইড করতে।

🫴 ফ্যামিলির উচ্চশিক্ষিত সুন্দর তরুন সুন্দরী তরুনীকে দেখেছি বয়স ৪০ এর কোটায় চলে গেলেও পার্টনার না খুঁজে পেতে। আবার অতি কালো ছেলে বা মেয়েটির ও দেখেছি অত্যন্ত ভাল পার্টনার এসেছে জীবনে।

🫴ফার্স্ট গার্ল মেয়েটাকে দেখেছি একদম হাউজ ওয়াইফ হয়ে থাকার ডিপ্রেশন বুকে নিয়ে বেড়াতে। আবার অতি ব্যাক বেঞ্চার মানুষটিকেও অনেক সময় দেখেছি সাফল্যের চুড়ায় উঠতে।

🫴 মানুষ এর জীবনে সুখ, সফলতা, ভাল পার্টনার, এসব কিছু কিন্তু সৌন্দর্য্য, মেধা, ভাল ক্যারিয়ার এসবের উপর নির্ভর করেনা।

🫴এক সময়ের সবচেয়ে পিছিয়ে যাওয়া মানুষটিও এগিয়ে যেতে পারে। আবার সবচেয়ে এগিয়ে থাকা মানুষটিও দিন শেষে ব্যর্থ হতে পারে।

🫴 হয়ে যাওয়া মানেই এইনা সেই সবচেয়ে সফল ব্যক্তি, সবচেয়ে সুন্দরী হওয়া মানেই এইনা সেই সবচেয়ে ভাল পার্টনার পাবে।
ফার্স্ট স্টুডেন্ট থাকা মানে এইনা সেই সবচেয়ে ভাল চাকরী পাবে।

🫴 এই প্যারামিটার গুলো আমরা ফিক্সড করতে চাই। কিন্তু আমরা জানিনা এই ফিক্সড করার ক্ষমতা আমাদের হাতে নেই।

মহান আল্লাহপাকই সর্বোত্তম পরিকল্পনাকারী।
অতএব সবশেষে একটাই বলা আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে আমিন সুম্মা আমীন।
🤲🤲🤲

🫴 মানুষের জীবনের mind transformation করার বিষয়টি বড় ধরনের challenge। গত দুই সপ্তাহ একটা বিষয়ে নিজের ব্যক্তিগত মতামত ও চ...
04/03/2023

🫴 মানুষের জীবনের mind transformation করার বিষয়টি বড় ধরনের challenge। গত দুই সপ্তাহ একটা বিষয়ে নিজের ব্যক্তিগত মতামত ও চিন্তা একা একা বিশ্লেষন করতে গিয়া মাথা দিয়া ধুয়া বের হবার মত অবস্থা, চেহারাও লাল হয়ে গেছে। মস্তিস্ক আর মনের চিন্তা কিছুতেই equation হয় না।

🫴চোখ বন্ধ করে নিজের মধ্যে auto suggestions বা proposal দিতে থাকলাম, জীবনে স্বপ্নের কোন অভাব নাই কিন্তু স্বপ্ন দেখার মধ্যে লাগাম থাকা দরকার কারন জীবন যেহেতু unpredictable তাই স্বপ্ন ও কর্ম পরিকল্পনায় বয়স ও দক্ষতার বিষয় গুলো মধ্যে সমতা থাকা উচিত।

🫴সময় একটা বিশাল বড় ব্যাপার।একটা সময় মানুষের অনেক টাকা হয়, ক্ষমতা হয় কিন্তু সময়টা আর হয় না বা থাকে না যেমন প্রবীন হইলে যেমন নবীন হওয়া যায় না ঐরকম বিষয়।

🫴অনেক বন্ধুদের দেখি,তাদের বেশির ভাগই একটি বাড়ি চায়,গাড়ি চায় আর অনেক গহনা চায় আর আমার চাই নিজের একটা প্রশান্ত মন।

🫴বস্তু আমাকে তেমন বেশি তৃপ্ত করতে পারে নাই কখনও মনে হয় এসব নিয়ে এত গর্ব করার কি আছে।আছে ভাল না থাকলে আরও ভাল।

🫴মরে গেলে ত এসব সাথে যাবে না বরং দুনিয়ার উত্তরাধিকার রা কাড়া কাড়ি করবে।
যাইহোক একটা প্রশান্ত আত্বার মালিক হবার খুব ইচ্ছা,চেষ্টা করে যাচছি।

🫴নিজের কাছে justify করার মত প্রশান্ত আত্বা আমার এখনও হয় নাই, আরও বেশি বেশি মৌন হতে হবে, আরও অনেক বেশি মানবিক হইতে হবে, আরও বেশি বিচক্ষন হইতে হবে, জ্ঞানী হইত্ হবে যে জিনিস গুলা মানুষের জীবনে খুব বড় challenge, টাকা যে কেউ চেষ্টা করলেই অর্জন করতে পারে কিন্তু প্রশান্ত মনের মালিক হওয়া খুব কঠিন।
চেষ্টা অভিরাম থাকবে আমার !

14/01/2023

অনেক সময় আমরা নিজেরাই নিজেদেরকে বেকার বানিয়ে ফেলি আসলে আমরা কেউই বেকার না

Address

Hazaribag

Website

https://www.youtube.com/c/AmarVlogsbd, https://www.instagram.com/mrmamunbd

Alerts

Be the first to know and let us send you an email when MR Mamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share