Annoor

Annoor Allah is the best planner �

ক্ষুধা না লাগলেও কখনো কখনো খেতে হয়, এতে কেউ কেউ জীবনযুদ্ধে এগিয়ে যায়। রাতুল তার উজ্জ্বল দৃষ্টান্ত! বাম পাশের ছবিটা অনেকে...
26/12/2024

ক্ষুধা না লাগলেও কখনো কখনো খেতে হয়, এতে কেউ কেউ জীবনযুদ্ধে এগিয়ে যায়। রাতুল তার উজ্জ্বল দৃষ্টান্ত!

বাম পাশের ছবিটা অনেকেই দেখেছেন। ওর নাম রাতুল , গত ১৯ জুলাই শুক্রবার উত্তরায় প্রচন্ড গোলাগুলির সময় সাহস করে পুলিশের সাথে মিউচুয়াল করার জন্য সামনে আগায় , কথার এক সময় পুলিশ ওর বেল্ট ধরে সাইডে টান দেয় , যেতে না চাইলে পেটে গুলি ঠেকিয়ে গুলি করে , ঝাজড়া হয়ে যায় পেট এবং কিডনি।
টানা ৬ ঘন্টা অপারেশন এবং কয়েকমাস এর চিকিৎসার পর এখন একটু স্টাবল হয় সে। পুরোপুরি সুস্থ না। দিনে ২ টা ইনজেকশন নেয় এবং চিকিৎসা না পেলে একটি কিডনি অচল হয়ে যাবে। এদিকে চিকিৎসার প্রচুর অর্থ ব্যয় সামাল দিতে লোন করে এই ফুড কার্ট দিয়েছে রাতুল।
আশাকরি সবাই ওর ফুড কার্ট এ আসবেন , এতে করে উৎসাহ পাবে রাতুল , হয়তো একটু ফিনানশিয়ালি স্টাবল হতে পারবে।।

লোকেশন - রোড ২৮/ সেক্টর ৭ / উত্তরা ( উত্তরা হাই স্কুলের সাথে )

এরকম অর্গানাইজড হয়ে কোনো কাজ করা আমাদের কল্পনার ও বাহিরে ! 😞
26/12/2024

এরকম অর্গানাইজড হয়ে কোনো কাজ করা আমাদের কল্পনার ও বাহিরে ! 😞

প্রতি একর টমেটো চাষে, বছরের সকল খরচ বাদ দিয়ে , ১ কোটি ১০ লাখ টাকা লাভ (92,261.00, USD)...!!

জী, এভাবেই আমেরিকার এক কৃষক কেভিন আমার/ সামনে তার ডাটা গুলো প্রেজেন্ট করছিলেন (নিচের ছবিতে); যখনই কৃষকদের কনফারেন্সে যাই তখনই দেখি তাদের চাষাবাদের ও জীবনযাপনের ধরন।

এইখানের কৃষকদের জীবন দেখলে মনে হবে, এরা এক একজন রাজা/সম্রাট। যেকোনো কিছু আবাদ করতে তাদের ৫-৬ স্তরের ডিফেন্স সিস্টেম রেডি থাকে।
একটু ক্লিয়ার করে বলি,

১। একটা কৃষক যখন আবাদ শুরু করবে তার আগেই ওই ফসলের চাহিদা, বাজারের অবস্থা, ও অন্যান্য ফিজিবিলিটি স্টাডি করে সেই রিপোর্ট কৃষকে দিয়ে দেয়, ওই রাজ্যের বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট; ওই ফসলের জন্য যদি আলাদা কোন টেকনোলজি বা কোন স্পেশাল কিছুর দরকার হয় তাহলে সেটা জানানোর জন্য আছে প্রত্যেক স্টেটের এগ্রিকালচার এক্সপেরিমেন্ট স্টেশন!!

