মৌমাছি Beesツ

মৌমাছি  Beesツ মৌমাছি এক বিস্ময়কর প্রাণী। আর মধু তো আরেক বিস্ময়কর খাবার! হাজার রোগের ঔষধ মধু

🤣🤣🤣🤣
21/03/2025

🤣🤣🤣🤣

কিভাবে এই কাজটা করলি তুই আমাকে ছেড়ে..।😾(Collected)
09/02/2025

কিভাবে এই কাজটা করলি তুই আমাকে ছেড়ে..।😾

(Collected)

হার্ট ও প্রেসারের রোগীদের জন্য আশার আলো দেখাচ্ছে এই সিস্টেমটি🔥যাদের হার্ট ব্লক হয়ে গেছে, ওপেন হার্ট সার্জারি করা প্রয়োজন...
09/02/2025

হার্ট ও প্রেসারের রোগীদের জন্য আশার আলো দেখাচ্ছে এই সিস্টেমটি🔥
যাদের হার্ট ব্লক হয়ে গেছে, ওপেন হার্ট সার্জারি করা প্রয়োজন বা রিং পরা প্রয়োজন ডাক্তার বলে দিয়েছে, কিন্তু কোন কারণে করতে পারছেন না!!!
এই মুহূর্তে কী করবেন?
প্রতিদিন খালিপেটেঃ
১. রসুন ৪ কোষ
(পেষ্ট করে নিবেন)
২. আদা ১০ গ্রাম
(মেপে নেয়ার প্রয়োজন নেই, আন্দাজ মতো দিয়ে দিলেই হবে)
৩. আধা পিছ লেবু
(যে কোন লেবু)
৪. আধা কাপ আপেল সিডার ভিনেগার
( বাজারে কিনতে পাওয়া যায়)
৫. মধু পরিমাণ মতো
(যদি মধু ছাড়া খেতে পারেন তবে আরো ভালো, কিন্তু ভুল করেও চিনি মিশাবেন না, কারণ এতে করে ডায়াবেটিস যাদের আছে ক্ষতি হতে পারে)
*সবগুলো উপাদান দিয়ে এক গ্লাস সরবত তৈরি করুন, এবং নিয়মিতভাবে ১৫দিন সেবন করুন, তারপর ডাক্তারের কাছে যান, শারীরিক কিছু পরিক্ষা করে দেখুন কতটুকু আরোগ্য হয়েছে।
কথা দিচ্ছি যে দিন থেকে শুরু করবেন সেই দিন থেকেই বুঝতে পারবেন শরীরের উপকার হচ্ছে যে...তবে অনেক সুন্দর ফ্রেশ ঘুম হবে...
ঘুমের ঔষধ খেতে হবে না ইনশাআল্লাহ্।
শরবত খাওয়ার পর যদি মনে করেন, আপনার গ্যাস জনিত সমস্যা হচ্ছে তবে গ্যাসের ঔষধ খেয়ে নিবেন।
ডাক্তারের দেয়া যদি কোন প্রকার ঔষধ থেকে থাকে তবে সেগুলো সেবন করা বন্ধ করবেন না, অন্যান্য ঔষধের পাশাপাশি সরবত খেতে পারেন...
বিদ্রঃ যারা ধুমপান করেন, তাদের জন্যও অনেক উপকারে আসবে।
বন্ধুরা এই পোস্ট শুধু মাত্র আপনাদের জন্য অনেক কষ্ট করে লিখেছি... কারণ আমার এক ফেইসবুকের বন্ধু (যদিও উনি বাবার বয়সি) উপকার পেয়েছে বলেই আপনাদের সাথে শেয়ার করলাম...
আশাকরি আপনারাও উপকার পাবেন...।
সবকিছুর মালিক উপর আল্লাহ্, ঔষধ উছিলা মাত্র।

এই পোস্টের মাধ্যমে যদি আপনারা উপকৃত হন তবে আমার কষ্ট সার্থক হবে ❤️

এটা হলো পৃথিবীর সবচেয়ে দামী কাঠগুলোর মধ্যে একটি যার প্রতি কেজি কাঠের মূল্য প্রায় ৮ লাখ টাকা পর্যন্ত হতে পারে!🙂আফ্রিকান...
05/02/2025

