Toha Aviary

Toha Aviary ❤️Follow this page to keep your mind fresh ❤️
(4)

সূতা ছিঁড়া ঘুড়ির মতো হতাশ আমি,😔 কোথায় শেষ গন্তব্য নিজেও জানিনা, উড়ছি শুধু হাওয়ার ইশারায়,  নেই কোন থামার জায়গা, নেই ক...
26/09/2025

সূতা ছিঁড়া ঘুড়ির মতো হতাশ আমি,😔
কোথায় শেষ গন্তব্য নিজেও জানিনা, উড়ছি শুধু হাওয়ার ইশারায়, নেই কোন থামার জায়গা, নেই কোন ফেরার আশা।

চারপাশে আকাশ, তবুও শূন্যতা ভরপুর, উঁচুতেও উঠছি না...💔 নিচেও নামতে পারছি না। কোন এক দিকহীন ঘূর্ণিতে আটকে আছি শুধু।

এক সময় ভাবতাম কারো হাতে থাকলে হয়তো নিরাপদ থাকতাম। কিন্তু এখন বুঝি নিজের সুতা নিজের হাতে যদি না থাকে, সব উড়ানোই শেষ হয় পতনে।

তবুও এই দিশেহারা ওড়ানোতেই মনে হয়। একদিন হয়তো কোন ছাদে পড়ে গিয়ে একটা স্থিরতা খুঁজে পাবো।

অন্তত এই আশা করতে তো দোষ নেই। 🖤🥀

26/09/2025

হেলিকপ্টার গুলো উড়া শিখে গেল

তোর হরিণ তুই নে, আমার সময় ফিরিয়ে দে।ওয়াইফাই +ডাটা ৬০০+৫০০=১১০০টাকা আর আমার মাসিক ইনকাম 0.03 ডলার!
26/09/2025

তোর হরিণ তুই নে, আমার সময় ফিরিয়ে দে।
ওয়াইফাই +ডাটা ৬০০+৫০০=১১০০টাকা আর আমার মাসিক ইনকাম 0.03 ডলার!

25/09/2025

যখন আমার দুঃখ ছিল না তখনও আমি দুঃখী ছিলাম। কিন্তু যখন আমার দুঃখ আসতে শুরু করে তখন আমি দুঃখী না।
এর দুটা কারণ।
প্রথমটি, আমি ভান করেছি সুখের।
আর দ্বিতীয়টি হলো আমি দুঃখকে স্বীকার করি নি।

25/09/2025

শীতের রোদটা যেনো পুরোপুরি পায় তার জন্য ওদের খাঁচার অবস্থান পরিবর্তন করলাম

25/09/2025

গ্রামের ৭০% মানুষ সকাল বেলা গরু ছাগলের রুমে ঢোকে তাকে গোবর পরিষ্কার করে খাবার দিয়ে তারপর নিজেদের খাবার তৈরি করে আর আমারা হলাম শহরের মানুষ তাই সকাল সকাল পাখির ঘড়ে ঢুকে পাখির পুপস পরিষ্কার করে তাদের খাবার দিয়ে নিজেদের খাবার তৈরি করি।
কাজ কিন্তু একই গ্রাম আর শহরের মানুষের। শুধু স্থান কাল ভেদ করে পার্থক্য আসে

24/09/2025

কোকাটেল বেবির জন্য খাবার তৈরি করতেছি

ছবিটা ফেসবুক থেকে কালেকশন করা।আকাশের রং আর পাখির রং মাশাল্লাহ।
24/09/2025

ছবিটা ফেসবুক থেকে কালেকশন করা।
আকাশের রং আর পাখির রং মাশাল্লাহ।

23/09/2025

পুকুরের পানিতে এত পরিপাণ গ্যাস হয়েছে যে মাছগুলো পানিতে আর থাকছেই না

যখন দামে ও মিলে পছন্দেও মিলে তখন সেটা হাতের নাগালে মিলে না 😩😩😩 ডেলিভারি নাকি পসিবল না 😭😭
23/09/2025

যখন দামে ও মিলে পছন্দেও মিলে তখন সেটা হাতের নাগালে মিলে না 😩😩😩

ডেলিভারি নাকি পসিবল না 😭😭

গায়রত আর যোগ‍্যতা অনেক দামি বস্তু 🔥
23/09/2025

গায়রত আর যোগ‍্যতা অনেক দামি বস্তু 🔥

Address

Ishwardi, Pabna
Ishurdi
6620

Alerts

Be the first to know and let us send you an email when Toha Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category