Hello Zia

Hello Zia হ্যালো সবাই'কে
অদ্ভুদ সব মজার ভিডিও দেখতে দয়া করে পেইজে ফলো করুন।

৩ দিন ধরে মেশিন চলছে 😦কিন্তু পানি কমছে না😥সমস্যাটা কোথায়? অভিজ্ঞদের পরামর্শ চাই 🥴😁
07/07/2024

৩ দিন ধরে মেশিন চলছে 😦
কিন্তু পানি কমছে না😥
সমস্যাটা কোথায়? অভিজ্ঞদের পরামর্শ চাই 🥴😁

প্রিয় প্রান কোম্পানি বিস্কিটের পরিবর্তে চিপস খাওয়াচ্ছেন ঠিক আছে, কিন্তু পরিমানে এত কম কেন??  আর কম দিয়েছেন ঠিক আছে মাঝখা...
07/07/2024

প্রিয় প্রান কোম্পানি
বিস্কিটের পরিবর্তে চিপস খাওয়াচ্ছেন ঠিক আছে, কিন্তু পরিমানে এত কম কেন?? আর কম দিয়েছেন ঠিক আছে মাঝখানের বিস্কিট কি কোম্পানির লোকদের নাস্তার জন্য রেখে দিয়েছেন? বিজনেস করবেন ঠিক আছে তাই বলে প্যাকেট বড় বানিয়ে দেখাবেন অনেক কিন্তু প্যাকেট ছিড়লে অর্ধেক,বাহ চু* ভাই বাহ । ২০ কোটি জনগন কেউ না কেউ তো খাবেই

© কানেক্টটেড

"ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো" গত এক বছর আগে:১ কেজি আলু - ২০ টাকা১ কেজি পিয়াজ - ৪০ টাকা১ কেজি রসুন - ৬০ টাকা১ ডজ...
06/07/2024

"ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো"

গত এক বছর আগে:
১ কেজি আলু - ২০ টাকা
১ কেজি পিয়াজ - ৪০ টাকা
১ কেজি রসুন - ৬০ টাকা
১ ডজন ডিম - ৯০

এখন:
১ কেজি আলু - ৬০ টাকা
১ কেজি পিয়াজ - ৯৫ টাকা
১ কেজি রসুন - ২০০ টাকা
১ ডজন ডিম - ১৭০ টাকা

আগের ২১০ টাকার জিনিস কিনতে আপনাকে এখন খরচ করতে হচ্ছে ৫২৫ টাকা।

মূল্যস্ফীতি কত পারসেন্ট হলো?
আর আপনার বেতন কত পারসেন্ট বাড়লো।

ঘুমাও বাঙালি ঘুমাও তোমাদের ঘুম আর ভাঙবে না।

আপনার সামর্থ্য থাকলে গ্রামে জায়গা কিনুন। শহরে তেমন কাজ না থাকলে গ্রামে চলে যান। সেখানে গোনাহ কম হয়। উদাহরণ স্বরূপ,, "আপন...
05/07/2024

আপনার সামর্থ্য থাকলে গ্রামে জায়গা কিনুন।
শহরে তেমন কাজ না থাকলে গ্রামে চলে যান।
সেখানে গোনাহ কম হয়। উদাহরণ স্বরূপ,,
"আপনার রিক্সায় অপরিচিত কাউকে নিয়ে ঘুরতে পারবেন না। আপনার খালি বাসায় আপনার প্রেমিক প্রেমিকাকে নিয়ে আসতে পারবেন না। আপনি চাইলেই অশালীন ড্রেস পড়ে বাইরে যেতে পারবেন না।"

