
26/09/2025
সূতা ছিঁড়া ঘুড়ির মতো হতাশ আমি,😔
কোথায় শেষ গন্তব্য নিজেও জানিনা, উড়ছি শুধু হাওয়ার ইশারায়, নেই কোন থামার জায়গা, নেই কোন ফেরার আশা।
চারপাশে আকাশ, তবুও শূন্যতা ভরপুর, উঁচুতেও উঠছি না...💔 নিচেও নামতে পারছি না। কোন এক দিকহীন ঘূর্ণিতে আটকে আছি শুধু।
এক সময় ভাবতাম কারো হাতে থাকলে হয়তো নিরাপদ থাকতাম। কিন্তু এখন বুঝি নিজের সুতা নিজের হাতে যদি না থাকে, সব উড়ানোই শেষ হয় পতনে।
তবুও এই দিশেহারা ওড়ানোতেই মনে হয়। একদিন হয়তো কোন ছাদে পড়ে গিয়ে একটা স্থিরতা খুঁজে পাবো।
অন্তত এই আশা করতে তো দোষ নেই। 🖤🥀