ঈশ্বরদী'য়ান Ishwardi’an

ঈশ্বরদী'য়ান Ishwardi’an ঈশ্বরদী'য়ান সামাজিক সংগঠন।

আলহামদুলিল্লাহ!আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টা ও ভালোবাসার মাধ্যমে যে অর্থের যোগান হয়েছে, তা দিয়ে আজ আঁখির কেমোথেরাপি দে...
19/07/2025

আলহামদুলিল্লাহ!
আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টা ও ভালোবাসার মাধ্যমে যে অর্থের যোগান হয়েছে, তা দিয়ে আজ আঁখির কেমোথেরাপি দেওয়া হচ্ছে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে।

আঁখির জন্য সবাই দোয়া করবেন। এখনও তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে বেশ কয়েকটি কেমোথেরাপি দিতে হবে, যার জন্য প্রয়োজন আরও অর্থ।
চলুন, আমরা যার যা সামর্থ্য আছে তা নিয়ে আঁখির পাশে দাঁড়াই। একটি প্রাণ বাঁচানোর এই লড়াইয়ে আমাদের একসাথে থাকা খুব জরুরি।

📌 সাহায্য পাঠানোর মাধ্যম:

💳 বিকাশ (Personal): 01747520870

🏦 ব্যাংক অ্যাকাউন্ট:
• নাম: Tarique Bin Abdur Rashid
• অ্যাকাউন্ট নং: 20502290200041006
• ব্যাংক: Islami Bank Bangladesh Limited, Ishwardi Branch

আঁখির জন্য ভালোবাসা, দোয়া ও সহানুভূতি যেন অব্যাহত থাকে।

#আঁখিরজন্য



#আঁখিরসুস্থতা


#আঁখিরপাশে

details for 👇
https://www.facebook.com/share/v/16sNhdqbfa/?mibextid=wwXIfr

ঢাকায় বসবাসরত "ঈশ্বরদী অ্যাসোসিয়েশন"এর আত্মপ্রকাশ। শুক্রবার শেরে এ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আলোচনা সভার আয়...
19/07/2025

ঢাকায় বসবাসরত "ঈশ্বরদী অ্যাসোসিয়েশন"এর আত্মপ্রকাশ।
শুক্রবার শেরে এ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে ঢাকায় বসবাসরতদের সমন্বয়ে ঈশ্বরদী অ্যাসোসিয়েশন গঠণের সিদ্ধান্ত গৃহিত হয়।ঈশ্বরদীর সন্তান, ঈশ্বরদী আমার অহংকার, এটি একটি সামাজিক ও অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবক মূলক সংগঠন,এই প্রতিপাদ্য নিয়েই এই সংগঠনের আত্নপ্রকাশ ঘটানো হলো।
উপস্থিত সকলের সম্মতিক্রমে অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর তপনকে সভাপতি,কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনামকে সাধারণ সম্পাদক ও সাংবাদিক আতাউর রহমান আতাকে কোষাধ্যক্ষ করা হয়।
গ্রুপ লিংক কমেন্ট বক্সে।

 #হারানো_বিজ্ঞপ্তি♦️♦️ একটি সেনাবাহিনীর  স্কুল ব্যাগ অটোর মধ্যে রেখে নেমে পড়েছি 😭😭আমি গাড়িতে উঠছিলাম পোস্ট অফিস মোড়ে ...
17/07/2025

#হারানো_বিজ্ঞপ্তি♦️♦️ একটি সেনাবাহিনীর স্কুল ব্যাগ অটোর মধ্যে রেখে নেমে পড়েছি 😭😭আমি গাড়িতে উঠছিলাম পোস্ট অফিস মোড়ে থেকে নেমেছি দাশুড়িয়া😭 যদি কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে আমাকে দিয়ে একটু উপকার করুন😭😭
#ঈশ্বরদী #দাশুরিয়া
01624949209

13/07/2025

🆘 আঁখিকে বাঁচাতে এগিয়ে আসুন! 🆘
চার বছর ধরে মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত ঈশ্বরদীর মেয়ে আঁখি।জীবনের প্রতিটা মুহূর্ত এখন যুদ্ধের মতো।সম্প্রতি ভেঙে গেছে সংসার, একমাত্র আশ্রয় ছোট্ট ৭ বছরের মেয়েটি।
🎗️ এখন আঁখির চিকিৎসার জন্য প্রয়োজন আমাদের সহানুভূতি, আমাদের একটু সহযোগিতা।

