19/05/2025
তোমার ছোট্ট স্বপ্নে যদি একটুকু আলো দরকার হয়-আমি পাশে আছি। স্টার চ্যালেঞ্জ আমার দায়িত্ব, কিন্তু ভালোবাসা সবার জন্য। আমি চাই, ছোট ছোট উদারতায় তুমি হাসো, ভালোবাসায় মন ভরে উঠুক। পাশে আছি, পাশে থাকবো... একসাথে পথ চলি।" #ভালোবাসারপাশে #ফেসবুকস্টার #আমি_পাশে_আছি