Chilaura News

Chilaura News চিলাউড়া নিউজ , সম্পাদক:- মোঃ হোসাইন আহমেদ, মোবাইল: +8801787117909
নিউজ প্রচারের জন্য কল করতে পারেন।

চিলাউড়া,জগন্নাথপুর এলাকা ভিত্তিক নিউজ মিডিয়া এলাকার সকল আপডেট খবর পেয়ে যাবেন ।তাই ফলো করে সাথে তাকেন।

11/10/2025
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‍্যালি ও আলোচনা সভায় ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন তালামীযে  ইসলামিয়া শাখায় প্রধান অ...
27/09/2025

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‍্যালি ও আলোচনা সভায় ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন তালামীযে ইসলামিয়া শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফারহাদ আহমদ চৌধুরী রেদা ফুলতলী।

চিলাউড়া মাঝপাড়া ইসলামী যুবসংঘ পক্ষ থেকে আল্লামা সাহেব ক্বিবলার সুযোগ্য নাতি, বড় সাহেব ক্বিবলার সুযোগ্য সাহেব জাদা মাওলানা ফারহান আহমেদ চৌধুরী ফুলতলী রেদা সাহেব কে চিলাউড়া আগমন উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করেন চিলাউড়া মাঝপাড়া ইসলামী যুবসংঘ
চিলাউড়া মাঝপাড়া, জগন্নাথপুর, সুনামগঞ্জ।

সম্মাননা স্মারক প্রদান করার সময় উপস্থিত ছিলেন যুব সংঘের সহ সভাপতি মো: লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক : শফিকুল ইসলাম,অর্থ সম্পাদক: মো: হোসাইন আহমেদ নোমান, সহ অর্থ সম্পাদক: জবলুর রহমান, প্রচার সম্পাদক: সারজুল আলম, উপদেষ্টা: হাফিজ কাওসার আহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক: জাহিদ আহমেদ, সদস্য: মাহফুজ আহমেদ, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক: মারুফ আহমেদ, সদস্য: ইমন মিয়া, সদস্য: ছুনু মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক: সিদ্দিকুর রহমান স্বপন।

15/09/2025

চিলাউড়া মাঝপাড়া ইসলামী যুব সংঘের কমিটি গঠন -

সুনামগঞ্জের জগন্নাথপুরের ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের ইসলামী সংগঠন "চিলাউড়া মাঝপাড়া ইসলামী যুব সংঘের কমিটি ২০২৫/২০২৭ সেশনের জন্য গঠন করা হয়েছে।

জগন্নাথপুর থানার অন্তর্গত চিলাউড়া গ্রামে আনোয়ার মিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত ২য় ক্বিরাত প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হতে...
27/08/2025

জগন্নাথপুর থানার অন্তর্গত চিলাউড়া গ্রামে আনোয়ার মিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত ২য় ক্বিরাত প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত মহতী প্রতিযোগিতায় সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে কর্তৃপক্ষ।

Chilaura News

23/08/2025

চিলাউড়া বাসীর উদ্দেশ্যে কি বললেন জনাব কয়ছর এম আহমেদ

চিলাউড়া হলদিপুরে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা
23/08/2025

চিলাউড়া হলদিপুরে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে স্থানিয় চিলাউড়া বাজ...

19/08/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৫ নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ৪ ও ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে কর্মী সভা

সিলেটের অন্যতম আধ্যাতিক উপজেলা জগন্নাথপুর।  এই, জগন্নাথপুরে জন্ম গ্রহন করেছেন। অসংখ্য মরমী সাধক, শিল্পী, গীতিকার, লেখক। ...
07/08/2025

সিলেটের অন্যতম আধ্যাতিক উপজেলা জগন্নাথপুর। এই, জগন্নাথপুরে জন্ম গ্রহন করেছেন। অসংখ্য মরমী সাধক, শিল্পী, গীতিকার, লেখক। যাঁরা সারা বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় আসীন করেছেন। তাঁদের মধ্যে, রাধা রমণ দত্ত, শানুর শাহ, ফকির আছিম শাহ, রহমতুল্লাহ মুন্সির মতো নাম না জানা অসংখ্য গুণিজন। তাঁদেরই ন্যায় আমাদের জগন্নাথপুর উপজেলার বৃহত্তর চিলাউড়া গ্রামের সন্তান Md Arshad Ali Box,যিনি দুই যুগের ও বেশী সময় ধরে গান রচনা করে আসছেন। যে গানে সুদা মাটির গন্ধ মিশে থাকে,ভক্তিমুলক গান, জারি গান, দেশাত্মবোধক গান,গণসংগীত। যিনি একাধারে অজস্র গানের রচয়িতা।

তারমধ্যে, #শেষ নিশ্বাস হবে, যেদিন।প্রাণ পাখি বাসিবে বীণ। #আমি কি দিয়া রাখিবো তোমার মন,
আমার কাছে এমন ধন নাইরে,নাই কিছু দেয়ার মতো।

#তুমি যদি দাও তাড়াইয়ারে, বলো,আমি কোথায় যাই। আমার দুঃখ বলার এমন জায়গা নাই।

#অধরারে ধরতে ভজ, মুর্শিদের চরন।
মনরে করো তুমি আত্মসমর্পণ।।

#গাড়ির ভিতরে মানুষ কৌশলে আছে লোকাইয়া
দেখনা খঁজিয়া তারে দেখনা খুঁজিয়া।।

#গরীবের নাই মানকূলমান, গরীবের নাই সুবিচার
শোষকরা শোষণ করিয়া কেড়ে নিলো অধিকার।।

#গানের বাংলাদেশ আমার প্রানের বাংলাদেশ।
প্রিয়দেশে জন্ম আমার সবুজের নাই শেষ।

সহ অসংখ্য জনপ্রিয় গান। যেগুলোতে জীবনবোধের বাস্তব চিত্র মুন্সীয়ানি ভাবে তোলে ধরেছেন। তাঁর একটি গানের বই 'গীতিমাল্য ' প্রায় পনেরো বছর আগে সিলেটের সুনামধন্য গীতিকারদের সমন্বয়ে বের হয়েছিল।যাঁরা আমাদের সমাজে সাহিত্য ও সংস্কৃতিতে নীরবে অবদান রাখেন আমরা তাঁদের মূল্যায়ন করতে পারিনা। যা আমাদের জন্য অত্যন্ত পরিতাপের বিষয়।গুনীজনকে সম্মান না দিলে সে এলাকায় গুনীজনরা জন্মান না। আমাদের উচিৎ তাঁদের প্রাপ্য সম্মান
দেয়া।

আর্শাদ আলী বক্স চাচা'কে আন্তর্জাতিক বিশ্ব বাংলা সাহিত্য পরিষদে 'গীতিকবি' হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ'কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং চাচা'কে অভিনন্দন ও শুভকামনা ❤️
Copy By: Ruman Ahmed

19/07/2025

চিলাউড়া বাজারে এখন সবকিছু পাওয়া যায়। promotional ভিডিও

Address

Jagannathpur
3060

Telephone

+8801787117909

Website

https://www.chilaura.com/

Alerts

Be the first to know and let us send you an email when Chilaura News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chilaura News:

Share