Yeakub Ali Tuhin

Yeakub Ali Tuhin ছোট ছোট বিষয়ের ওপর বিশ্বাস রাখা উচিত কারণ এর উপরেই মানুষের শক্তি নির্ভর করে।

আল্লাহর রহমত, বরকত ও শান্তি আপনার জীবনে বর্ষিত হোক।এই পবিত্র জুমার দিনে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ মাফ করেন...
29/08/2025

আল্লাহর রহমত, বরকত ও শান্তি আপনার জীবনে বর্ষিত হোক।
এই পবিত্র জুমার দিনে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ মাফ করেন, রিজিকের বরকত দান করেন এবং দ্বীন ও দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে সফলতা দান করেন। 🤲

"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা" — হে আল্লাহ! আমি তোমার অনুগ্রহ প্রার্থনা করছি।

হাজারো পথের মাঝে নিজের পথ বেছে চলা—এটাই জীবনের আসল রূপ।
17/08/2025

হাজারো পথের মাঝে নিজের পথ বেছে চলা—এটাই জীবনের আসল রূপ।

আমরা সবাই এই পৃথিবীতে আসি একটিমাত্র কারণে—নিজেকে জানার জন্য।অন্যকে জানার আগে, সমাজকে বদলানোর আগে, এমনকি প্রকৃতিকে বোঝার ...
16/08/2025

আমরা সবাই এই পৃথিবীতে আসি একটিমাত্র কারণে—নিজেকে জানার জন্য।
অন্যকে জানার আগে, সমাজকে বদলানোর আগে, এমনকি প্রকৃতিকে বোঝার আগেও আমাদের প্রথম কাজ হলো *নিজেকে চেনা*।

দর্শনের মূল শিক্ষা হলো—
“মানুষ যতই বাইরে খুঁজে বেড়াক, সত্যের শুরু সবসময় ভেতর থেকেই।”

আজকের এই সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে মনে হলো—
🌱 জীবন হলো এক নিরন্তর প্রশ্নের যাত্রা।
🌱 আমরা প্রতিদিন উত্তর খুঁজছি, অথচ উত্তরগুলো লুকিয়ে আছে আমাদের অন্তরের গভীরে।
🌱 সত্যিকার জ্ঞান হলো, বাইরের জগৎকে নয়; ভেতরের জগৎকে উপলব্ধি করা।

👉 যারা নিজের সাথে কথা বলতে শিখেছে, তারা-ই প্রকৃত দার্শনিক।
👉 যারা ভেতরের সুর শুনতে শিখেছে, তারাই জীবনের সঠিক পথে এগিয়ে গেছে।

💭 আজ নিজেকে একবার প্রশ্ন করো—
“আমি কে? কেন এসেছি? আমার উদ্দেশ্য কী?”
এই প্রশ্নের উত্তরই তোমাকে দিবে সত্যিকার মুক্তি।

সবুজের মাঝে হারিয়ে যাওয়া, নিজের সঙ্গে কিছু সময় কাটানো—এর চেয়ে শান্তি আর কিসে?নতুন দিনের শুরু হোক ভালোবাসা, প্রেরণা আর প্...
31/07/2025

সবুজের মাঝে হারিয়ে যাওয়া, নিজের সঙ্গে কিছু সময় কাটানো—এর চেয়ে শান্তি আর কিসে?
নতুন দিনের শুরু হোক ভালোবাসা, প্রেরণা আর প্রশান্তি নিয়ে। 😊

🔥 "Work Smart, Not Hard" 🔥বুদ্ধিমত্তার সাথে কাজ করো — কেবল পরিশ্রম নয়, পরিকল্পনা আর কৌশলই বড় জয় এনে দেয়।স্টাইল, আত্মবিশ...
22/06/2025

🔥 "Work Smart, Not Hard" 🔥
বুদ্ধিমত্তার সাথে কাজ করো — কেবল পরিশ্রম নয়, পরিকল্পনা আর কৌশলই বড় জয় এনে দেয়।
স্টাইল, আত্মবিশ্বাস আর এক্সপ্রেশন — সব কিছু এক ফ্রেমে বন্দী!