এটা হলো পৃথিবীর সবচেয়ে দামী কাঠগুলোর মধ্যে একটি যার প্রতি কেজি কাঠের মূল্য প্রায় ৮ লাখ টাকা পর্যন্ত হতে পারে!🙂

আফ্রিকান ব্ল্যাকউড (Dalbergia melanoxylon) একটি অত্যন্ত মূল্যবান কাঠ, যা মূলত আফ্রিকার পূর্ব ও দক্ষিণাঞ্চলে পাওয়া যায়। এর কাঠের ঘনত্ব ও গাঢ় রঙের জন্য এটি বাদ্যযন্ত্র, বিশেষ করে ক্লারিনেট, ওবো এবং ব্যাগপাইপ তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়াও, দামি আসবাবপত্র এবং কারুশিল্পেও এর ব্যবহার রয়েছে। এই গাছটি পূর্ণবয়স্ক হতে প্রায় ৫০ বছর সময় লাগে। এক একটি গাছের উচ্চতা সাধারণত ২৫ থেকে ৪০ ফুট পর্যন্ত হয়ে থাকে। সীমিত প্রাপ্যতা ও ধীর বৃদ্ধির কারণে, আফ্রিকান ব্ল্যাকউডের বাজার মূল্য দিনদিন বৃদ্ধি পাচ্ছে 🔥

(collected)

রবীন্দ্রনাথ ঠাকুর সেক্সুয়ালি উইক ছিলেন। তাঁর লেখা গল্প, কবিতা, গান-এ কবির এই বিশেষ দুর্বলতার বিষয়টি অত্যন্ত সুস্পষ্টভাবে...
28/01/2025

রবীন্দ্রনাথ ঠাকুর সেক্সুয়ালি উইক ছিলেন। তাঁর লেখা গল্প, কবিতা, গান-এ কবির এই বিশেষ দুর্বলতার বিষয়টি অত্যন্ত সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়৷
পৌষের এক অলস বিকেলের চিত্র। তন্দ্রাচ্ছন্ন কবি উদাস ভঙ্গিতে বসে ডুবুডুবু সূর্যের মিষ্টি রোদ মাখছেন। এমন সময় অপরূপ সৌন্দর্য্যের অধিকারিণী এক ষোড়শী তন্বী কবির পানে কামাতুর দৃষ্টি ফেলে বললেন,
- প্রিয় কবি, এই পৃথিবীতে সুখ ছাড়া আমার সবই আছে। আপনার কাছে একটু সুখ চাই।

ষোড়শী তন্বীর এই আহবান বিজ্ঞ কবির বুঝতে মোটেও বিলম্ব হলো না। কবি ঈষৎ হেসে "সুখ লেনদেন বিষয়ে" হ্যাঁ সূচক সম্মতি জ্ঞাপন করলেন।

তার পরের চিত্রে দেখা যায়, সুন্দরী ষোড়শী তন্বী অতৃপ্ত ভঙ্গিতে কবিকে ভর্ৎসনা করতে করতে কবিসঙ্গ পরিত্যাগ করছেন।
কবি পরাজিত সৈনিকের মতো ব্যথাতুর হৃদয়ে, তীব্র মনোকষ্ট নিয়ে ষোড়শী তন্বীকে ডেকে বললেন,

"তুমি সুখ যদি নাহি পাও
যাও, সুখের সন্ধানে যাও।"

একজন পুরুষ কোন পরিস্থিতিতে এমন কথা বলে তা সহজেই অনুমেয়।🤣

উপমহাদেশের বিরাট রবীন্দ্র গবেষক
উদ্বাস্তু অনিকেত 😎
(Collected)

❤️ হাতে হাত রাখা শুধু একটি অঙ্গভঙ্গি নয়, এটি ভালবাসা, বিশ্বাস এবং সাহসের প্রতীক ও প্রতিশ্রুতি!'🖤🌸
28/01/2025

❤️ হাতে হাত রাখা শুধু একটি অঙ্গভঙ্গি নয়, এটি ভালবাসা, বিশ্বাস এবং সাহসের প্রতীক ও প্রতিশ্রুতি!'🖤🌸