📲 আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার এই ভিডিওকে পৌঁছে দিতে পারে হাজারো মানুষের কাছে।এই ভিডিও থেকে যে ফেসবুক ভিউয়ের আয় হবে, তার পুরোটাই যাবে আঁখির চিকিৎসার জন্য।

💳 সরাসরি সাহায্য পাঠানোর তথ্য: বিকাশ (Personal): 01747520870

ব্যাংক একাউন্ট: Tarique Bin Abdur RashidMSA: 20502290200041006Islami Bank Bangladesh Limited, Ishwardi Branch

🕊️ আসুন, আমরা সবাই মিলেই আঁখির বেঁচে থাকার লড়াইয়ে পাশে দাঁড়াই।

#আঁখিরজন্যআমরা #মানবতারডাকে #ভালোথাকুকআঁখি

ঈশ্বরদীর আকাশে মেঘ আর রোদ্দুরের খেলা ☁️🌤️ #ঈশ্বরদী  #মেঘরোদ্দুর  #আজকেরআকাশ    #বাংলারপ্রকৃতি
10/07/2025

ঈশ্বরদীর আকাশে মেঘ আর রোদ্দুরের খেলা ☁️🌤️
#ঈশ্বরদী #মেঘরোদ্দুর #আজকেরআকাশ #বাংলারপ্রকৃতি

09/07/2025

ঈশ্বরদী রেললাইনের ধারে অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যদি কেউ উনাকে চিনে থাকেন, অনুগ্রহ করে যোগাযোগ করুন:📞 01711-947441📞 01775-241575 একটি শেয়ার হয়তো উনাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে।আসুন, আমরা সবাই মিলে মানবিক দায়িত্বটা পালন করি। ❤️ #ঈশ্বরদী #নিখোঁজ #মানবিক_সহযোগিতা #বাংলাদেশ

 #গুরুত্বপূর্ণ_মানবিক_অনুরোধআজ ঈশ্বরদী রেললাইনের ধারে বৃষ্টিভেজা অবস্থায় এক ব্যক্তি পরিত্যক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া ...
09/07/2025

#গুরুত্বপূর্ণ_মানবিক_অনুরোধ

আজ ঈশ্বরদী রেললাইনের ধারে বৃষ্টিভেজা অবস্থায় এক ব্যক্তি পরিত্যক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া গেছেন। বর্তমানে তিনি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

লোকটির কোনো ধরনের পরিচয়পত্র বা যোগাযোগের মাধ্যম পাওয়া যায়নি। এখনো পর্যন্ত তার জ্ঞান ফেরেনি, ফলে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

যদি কেউ উনাকে চিনে থাকেন বা পরিচিত হন, অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করুন:

📞 01711-947441
📞 01775-241575

আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী পোস্টটি শেয়ার করুন, যাতে এই খবরটি উনার পরিবারের কাছে পৌঁছাতে পারে। একটি শেয়ারই হয়তো একজন মানুষকে তার পরিবারে ফেরাতে পারে।

আপনার সহযোগিতা একজন মানুষের জীবন বাঁচাতে সহায়ক হতে পারে।

07/07/2025

“ঈশ্বরদীর ঐতিহাসিক আশুরা ২০২৫ ✨🕌

ঈশ্বরদী জংশন স্টেশন সংলগ্ন ঐতিহাসিক (তিনকোনা পুকুর)এলাকায় তেলবাহী ট্রেন লাইনচূত‍্য হয়েছে।
22/06/2025

ঈশ্বরদী জংশন স্টেশন সংলগ্ন ঐতিহাসিক (তিনকোনা পুকুর)এলাকায় তেলবাহী ট্রেন লাইনচূত‍্য হয়েছে।

Address

Ishurdi

Alerts

Be the first to know and let us send you an email when ঈশ্বরদী'য়ান Ishwardi’an posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঈশ্বরদী'য়ান Ishwardi’an:

Share