২। সম্রাটদের দ্বিতীয় লেয়ারের ডিফেন্স হলো মাস্টার গ্রোয়ার এন্ড গ্রোয়ার কনসালটেন্সি ফার্মস; আপনি যে কোন একটা ফার্মের রেজিস্টার মেম্বার হলে তারাই আপনাকে সকল প্রকার পরামর্শ দিবে, কখন কোন ওষুধ প্রয়োগ করবেন কখন কোন ধরনের রোগ-বালাই আসতে পারে সবকিছু; আপনার কাজ হলো এদেরকে ফলো করা এবং এদের টাকা দেওয়া! তাদের ভুল পলিসিতে যদি আপনার ফসল মারা যায় তাহলে সেই কম্পেনসেশন আপনি পাবেন!

৩। সম্রাটদের তৃতীয় লেয়ারের ডিফেন্স হলো ক্রপ ইন্সুরেন্স ও ফ্যাসিলিটি ইন্সুরেন্স পলিসি; তারা নিয়মিত আপনার চাষাবাদ ও চাষাবাদ সম্পর্কিত স্থাপনা পর্যবেক্ষণ করবেন এবং আপনাকে পরামর্শ দিবেন; তারপরে যদি কোন রোগ অথবা ব্যাধিতে ফসল টার্গেটেড ইল্ড পরিমাণ না হয়, তাহলে তারা পুরা ক্ষতিপূরণ দিবেন!

৪। উপরে সবগুলো যদি ফেল করে তাহলে সম্রাটের চতুর্থ লেয়ার ডিফেন্স হলো তার নিজের স্টেটের ডিপার্টমেন্ট এগ্রিকালচার; আপনি স্টেটের রেজিস্টার্ড কৃষক হলে, বড় ধরনের দুর্যোগে তো ভর্তুকি পাবেনই সাথে উপরের কোন সিস্টেম কাজ না করলে সেই ভর্তুকিও পাবেন।

৫। কৃষকদের সর্বশেষ অথবা পঞ্চম লেয়ার অফ ডিফেন্স হলো তাদের ফেডারেল গভমেন্ট; যেহেতু কৃষকরা প্রাথমিক স্তরের উৎপাদক, তাই গ্রেট আব্রাহাম লিংকনের সময় থেকে কৃষকদের জন্য আলাদা ভর্তুকি ও আলাদা সুবিধা সাংবিধানিকভাবে তাদের বাজেটের মধ্যে সবসময় রাখা হয়। এদের সব কৃষক জানে; যে কোন বড় দুর্যোগে যদি কোন নির্দিষ্ট ফসলের কোন বড় ধরনের ক্ষতি হয় অথবা কোন ধরনের সমস্যা হয় যেখানে উপরের চারজনের কেউই দায়ী নয় তাহলে তাদের রাষ্ট্রপ্রধান তাদের পাশে থাকবে, এবং ভর্তুকি ঘোষণা দিবেন !!!

তাদের জিডিপির মাত্র ৫.৫-৬ ভাগ আসে কৃষি থেকে; তারপরও তারা তাদের কৃষকদের প্রতি কি পরিমান যত্নশীল!!!!

আর আমাদের কৃষি নির্ভর দেশে………??

– Sazan Rahman

Because I am a soldier born to die ❤️❤️😢😢
24/09/2024

Because I am a soldier born to die ❤️❤️😢😢

জুলাই-আগস্টের কথা মনে রাইখেন...৫ যোদ্ধা এক ফ্রেমে । ❤️❤️😢😢😢
16/09/2024

জুলাই-আগস্টের কথা মনে রাইখেন...
৫ যোদ্ধা এক ফ্রেমে । ❤️❤️😢😢😢

গণ বিবাহ কোর্স টা না করলে পাশ করা যাবে না 😅😝
14/09/2024

গণ বিবাহ কোর্স টা না করলে পাশ করা যাবে না 😅😝

14/09/2024

১) উচ্চমূল্যে বিদ্যুৎ দেওয়া আদানি পাবে ৮০ কোটি ডলার, এজন্য প্রত্যাশিত বিদ্যুৎ দিচ্ছে না

