ঈশ্বরদী'য়ান Ishwardi’an

ঈশ্বরদী'য়ান Ishwardi’an ঈশ্বরদী'য়ান সামাজিক সংগঠন।
(1)

💼 নিয়োগ বিজ্ঞপ্তি – সেলস এক্সিকিউটিভ (Sales Executive)কোম্পানি: Fatema Fresh Food📍 অফিস লোকেশন: শহীদ আমিন পাড়া, ঈশ্বরদী,...
04/11/2025

💼 নিয়োগ বিজ্ঞপ্তি – সেলস এক্সিকিউটিভ (Sales Executive)
কোম্পানি: Fatema Fresh Food
📍 অফিস লোকেশন: শহীদ আমিন পাড়া, ঈশ্বরদী, পাবনা
👥 পদ সংখ্যা: ৫ জন
(ছেলে মেয়ে উভয়-ই আবেদন করতে পারবে)
🕓 চাকরির ধরন: ফুলটাইম
🏢 কর্মস্থল: শহীদ আমিন পারা,ঈশ্বরদী, পাবনা (On-site)

---

✅ আপনি যদি হন...

আত্মবিশ্বাসী, কথায় দক্ষ, কাস্টমার হ্যান্ডলিংয়ে পারদর্শী ও লক্ষ্যনিষ্ঠ —
তাহলে Fatema Fresh Food-এর সেলস টিমে যোগ দেওয়ার এটাই আপনার সুযোগ! 🌿

---

🎯 মূল দায়িত্বসমূহ:

ফেসবুক পেজ ও ওয়েবসাইট থেকে আসা অনলাইন অর্ডার ম্যানেজ করা

পুরনো কাস্টমারদের ফোনে ফলোআপ দিয়ে নতুন সেলস জেনারেট করা

কাস্টমারদের সঙ্গে সুন্দর ও পেশাদার আচরণ বজায় রাখা

দৈনিক সেলস রিপোর্ট তৈরি ও টিমের সাথে শেয়ার করা

নতুন কাস্টমার রিচ আউট করা ও ব্র্যান্ড লয়্যালটি বৃদ্ধি করা
---

🎓 শিক্ষাগত যোগ্যতা:

ন্যূনতম এস এস সি/এইচএসসি পাশ (স্নাতক হলে অগ্রাধিকার)

কম্পিউটার ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে বেসিক দক্ষতা
---

🧠 অভিজ্ঞতা:

সেলস বা কাস্টমার সার্ভিসে অন্তত ১ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য

অনলাইন বা অফলাইন প্রোডাক্ট সেলিংয়ে অভিজ্ঞ হলে বাড়তি সুবিধা

---

🛠 দক্ষতা ও যোগ্যতা:

পরিষ্কারভাবে ও আত্মবিশ্বাসের সাথে কথা বলার দক্ষতা

কাস্টমার প্রয়োজন বুঝে সেলস কনভার্ট করার সক্ষমতা

টিমে কাজ করার মানসিকতা ও দায়িত্ববোধ

পজিটিভ মনোভাব, ধৈর্য ও কাজের প্রতি নিষ্ঠা

বেসিক এক্সেল ও ডাটা মেইনটেইন জ্ঞান

---

💰 বেতন ও সুবিধাসমূহ:

বেসিক স্যালারি: ৳১০,০০০ – ৳১২,০০০

সেলস কমিশনসহ মাসিক আয়: ৳১৫,০০০ – ৳২০,০০০+ 💸

বাৎসরিক পারফরম্যান্স রিভিউ

দুইটি উৎসব বোনাস 🎉

সেলস পারফরম্যান্স অনুযায়ী ইনসেনটিভ

প্রফেশনাল টিমে ক্যারিয়ার গ্রোথের সুযোগ

---

⏰ কাজের সময়:

সকাল ১০টা – রাত ৮টা (১ ঘণ্টা লাঞ্চ ব্রেক)

---

📧 আবেদন প্রক্রিয়া:

📩 আপনার সদ্য তোলা ছবি সহ CV পাঠানঃ
Email: [email protected]
📱 WhatsApp: +880 1312-519070