জীবনটা অনেকটা এই ছবির মতো—বাইরে শান্ত, ভিতরে তীব্র যুদ্ধ।জ্বলন্ত শহরের মতোই আমাদের ভেতরে জ্বলছে স্বপ্ন, সংগ্রাম আর বিসর্...
18/06/2025

জীবনটা অনেকটা এই ছবির মতো—বাইরে শান্ত, ভিতরে তীব্র যুদ্ধ।
জ্বলন্ত শহরের মতোই আমাদের ভেতরে জ্বলছে স্বপ্ন, সংগ্রাম আর বিসর্জনের গল্প।
প্রতিদিন আমরা হাঁটি ধ্বংসের মধ্য দিয়ে, কিন্তু আশা থাকে, আগুন ছুঁয়ে নয়—তাকে অতিক্রম করে বাঁচার।

সবকিছু হারিয়েও, নিজেকে খুঁজে পাওয়াটাই সবচেয়ে বড় জয়।
\

📢 নিয়োগ বিজ্ঞপ্তি🕌 শাহপরাণ মডেল হাই স্কুল , নাদামপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জআমাদের প্রতিষ্ঠানে যোগ দিন!নিম্নলিখিত বিষয়ে স...
15/06/2025

📢 নিয়োগ বিজ্ঞপ্তি
🕌 শাহপরাণ মডেল হাই স্কুল , নাদামপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ

আমাদের প্রতিষ্ঠানে যোগ দিন!
নিম্নলিখিত বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে:

📝 পদসমূহ:
🔹 সহকারী শিক্ষক (ইংরেজি) – ১ জন
🔹 সহকারী শিক্ষক (গণিত) – ১ জন
🎓 শিক্ষাগত যোগ্যতা: অনার্স/মাস্টার্স (অধ্যয়নরতও আবেদন করতে পারবেন)

📆 আবেদনপত্র জমার শেষ তারিখ: ২৫ জুন ২০২৫
📍 আবেদন পাঠান সরাসরি প্রধান শিক্ষকের নিকট।

📄 প্রার্থীর দুই কপি ছবি ও সনদের ফটোকপি জমা দিতে হবে।
✅ অভিজ্ঞ এবং পুরুষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

🌐 বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন নিচের পোস্টে
📞 যোগাযোগ: 01727-929394

\ #নিয়োগ_বিজ্ঞপ্তি #শিক্ষক_নিয়োগ
\

I've just reached 6K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗...
13/06/2025

I've just reached 6K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

12/04/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

প্রিয় জন্মভূমিইয়াকুব আলী তুহিনতারিখ: ২১-০৪-২৪...........................................আমার প্রিয় জন্মভূমি এমন একটি দেশ...
21/04/2024

প্রিয় জন্মভূমি
ইয়াকুব আলী তুহিন
তারিখ: ২১-০৪-২৪...........................................

আমার প্রিয় জন্মভূমি এমন একটি দেশ
সবুজে সবুজে ঘেরা তার রুপের নেইকো শেষ।
পাখ-পাখালির মধুর গানে কাটে ঘুমের রেশ
আহা! কতই না সুন্দর আমার প্রিয় বাংলাদেশ।

সবুজ মাঠের চারিদিকে সোনালী ফসল চাষ
দেখে মন ভালো হয় হৃদে জাগে উচ্ছ্বাস।
অগ্রহায়নে শুরুতে কার্তিক মাসের শেষে
চতুর্দিকে মুহুর মুহু পিঠার ঘ্রাণ আসে ভেসে।

বৈশাখে ছড়িয়ে থাকে মাঠে সোনালী ধান
বর্ষায় মাঝি ভাই ধরে ভাটিয়ালি গানে টান।
শীতে কুয়াশার চাদরে ঢাকা এই বাংলায়
কত প্রজাতির পাখি এসে পেখম মেলায়।

বসন্তের আগমনে প্রকৃতি নতুন সাজে সাজায়
সবুজ আগুন ধরে গাছে নতুন পাতা গজায়।
রাখাল বাঁজায় বাঁশি চড়ায় গরু, ছাগল, মেষ
আহা! কতই না সুন্দর আমার প্রিয় বাংলাদেশ।

20/04/2024

Address

Jagannathpur
3060

Website

https://yeakubalituhin24.blogspot.com/

Alerts

Be the first to know and let us send you an email when Yeakub Ali Tuhin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share