STV Online

STV Online সভাপতি নবীগঞ্জ প্রেসক্লাব(এক্স)

21/07/2025

আমি স্ত*ব্ধ, বা*করু*দ্ধ ও গভীর শো*কাহ*ত। উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান দুর্ঘ*টনা*য় নি*হত*দের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও সম*বেদ*না। মহান আল্লাহ তাদের পরিবারকে এই শোক স*হ্য করার শক্তি দিন। শিশুদের আ*র্তনা*দে ভা*রী হয়ে উঠেছিল পুরো ক্যাম্পাস। আ*হ*ত কোমলমতি শিশু*দের দ্রুত সু*স্থতা কামনা করি।

সবার প্রতি অনুরোধ—র*ক্তদানে এগিয়ে আসুন, তবে হাসপাতালে ভিড় নয়, চিকিৎসা সেবায় বাধা না হোক।

21/07/2025

নববধূ প্রথমবার শ্বশুরবাড়িতে এলো স্বাভাবিকভাবেই সবার চোখ তার দিকে, আর শাশুড়ি একটু কড়া মনের মানুষ। সকালের রান্না নিয়ে টানাটানি লেগেই থাকে।

কিন্তু একদিন শাশুড়ির হাতের ব্যথা বেড়ে গেলো। সবাই বসে আছে, কেউ কিছু বলছে না। নববধূ চুপচাপ এগিয়ে গিয়ে বললো,মা তুমি বসো, আমি রান্না করবো।

শাশুড়ি অবাক, একটু ভয়ও পাচ্ছেন-না জানি কী রাঁধে।

কিন্তু দুপুরে খাবার টেবিলে সবাই চুপচাপ খাচ্ছে। হঠাৎ শাশুড়ি বললেন,এই মেয়ে শুধু রান্না না, আমার মনটাও গলিয়ে দিয়েছে। নববধূর চোখে জল, স্বামীর মুখে গর্ব।

বার্তা:
একটু সহানুভূতি আর ভালোবাসা দিলে, কঠিন সম্পর্কও মধুর হয়।

21/07/2025

মানবতা এমন এক বৃক্ষ, যার ছায়া পাপী-তাপী সবাইকে আশ্রয় দেয়।
চলো, মানুষ হয়ে
উঠি,মানুষের জন্য।

20/07/2025

রাত ১১টা। ছেলেটি তার বন্ধুর সঙ্গে ঘুরে ঘুরে বাড়ি ফিরল। দরজা খুলে দেখল, বাবা বসে আছেন। কিছু বললেন না। শুধু বললেন, ভাত গরম রেখেছি, খেয়ে নিও।

ছেলেটা ভাবল, 'আরে বাহ! বাবা কিছু বলল না।
পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে বাবার চেয়ারে একটা চিরকুট।

তুমি ফিরে এসেছিলে, তাই শান্ত ছিলাম। কিন্তু রাতের ঘুম হারিয়ে ফেলেছি।

শিক্ষণীয় দিক:
যে বাবা রাগ করেন না, তিনিই সবচেয়ে বেশি চিন্তায় থাকেন। সম্পর্কের মূল্য তখনই বোঝা যায়, যখন তা হারিয়ে যায়।

20/07/2025

মানুষ ভুলে যায় কে তাকে সাহায্য করেছিল, কিন্তু সৃষ্টিকর্তা কখনো ভুলে না। সহযোগিতার প্রতিদান সবসময়ই ফেরে, অন্য রূপে।"

19/07/2025

৩১ আগস্টের আগে প্রস্তুত হন-ফেসবুক দিচ্ছে নতুন সুযোগ।

19/07/2025

পড়াশোনা মানুষকে বিদ্বান করে,কিন্তু আদর্শ মানুষকে মহান করে।

18/07/2025

তুমি যদি আদর্শকে আঁকড়ে ধরো,
তবে সাফল্য একদিন তোমাকেই খুঁজে নেবে।

উপকার করো গোপনে,যাতে মানুষের চেয়ে আল্লাহর কাছে বড় হও।
17/07/2025

উপকার করো গোপনে,যাতে মানুষের চেয়ে আল্লাহর কাছে বড় হও।

16/07/2025

সুখী মানুষের পেছনে একটা সহজ সূত্র থাকে-
নিজের মতো থাকো, কাউকে নকল কোরো না।

15/07/2025

জীবনটা দেরিতে দেয়- কিন্তু যখন দেয়, সেটা সবকিছুর চেয়ে দামি হয়।

সময় নষ্ট নয়, সময় বিনিয়োগ-ফেসবুকে প্রতিটা পোস্ট এখন সম্ভাবনা।
15/07/2025

সময় নষ্ট নয়, সময় বিনিয়োগ-ফেসবুকে প্রতিটা পোস্ট এখন সম্ভাবনা।

Address

Habiganj

Alerts

Be the first to know and let us send you an email when STV Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to STV Online:

Share

Category

STV Online News

STV Online News