🗓 আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫

দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই যন্ত্রটি রেললাইন কাটা ও রক্ষণাবেক্ষণের কাজে সময় ও খরচ দুই-ই কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।না...
02/11/2025

দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই যন্ত্রটি রেললাইন কাটা ও রক্ষণাবেক্ষণের কাজে সময় ও খরচ দুই-ই কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

নাজিব কায়সারের উদ্ভাবিত যন্ত্রটির মূল লক্ষ্য ছিল রেলওয়ে বিভাগের দৈনন্দিন মেরামতকাজে ব্যয়বহুল আমদানিকৃত যন্ত্রের বিকল্প তৈরি করা। তিনি ১১ দিনে মাত্র ২৭ হাজার ৫০০ টাকা ব্যয়ে মেশিনটি নির্মাণ করেন যা দিয়ে রেললাইন কাটা সম্ভব মাত্র ১ মিনিট ২০ সেকেন্ডে। প্রায় ৩৫ কেজি ওজনের এই মেশিনটিতে বিভিন্ন আকারের কাটিং ডিস্কও ব্যবহার করা যায়।

বর্তমানে যন্ত্রটি ঈশ্বরদী রেলওয়ে বিভাগীয় সদরদপ্তরে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। প্রাথমিক পরীক্ষায় এটি সফলভাবে কাজ করেছে বলে জানিয়েছেন প্রকৌশলী নাজিব কায়সার। এ বিষয়ে নাজিব কায়সার বলেন, “এই যন্ত্র রেললাইন মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে গতি আনবে। আমদানিনির্ভরতা কমিয়ে এটি বাংলাদেশ রেলওয়ের কার্যক্রমকে আরও সহজ ও স্বয়ংসম্পূর্ণ করবে।”

তিনি আরও জানান, রেলওয়ের মাঠপর্যায়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকেই এই উদ্ভাবনের ধারণা তাঁর মাথায় আসে। বিদেশ থেকে আমদানি করা কাটিং মেশিনগুলোর দাম যেমন বেশি, তেমনি রক্ষণাবেক্ষণও জটিল। তাই স্বল্প খরচে দেশীয় প্রযুক্তিনির্ভর একটি সমাধান তৈরির উদ্দেশ্যে তিনি কাজ শুরু করেন। সফল পরীক্ষার পর এই যন্ত্রটি সরকারি উদ্যোগে ঈশ্বরদী রেলওয়ে ওয়ার্কশপে বৃহৎ পরিসরে তৈরি করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশের অনেক স্থানে এখনও ব্রিটিশ আমলের পুরোনো রেললাইন ব্যবহার করা হচ্ছে, যা সময়ের সঙ্গে ফাটল ধরা বা ভেঙে যাওয়ার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে দ্রুত মেরামত নিশ্চিত করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে কার্যকর কাটিং মেশিন অপরিহার্য। পূর্বে রেললাইন কাটতে এক ঘণ্টারও বেশি সময় লাগত, জার্মানির উন্নত যন্ত্রে সময় লাগে কয়েক মিনিট। কিন্তু নাজিব কায়সারের উদ্ভাবিত দেশীয় প্রযুক্তিনির্ভর যন্ত্রে একই কাজ সম্পন্ন করা যায় মাত্র ১ মিনিট ২০ সেকেন্ডে। উদ্ভাবনটি একদিকে যেমন দেশীয় প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে অন্যদিকে প্রকৌশল খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশাবাদী রেলওয়ে কর্তৃপক্ষ।

জনাব নাজিব আশা প্রকাশ করেন, দেশে তৈরি এই রেল কাটিং যন্ত্র শুধু রেলওয়ে নয়, শিল্পক্ষেত্রের নানা কাজেও ব্যবহার করা যাবে। স্থানীয়ভাবে এমন প্রযুক্তি তৈরি হলে দেশের অর্থনীতিও উপকৃত হবে। নাজিবের চমৎকার উদ্ভাবনকে সাধুবাদ জানিয়ে রেলওয়ে বিভাগের কর্মকর্তারা মন্তব্য করেন, এই ধরনের উদ্ভাবন বাংলাদেশের প্রকৌশল খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তরুণ প্রকৌশলীদের সৃজনশীল উদ্যোগে অনুপ্রাণিত করবে।