২) তেল দেওয়া কোম্পানিগুলো পাবে ৫০ কোটি ডলার! তারাও তেল দেয়া প্রায় বন্ধ করে দিয়েছে

৩) দেশের গ্যাস অনুসন্ধান না করে উচ্চমূল্যে এলএনজি আমদানি করে সামিটের মাধ্যমে ডলার লুট করেছে বলে ডলার সংকট! গ্যাসের অভাবে বন্ধ আছে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র

৪) সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান পিডিবির কাছে কেউ পাবে ৪ হাজার কোটি/কেউ ৩৫০০ কোটি টাকা! অথচ গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল দিয়েছে

৫) ক্যাপাসিটি চার্জের নামে লুট ১ লাখ কোটি টাকা!

২০২৪-এ এসে যারা জীবনে প্রথমবার এতো লোডশেডিং দেখে দেখে আফসোস আর কষ্টে মারা যাচ্ছেন প্রায়, তারা এবার বলেন দেখি আপনারা কারা কারা ১০ বছর ধরে বিদ্যুৎ বিল দেন নাই?

যদি দিয়ে থাকেন, ওই টাকা খাইল কোন দেশপ্রেমিক?
- নুসায়ের নিটোল

13/09/2024

আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

09/09/2024

স্বর্ণা দাস, শ্রী জয়ন্ত...
মরলো কেন?

কারণ, ভারতের চোখে তারা ভিনদেশি সংখ্যালঘু হিন্দু ভাই নয়, 'বাংলাদেশি'। এখনো বুঝতে পারছেন না?!

আলহামদুলিল্লাহ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, আগস্ট মাসে মুদ্রাস্ফীতি ১১.৬৬ শতাংশ থেকে কমে ...
08/09/2024

আলহামদুলিল্লাহ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, আগস্ট মাসে মুদ্রাস্ফীতি ১১.৬৬ শতাংশ থেকে কমে ১০.৪৯ শতাংশে নেমে এসেছে, যা ১.১৭ শতাংশ পয়েন্ট হ্রাস নির্দেশ করে।

জুলাই মাসে, দেশব্যাপী ছাত্র আন্দোলন এবং অবরোধের কারণে মুদ্রাস্ফীতি ১২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, যা আগস্টের প্রথম সপ্তাহে আওয়ামী লীগ নেতৃত্বাধীন
সরকারের পতনের দিকে নিয়ে যায়। মুদ্রাস্ফীতির হার তখন পণ্যের দাম ও সেবার মূল্যবৃদ্ধির প্রতিফলন ছিল, কারণ টানা আন্দোলন ও যানবাহন চলাচল স্থগিত থাকার ফলে সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত ঘটে। তবে, দেশ পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করার পর থেকে দাম কিছুটা কমতে শুরু করেছে।

07/09/2024

সারাদিন এক্টিভ থাকতে পারি নাই। ফেসবুক এ আজকে কি কি নতুন চলে জানায়েন বন্ধুরা 😄

Address

Iswardi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Annoor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Our Story

আসসালামু আলাইকুম,

আমরা বিশ্বাস করি সততা আর আস্থা ব্যবসায়ের অন্যতম মৌলিক উপাদান। তাই ২০১৩ শাল থেকে অসংখ মানুষের ভালোবাসা আর বিশ্বাস আমাদের কে এই পথে চলতে সাহায্য করে গেছে অনবরত। সব সময় সেরা আর অথেন্টিক প্রোডাক্ট টি আপনার হাতে পৌঁছে দিতে আমরা বদ্ধ পরিকর।

ধন্যবাদ এই লম্বা সময় ধরে কিউক্রয় - পরিবার এর সাথে থাকার জন্য।

আপনার কাঙ্খিত পণ্য অর্ডার করার জন্য আমাদের ফেসবুক গ্রুপটি ও ভিজিট করতে পারেন. https://www.facebook.com/groups/flipkartbd/ ধন্যবাদ।