গ্রামে কোনো পতিতালয় নেই। পার্টি করার বার নেই। বৃদ্ধাশ্রম নেই। সাউন্ড বক্সে গান চালিয়ে আপনার কানে গান পৌঁছানোরও কেউ নেই। গ্রামে মুরুব্বিদের কে মানে। একতা আছে সবার মাঝে। এক গ্রামের কাউকে কিছু বললে পুরো গ্রাম তার পক্ষে থাকে।
গ্রামের মানুষ বেকার থাকে তাই তারা অন্যের খেয়াল রাখতে পারে। যেইটাকে আমরা টক্সিক আর গীবত সমালোচনা কারী বলি।
শহরে আপনি কয়জনকে চিনেন আর আপনাকে কয়জন চিনে,আপনাকে নিয়ে কে গীবত করবে আপনি কাকে নিয়ে গীবত করবেন! চেনা জানাই তো নেই।

গ্রামে আপনাকে কেউ ছুরি নিয়ে দৌড়ালে আপনাকে বাঁচানোর অনেক মানুষ এগিয়ে আসবে। কারণ তারা আপনাকে ফলো করছিলো। শহরে দিনে দুপুরে রাস্তায় দৌড়িয়ে প্রকাশ্যে খু'ন হয়।
আপনি অসুখে ঘরে পড়ে থাকলে তারা আপনার খোঁজ নিবে চা স্টলে অন্যদের কাছে। আপনার বাড়ি যাবে। তারা জানে আপনি দুইদিন ধরে বের হোন না। কারণ তারা আপনাকে ফলো করছিলো।
আপনি খালি ঘরে মরে থাকলে তারা এসে আপনাকে উদ্ধার করে আপনার আত্মীয়দেরকে খবর দিবে। জানাজার কেউ না থাকলে আপনাকে তারাই কাফন জানাজা পড়িয়ে দাফন করিবে।
আর শহরে আপনি না খেয়ে থাকলেও কেউ দেখবে না। লাশ পঁচে গন্ধ বের হলে তখন সামনের ইউনিটের মানুষ আপনার খোঁজ পাবে।
গ্রামে আজও ইফতার,ঈদ,মেহমান আসলে পাশের বাড়িতে খাবার পাঠায়। শহরে বিয়েতে নিজের ভাড়াটিয়াকেও দাওয়াত দেয় না।
গ্রামের মানুষ সমালোচনা করে বলেই আজও গ্রামে অনেক ধরনের পাপ হয়না। আপনিও মানুষের মতো মানুষ হতে পেরেছেন এরপর শহরে এসে ফুটানি করতে পারছেন।
আপনি উকিল,ইঞ্জিনিয়ার, বিসি এস ক্যাডার,পাইলট,ক্যাপ্টেন এসবের যা কিছুই হোন না কেন, কোনো দাম শহরের রাস্তায় এমনকি পাশের ফ্ল্যাটের কেউ ই দিবে না। জ্যামের রাস্তায় কেউ আপনার ঘর্মাক্ত মুখ টা দেখে চিনবেই না।
গ্রামের মানুষ ঠিকই আপনাকে মহামূল্যবান রত্ন মনে করবে,নিজের গ্রামের ছেলে মনে করে আনন্দিত হয়। গর্বে বুক ভরে।

শহরে আপনি অবসরে গেলে আপনার সন্তান রা আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে। খালি ঘরে পড়ে মরে থাকলেও ভাববে বাবা ঢং করতেছে,দরজা খুলে না। কিন্তু গ্রামে আপনাকে এসবের শিকার হতে হবে না।

