16/08/2025
আমরা সবাই এই পৃথিবীতে আসি একটিমাত্র কারণে—নিজেকে জানার জন্য।
অন্যকে জানার আগে, সমাজকে বদলানোর আগে, এমনকি প্রকৃতিকে বোঝার আগেও আমাদের প্রথম কাজ হলো *নিজেকে চেনা*।
দর্শনের মূল শিক্ষা হলো—
“মানুষ যতই বাইরে খুঁজে বেড়াক, সত্যের শুরু সবসময় ভেতর থেকেই।”
আজকের এই সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে মনে হলো—
🌱 জীবন হলো এক নিরন্তর প্রশ্নের যাত্রা।
🌱 আমরা প্রতিদিন উত্তর খুঁজছি, অথচ উত্তরগুলো লুকিয়ে আছে আমাদের অন্তরের গভীরে।
🌱 সত্যিকার জ্ঞান হলো, বাইরের জগৎকে নয়; ভেতরের জগৎকে উপলব্ধি করা।
👉 যারা নিজের সাথে কথা বলতে শিখেছে, তারা-ই প্রকৃত দার্শনিক।
👉 যারা ভেতরের সুর শুনতে শিখেছে, তারাই জীবনের সঠিক পথে এগিয়ে গেছে।
💭 আজ নিজেকে একবার প্রশ্ন করো—
“আমি কে? কেন এসেছি? আমার উদ্দেশ্য কী?”
এই প্রশ্নের উত্তরই তোমাকে দিবে সত্যিকার মুক্তি।