21/07/2025
আমি স্ত*ব্ধ, বা*করু*দ্ধ ও গভীর শো*কাহ*ত। উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান দুর্ঘ*টনা*য় নি*হত*দের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও সম*বেদ*না। মহান আল্লাহ তাদের পরিবারকে এই শোক স*হ্য করার শক্তি দিন। শিশুদের আ*র্তনা*দে ভা*রী হয়ে উঠেছিল পুরো ক্যাম্পাস। আ*হ*ত কোমলমতি শিশু*দের দ্রুত সু*স্থতা কামনা করি।
সবার প্রতি অনুরোধ—র*ক্তদানে এগিয়ে আসুন, তবে হাসপাতালে ভিড় নয়, চিকিৎসা সেবায় বাধা না হোক।