05/05/2024
জীবনে হাসতে হবে,প্রচুর সমস্যা আসবে,সেইসব সমস্যা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে এগিয়ে যেতে হবে,মানুষ পথ আগলে দাঁড়াবে,থামিয়ে দিতে চাইবে,আটকে রাখবে,তবুও থামা যাবেনা। নিজের জন্যই এগিয়ে যেতে হবে। নিজের ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হবে,কারো কাছে নিজেকে সঁপে দেওয়া যাবেনা। জীবনে ভালো থাকতে হবে,প্রচুউউর ভালো ❤️