নাজিব কায়সার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী। ১৯৮৯ সালের ২৬ জানুয়ারি রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি। পিতা নাজিমুল হক এবং মাতা লুতফেয়ারা বেগম দম্পতির একমাত্র পুত্র নাজিব কায়সার বিন্দু। পিতা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। প্রকৌশলী নাজিব পরবর্তীতে ৩৩তম বিসিএসের মাধ্যমে ২০১৪ সালে বাংলাদেশ রেলওয়েতে সহকারী নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। বর্তমানে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় প্রকৌশলী-২ হিসেবে পাবনার ঈশ্বরদী রেলওয়ে বিভাগীয় কার্যালয়ে কর্মরত আছেন তিনি।
#ঈশ্বরদী #স্টেশন

01/11/2025

সদ্য বাচ্চা প্রসব করা এক মা কুকুর…
পরিত্যক্ত হাউজের ভেতর আটকে ছিল সারা রাত।
আজ সকালে তাকে উদ্ধার করেছে
ঈশ্বরদী’য়ান সামাজিক সংগঠনের মুখপাত্র শাহরিয়ার অমিত ও তার রেস্কিউ টিম।

মানুষ না হয়েও “মা” হতে পারে—
আর সেই মায়ের কষ্ট দেখতে পেলেই বোঝা যায়, হিউম্যানিটি শুধু মানুষের জন্য নয়। 🐾❤️

ঈশ্বরদীর ভেতর কোন এনিমেল লাভার আমাদের সাথে কাজ করতে চাইলে যোগাযোগ করুন 👉 01711947441



বিসমিল্লাহির রাহমানির রাহিমঈশ্বরদী ও ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনসমূহের যাত্রাবিরতিও নিরাপদ ট্রেন ভ্রমনের দাবিতে অবস্থান...
30/10/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম
ঈশ্বরদী ও ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনসমূহের যাত্রাবিরতি
ও নিরাপদ ট্রেন ভ্রমনের দাবিতে অবস্থান কর্মসূচিঃ