সুতরাং আপনি শহরে বাড়ি বানিয়ে স্টাবলিস্ট থাকলেও গ্রামে কয়েক কাঠা জমি কিনুন।
শহরের বাসা বাড়ি ছেলেমেয়েদেরকে দিয়ে শেষ বয়সে গ্রামে গিয়ে একটা এক তলার বাড়ি করুন। উঠানে ফুলের গাছ লাগান,উঠানের সাথে লাগুয়া খালি জায়গায় সবজি চাষ করুন। ছোট্ট একটা পুকুর বানিয়ে মাছ ছাড়ুন। ফসলি জমি গুলোতে ধান লাগান। দ্রব্যমূল্যের যখন ঊর্ধ্বগতি তখন নিজের ঘরে বসে নিজের ক্ষেতের ধানের চাল,পুকুরের মাছ আর উঠানের সবজি দিয়ে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলুন।
শেষ বয়সে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিন। বুড়ো বুড়ি মিলে বিকেলে বারান্দায় বসে চা পান করুন। কলকারখানার দূষিত ধোঁয়া হীন মেঘাচ্ছন্ন খোলা আকাশ দেখুন। এরপর আপনার মৃত্যুর পর কবর টা নিরব জায়গায় থাকবে যেখানে কোনো গানের আওয়াজ আসবে না। যার পাশ দিয়ে অশালীন ড্রেস পড়ে কেউ অতিক্রম করবে না। যে কবর অতিক্রম করবে সে সালাম দিয়ে আপনাকে স্মরণ করবে। উনি খুব ভালো মানুষ ছিলেন,উনার সন্তানেরা মানুষ হয়েছে। আল্লাহ উনাকে জান্নাত দান করুন। শহরে কিছুদিন পরপর কবর পরিবর্তন হয়। আপনি একদিন হারিয়ে যাবেন আপনার সন্তানের চোখ থেকেও।

°
© রাকিবা খন্দকার ________

অশ্লীল কে না বলি 🤝 ভালো কনটেন্ট যারা তৈরি করে তাদেরকে সাপোর্ট করি 🥰❤️  Umma Kulsum Popi কৃষি ও পরিবেশ উন্নয়নের জন্য নীরল...
01/07/2024

অশ্লীল কে না বলি 🤝 ভালো কনটেন্ট যারা তৈরি করে তাদেরকে সাপোর্ট করি 🥰❤️


Umma Kulsum Popi

কৃষি ও পরিবেশ উন্নয়নের জন্য নীরলস পরিশ্রম করে যাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উম্মে কুলসুম পপি! উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছেন প্রিমিয়াম ফ্রুটস লিমিটেড।
নিজের নিজস্ব ফেসবুক পেজ ও ইউটিউবে কৃষি, পরিবেশ সংরক্ষণ, পশু পালন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও জ্ঞানমূলক আলোচনা করে ইতোমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছেন পপি। কৃষি নিয়ে তার মানসম্মত কন্টেন্ট যে কারো নজর কাড়তে বাধ্য। এছাড়াও নিজস্ব প্রতিষ্ঠান প্রিমিয়াম ফ্রুটস এর মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বিশুদ্ধ ফলমূল সহ অন্যান্য কৃষি পণ্য। কন্টেন্ট ক্রিয়েশন যখন বাংলাদেশে দিনে দিনে সমালোচনার জন্ম দিচ্ছে সেখানে পপির কৃষি নিয়ে অভিনব কন্টেন্ট বানিয়ে চলেছেন।
কৃষি প্রধান বাংলাদেশে কৃষি নিয়ে যে অনেক কিছু করার সুযোগ আছে বাংলাদেশের মানুষের কাছে যেন সেই সম্ভাবনার আশা জাগিয়ে চলেছেন পপি।
Hello Zia সাথে আমার পেইজ টি কে ফলো করতে পারেন।
উম্মে কুলসুম পপির মত আমাদের বাংলাদেশী অনেক কন্টেন ক্রিয়েটর দরকার বাংলাদেশে অনেক কন্টেন ক্রিয়েটর আছে যারা মেধা শূন্য সকালে কি করে বিকালে কি করে শুধু এইসব ভিডিও গুলো আপলোড করে বর্তমান সমাজ এমন একটি পর্যায়ে চলে গেছে আমার অশ্লীলতাকে সাপোর্ট করে থাকি অশ্লীল কন্টেন এভোয়েড করে আমরা ভালো কন্টেন যারা ভালো তৈরি করে তাদেরকে সাপোর্ট করবো!!
#সংগৃহীত

#চাষবাস #খেতি #কৃষিবিদ্যা #কৃষক #সংগৃহীত

একেই বলে ধৈর্যশীল ক্যামেরাম্যান! 😬© Collect fb
30/06/2024

একেই বলে ধৈর্যশীল ক্যামেরাম্যান! 😬

© Collect fb

Address

Madhabpur
Hobiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hello Zia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share