TRIP WITH ARIF

TRIP WITH ARIF Worldly life is very short, so turn to Allah before you return to Allah.

আল্লাহ বলেন:"হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর।"— (সূরা বাকারা ২:২১৬)তাই হারানোর কষ্টে ভে...
25/07/2025

আল্লাহ বলেন:
"হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর।"
— (সূরা বাকারা ২:২১৬)
তাই হারানোর কষ্টে ভেঙে পড়ো না।
কারণ যে হারিয়ে যাচ্ছে, তার চেয়ে উত্তম কিছু তোমার জন্য জমা আছে—
শুধু সময়ের অপেক্ষা।

22/07/2025

আসুন আমরা এমন মানুষদের জন্য দোয়া করি—
যারা আগুনে, দুর্ঘটনায় বা বিপদে পড়েই প্রিয়জন হারিয়েছেন।
হে আল্লাহ! তাদের ক্ষমা করো, দয়া করো এবং শহীদদের অন্তর্ভুক্ত করো।

আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি—মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহতদের প্রতি আম...
21/07/2025

আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি—
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহতদের প্রতি আমাদের গভীর সমবেদনা।
নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই তাঁর কাছেই ফিরে যাব।
এই দুর্ঘটনা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে।
ফুলের মতো নিষ্পাপ শিক্ষার্থীদের মৃত্যু মেনে নেওয়া সত্যিই কষ্টকর।
আল্লাহ তাআলা নিহতদের জান্নাত নসিব করুন,
আহতদের দ্রুত সুস্থতা দান করুন
এবং পরিবার-পরিজনকে এ শোক সহ্য করার শক্তি দিন।

আবার হারাবো সাগরে,যেখানে না থাকে গন্তব্য,না থাকে পরিচয়ের বোঝা।শুধু আমি আর অনন্ত নীল—মিলে যাই বিস্তৃত এক শূন্যতায়।সব সময় ...
20/07/2025

আবার হারাবো সাগরে,
যেখানে না থাকে গন্তব্য,
না থাকে পরিচয়ের বোঝা।
শুধু আমি আর অনন্ত নীল—
মিলে যাই বিস্তৃত এক শূন্যতায়।

সব সময় ঠিকঠাক থাকাটা জীবন নয়।
কখনো কখনো হারিয়ে যেতেই হয়—
নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য।
সাগরের মতোই গভীর হতে হয়,
চুপচাপ, বিশাল… কিন্তু তীব্র অনুভবে ভরা।

একটি স্টার দরকার চ্যালেঞ্জ পুরনের জন্য।
19/07/2025

একটি স্টার দরকার চ্যালেঞ্জ পুরনের জন্য।

সবাই চায় সফলতা—কিন্তু জীবনের আসল সৌন্দর্য শুধু তাতে সীমাবদ্ধ নয়।সফলতা যদি হয় গন্তব্য,তবে ভালোবাসা, সম্মান, শান্তি—এইগুলো...
18/07/2025

সবাই চায় সফলতা—
কিন্তু জীবনের আসল সৌন্দর্য শুধু তাতে সীমাবদ্ধ নয়।
সফলতা যদি হয় গন্তব্য,
তবে ভালোবাসা, সম্মান, শান্তি—এইগুলো পথের সাথী।
কারো মুখে এক চিলতে হাসি এনে দেওয়া—এটাও এক বিজয়।
জীবনের মানে শুধু উপরে ওঠা নয়,
মাটির কাছেও থাকা লাগে… মনটা মানবিক রাখতে।

রাত যত গভীর হয়, ততই নিঃশব্দ হয়ে ওঠে পৃথিবী।আলো নিভে গেলে মনে জ্বলে হাজারটা প্রশ্নের প্রদীপ।চাঁদের আলোয় ডুবে থাকা জানালার...
18/07/2025

রাত যত গভীর হয়, ততই নিঃশব্দ হয়ে ওঠে পৃথিবী।
আলো নিভে গেলে মনে জ্বলে হাজারটা প্রশ্নের প্রদীপ।
চাঁদের আলোয় ডুবে থাকা জানালার ধারে বসে—
নিজেকে বুঝতে শেখে মানুষ, একা একা…
এই নীরবতা ভয় নয়, বরং এক অভয়।
যেখানে কান্নার শব্দও শোনা যায় খুব কাছে থেকে।
রাত গভীর মানেই শেষ নয়—
বরং নতুন ভোরের প্রতীক্ষা।

18/07/2025

Follow করলে WiFi ফুরবে না,
কিন্তু আমার হাসি বেড়ে যাবে! 😄
একটা Follow দিয়ে দেখি, ম্যাজিক হয় কিনা!

এখন আর কেউ অপেক্ষা করে না প্রিয় কারো হাতে লেখা পাতার জন্য। ডাকের ঘণ্টা বাজে না, কেবল ফোনের শব্দে ভরে যায় মন। ভাষা বদলে...
18/07/2025

এখন আর কেউ অপেক্ষা করে না প্রিয় কারো হাতে লেখা পাতার জন্য। ডাকের ঘণ্টা বাজে না, কেবল ফোনের শব্দে ভরে যায় মন। ভাষা বদলে গেছে, অনুভূতিরা ছোট ছোট ইমোজিতে বন্দি। চিঠির সেই শব্দে যে গন্ধ ছিল—তা তো মুছে গেছে ডিজিটাল ধোঁয়ায়। কেউ আর খামে ভালোবাসা ভরে পাঠায় না, পোস্ট অফিস নেই, মনে পড়ে যায়…
একটা সময় ছিল, ভালোবাসা ডাকবাক্সে পড়ে থাকতো।

Address

Ishurdi

Telephone

+8801722303736

Website

Alerts

Be the first to know and let us send you an email when TRIP WITH ARIF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TRIP WITH ARIF:

Share