প্রিয় ঈশ্বরদীবাসী, আসসালামু আলাইকুম।
আপনারা সবাই অবগত আছেন যে, আমাদের প্রাণপ্রিয় ঈশ্বরদী শহর রেলকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। কিন্তু অত্যন্ত দূঃখের বিষয় হচ্ছে, ঈশ্বরদী থেকে ঢাকামুখী সহ অন্যান্য গন্তব্যের ট্রেনের সংখ্যা ক্রমান্বয়ে কমতেই আছে এবং বিভিন্ন কারণে নিরাপদ ট্রেন ভ্রমণে বিঘ্নতার সৃষ্টি হচ্ছে। ঈশ্বরদী বাইপাস স্টেশন দিয়ে চলাচলরত ঢাকামুখী বেশির ভাগ ট্রেনের স্টপেজ সেখানে নাই। সে কারণে ঈশ্বরদী বাইপাসে বেশ কিছু ট্রেনের স্টপেজ প্রদানসহ ঈশ্বরদী জংশন স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনগুলো আরও যাত্রীবান্ধব করার প্রচেষ্টায় এবং নিরাপদ ট্রেন ভ্রমণের ব্যবস্থা গ্রহন করা আমাদের সকলের দাবি। এ বিষয়গুলো যৌক্তিক দাবি মনে করে ‘সমকাল সুহৃদ সমাবেশ’ ঈশ্বরদী ইউনিটের পক্ষ থেকে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়ে আজ আমরা ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে অংশগ্রহণ করেছি।
ঈশ্বরদীবাসীর দাবি সমূহ তুলে ধরা হলো
১। ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে বিকালে ঢাকামুখী পঞ্চগড় এক্সপেস ট্রেনের স্টপেজ দিতে হবে।
২। ঢাকা থেকে ছেড়ে আসা রাতে পঞ্চগড় অভিমুখী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ঈশ্বরদী বাইপাসে স্টপেজ দিতে হবে।
৩। সপ্তাহের প্রতি বুধবারে পদ্মা এক্সপ্রেসের পরে রাজশাহী থেকে ঈশ্বরদী আসার আর কোন ট্রেন নেই। সেকারণে কমিউটার ট্রেনের অফ ডে বুধবারের পরিবর্তে পূর্বের ন্যায় সোমবারে নির্ধারণ করতে হবে।
৪। ঢালারচর ট্রেনের অফ ডে সপ্তাহের যে কোন একদিন নির্ধারণ করতে হবে। যেমন ট্রেনটি বুধবারে আসেনা, বৃহস্পতিবারে যায় না। এ কারণে যাত্রীরা বিভ্রান্তিতে পড়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত ট্রেনটি ঢালারচর নামেই চালাতে হবে। রাজশাহী থেকে ট্রেনটির নাম শাটল-১ হওয়ায় সরাসরি টিকেট পাওয়া যায় না, এতে করে যাত্রী ভোগান্তি সহ সরকারের রাজস্ব ক্ষতি হয়।
৫। সাগরদাঁড়ি ও মধুমতি এক্সপ্রেসে একটি করে এসি চেয়ার (স্নিগ্ধা) কোচ সংযোজন করতে হবে। এটা অনেক দিনের দাবি।
৬। সন্ধ্যার সময় ঈশ্বরদী জংশন স্টেশন থেকে রাজশাহী যাওয়ার কোন আন্তঃনগর ট্রেন নেই, যেটা আগে মধুমতি ছিলো। সাগরদাঁড়ি এক্সপ্রেস খুলনা থেকে বিকাল ৪ টার পরিবর্তে ৩ টায় ছেড়ে সে ট্রেনেই সন্ধ্যায় ঈশ্বরদী থেকে রাজশাহী যাওয়ার ব্যবস্থা গ্রহন করতে হবে।
৭। ঢাকা-জয়দেবপুরের মধ্যে চলাচলকারী জয়দেবপুর কমিউটার ট্রেনে যাত্রী হয়না বললেই চলে। সেখানকার ১০ টি রূপান্তরিত বা স্ট্যান্ডিং কোচ থেকে ০৩ টি কোচ নিয়ে কমিউটার, ঢালারচর ও টুঙ্গিপাড়া ট্রেনে একটি করে সংযোজন করতে হবে।
৮। ঈশ্বরদী রেলওয়ে জংশনের ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ি অথবা লিফটের ব্যবস্থা করতে হবে।
৯। ঈশ্বরদী জংশন স্টেশনে যাত্রীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা গ্রহণ এবং তালাবদ্ধ পাবলিক টয়লেট সকলের জন্য উন্মুক্ত করে দিতে হবে।
১০। পাবনা-ঢাকা রুটে সম্ভাব্য চালুকৃত ট্রেনটি মাঝগ্রামের পরিবর্তে ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে ঢাকার দিকে যাত্রা শুরুকরণের ব্যবস্থা নিতে হবে।

উপরোক্ত বিষয়গুলো ছাড়াও আরও কিছু যৌক্তিক বিষয়াদি নিয়ে আমরা সমগ্র অধিকার সচেতন ঈশ্বরদীবাসী আজকের অবস্থান কর্মসূচি ও মানববন্ধনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুততম সময়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি।

ঈশ্বরদীর সর্বস্তরের জনগণের পক্ষে-
সমকাল সুহৃদ সমাবেশ
ঈশ্বরদী ইউনিট।
#ঈশ্বরদী #রেল #স্টেশন #মানববন্ধন

29/10/2025

দয়া করে স্ক্রল করবেন না… 🙏
ঈশ্বরদীর খান মার্কেটের সিকিউরিটি গার্ড সাব্বির ভাই আজ জীবনের সঙ্গে যুদ্ধ করছেন 💔
দু’চোখের রেটিনা নষ্ট, দীর্ঘদিনের ডায়াবেটিসে পায়ে পচন ধরেছে 😢
অপারেশন না করালে চিরদিনের জন্য অন্ধ হয়ে যাবেন!