প্রতিটা মেয়ের কাছে তার স্বামী যেমন🙂🫠
27/01/2025

প্রতিটা মেয়ের কাছে তার স্বামী যেমন🙂🫠

তুমি এভাবে অন্যের হয়ে গেলে  অন্য Cow কে জড়িয়ে ধরে!🥹🥹
26/01/2025

তুমি এভাবে অন্যের হয়ে গেলে অন্য Cow কে জড়িয়ে ধরে!🥹🥹

ঘাবড়ে যাবেন না, নিজেকে শক্ত করুন। নিজেকে তৈরি করুন যেকোনো সিচুয়েশনে শক্ত হওয়ার জন্য 🙂পৃথিবীতে সকল সমস্যার সমাধান আছে😂
24/01/2025

ঘাবড়ে যাবেন না, নিজেকে শক্ত করুন। নিজেকে তৈরি করুন যেকোনো সিচুয়েশনে শক্ত হওয়ার জন্য 🙂
পৃথিবীতে সকল সমস্যার সমাধান আছে😂

লোকটি তার স্ত্রী এবং কন্যার জীবন বাঁচাতে খালি হাতে চিতাবাঘটি মেরে ফেলেছে!🔥আল্লাহ পুরুষ কে নারীর অভিভাবক করেছেন, উভয় এর ক...
23/01/2025

লোকটি তার স্ত্রী এবং কন্যার জীবন বাঁচাতে খালি হাতে চিতাবাঘটি মেরে ফেলেছে!🔥
আল্লাহ পুরুষ কে নারীর অভিভাবক করেছেন, উভয় এর কাজ ভাগ করে দিয়েছেন। নারী পুরুষ সমান নয়, একে অপরের পরিপূরক❤️
পুরুষের ভালবাসা মারাত্মক ভয়ংকর 🔥

🔥জীবনে প্রথমবার এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম, ঢাকা থেকে পাবনার ঈশ্বরদীতে মামার বাড়ি যাব। ট্রেনে উঠেই জানলার ধারে গুছিয়...
23/01/2025

🔥জীবনে প্রথমবার এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম, ঢাকা থেকে পাবনার ঈশ্বরদীতে মামার বাড়ি যাব। ট্রেনে উঠেই জানলার ধারে গুছিয়ে বসেছি। কিছুক্ষণ বাদে বাদে ট্রেনের হকারদের কাছ থেকে এটা ওটা কিনে খাচ্ছি।

যমুনা সেতু পার হবার পর পাশের সহযাত্রী কে জিজ্ঞাসা করলাম ভাই ঈশ্বরদী বাইপাস আর কতক্ষন লাগবে?
উনি বললেন, এটা তো পঞ্চগড় এক্সপ্রেস, ঈশ্বরদী বাইপাস স্টেশনে থামবে না। একদম সোজা নাটোর স্টেশনে গিয়ে দাঁড়াবে। বেশ ভ্যাবাচ্যাকা খেলাম দেখে পাশের সহযাত্রীরা বললো চিন্তার কিছু নেই, ঈশ্বরদী বাইপাসে ট্রেন খুবই স্লো হয়ে যায়, তুমি রানিং এ নেমে যেও। তবে নেমেই দাঁড়াবে না, একটু দৌঁড়বে। তাহলে হুমড়ি বা গতি জড়তার কারণে পড়ে যাবে না🫠

তারপর ঈশ্বরদী বাইপাস আসতেই অনিচ্ছা সত্বেও কিছুলোক ঠেলে ঠুলে দরজায় দাঁড় করিয়ে দিল। ঈশ্বরদী বাইপাসে ট্রেন স্লো হতেই ছোট্ট লাফ দিয়ে প্লাটফর্মে নেমেই চো চো করে দৌঁড় দিলাম।
এত জোর দৌঁড়েছি যে সামনের বগি পর্যন্ত পৌঁছে গেছি। সামনের বগির গেটের কাছে পৌঁছাতেই কিছু লোক আমার হাত ধরে, কেউ জামা ধরে, কেউ চুলের মুঠি ধরে বগিতে আবার টেনে তুলল। ততক্ষনে ট্রেন আবার স্পীড নিয়ে নিয়েছে। সবাই বলছে তোর ভাগ্যটা খুব ভালো রে ভাই। এখানে তো ট্রেন থামে না, তবু তুই কপালজোরে ট্রেন টা পেয়ে গেলি 😂
((collected))

সত্য কঠিন সত্য! 💔
16/01/2025

সত্য কঠিন সত্য! 💔

Address

Ishurdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when মৌমাছি Beesツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category