উনার পরিবারে তিনজন সদস্য —
ছোট ভাই ও ফুপু দুজনই মানসিক ও শারীরিক প্রতিবন্ধী,
উপার্জনক্ষম একমাত্র মানুষ ছিলেন সাব্বির ভাই নিজেই… 💔

বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা মিলেই অর্ধেক টাকা জোগাড় করেছেন,
এখন আমাদের পালা ❤️
আপনার ছোট্ট সাহায্য একটা পরিবারের অন্ধকার দূর করতে পারে।

📞 সাব্বির ভাইয়ের পার্সোনাল নাম্বার:
👉 বিকাশ: 01832363361
👉 নগদ: 01753092946
(কমেন্টে ব্যাংক একাউন্টের ছবি দেওয়া আছে)

একজন মানুষকে আলো দেখতে সাহায্য করুন 🌟
🙏



#মানবিকসহায়তা #মানবতারডাক #ইশ্বরদী #মানবিকতা #একটুউদ্যোগএকটুজীবন #রেটিনা_অপারেশন #সাব্বিরভাইয়েরজন্যপ্রার্থনা #মানবতারপাশেদাঁড়াই

19/10/2025

লাখো মানুষের ঢল কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় — ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধান উপলক্ষে ভরে উঠেছে আখড়াবাড়ি।
গান, ভাব, আর মানবতার সুরে মুগ্ধ পুরো বাংলাদেশ 🇧🇩✨

#লালনসাঁই #লালন #ফকিরলালন #লালনেরপথে #লালনউৎসব #তিরোধানদিবস #কুষ্টিয়া #ছেঁউড়িয়া #বাউল #বাউলসঙ্গীত #বাংলাসংস্কৃতি

18/10/2025

ঈশ্বরদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, কয়েকজনের মৃত্যুর আশংকা,,,,,,

16/10/2025

ঈশ্বরদী সরকারি কলেজে
এইসএসসি পরিক্ষায়
ফেল করেছে ১৯৫ জন শিক্ষার্থী।
পাসের হার ৫৮%

16/10/2025

✨ স্বপ্ন থেকে সফলতার এক বছর!
ঈশ্বরদী উদ্যোক্তা প্লাটফর্মের জমকালো প্রথম বর্ষপূর্তি উদযাপন 🎊
স্থানীয় উদ্যোক্তাদের অনুপ্রেরণামূলক গল্প, উদ্ভাবন আর উদযাপনের মুহূর্তে ভরপুর এই আয়োজন 💪
#ঈশ্বরদী এর গর্ব, তরুণ উদ্যোক্তাদের প্রাণের প্লাটফর্ম 🌟

📍 |
👉 দেখুন এই দারুণ আয়োজনের ঝলক

#ঈশ্বরদীউদ্যোক্তা_প্লাটফর্ম #ঈশ্বরদী #উদ্যোক্তা #বাংলারউদ্যোক্তা


09/10/2025

ঈশ্বরদী রেললাইনের ধারে "ড্যান্ডি" নেশায় আসক্ত পথশিশুদের জীবনে আলো জ্বালাচ্ছেন Shahriar Amit🌟
এক ঈশ্বরদী'য়ান Ishwardi’an এর মানবতার গল্প ❤️”

#ঈশ্বরদী #ঈশ্বরদীয়ান #পথশিশু

05/10/2025

"বৃষ্টিস্নাত ঈশ্বরদী বাজার"

🌧️ #ঈশ্বরদী #ঈশ্বরদীবাজার #বৃষ্টিরদিন #বৃষ্টিরভাইব #বৃষ্টিরছোঁয়া #বাংলারবৃষ্টি #বাংলারবাজার #ভিজেবাজার #বৃষ্টিস্নাতঈশ্বরদী #বৃষ্টি_আর_চা

30/09/2025

✨ এখন ঈশ্বরদীতেই মাত্র ৩৫০০ টাকায় আপনার নন-স্মার্ট টিভিকে বানান স্মার্ট টিভি! 📺💻

📍 ঠিকানা: ফাহাদ ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স, কলেজ রোড, ঈশ্বরদী
📞 যোগাযোগ: +8801757131280

👉 আর দেরি নয়, আজই আসুন ফাহাদ ইলেকট্রনিক্সে!

Address

Ishurdi

Alerts

Be the first to know and let us send you an email when ঈশ্বরদী'য়ান Ishwardi’an posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঈশ্বরদী'য়ান Ishwardi’an:

Share