দৈনিক জগন্নাথপুর

দৈনিক জগন্নাথপুর সত্য নিরপেক্ষ সংবাদ প্রকাশে প্রতিশ্?

08/03/2025

সন্ধান দিলে ১০ হাজার টাকা পুরস্কৃত করা হবে,
গতকাল রাতে জগন্নাথপুর উপজেলার কেশব পুর কলেজ পাড়া থেকে এই গরুটি চুরি হয়েছে
সন্ধান পেলে যোগাযোগ করুন +880 1881-545997
বিঃদ্র যাদের বাড়িতে বা খামারে গরু আছে তাদের সবাইকে সচেতন ও নিরাপত্তা বাড়ানোর অনুরোধ করছি...
#গরু
#গরু_চুরি
#জগন্নাথপুর
#সিলেট

আলহামদুলিল্লাহ। হযরত আল্লামা ফুলতলী সাহেব ক্বিলাহ (রহ:) এবং এলাকার মুদেগানদের ঈসালে সাওয়াব উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তাল...
28/01/2025

আলহামদুলিল্লাহ।
হযরত আল্লামা ফুলতলী সাহেব ক্বিলাহ (রহ:) এবং এলাকার মুদেগানদের ঈসালে সাওয়াব উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া কেশবপুর ৩নং ওয়াড শাখার উদ্যােগে ইসলামী গজল সন্ধ্যা।
বাদ আছর হতে মধ্যরাত পর্যন্ত। এতে আপনাদের উপস্থিতি কামনা করি।

জগন্নাথপুরে লন্ডনিকন্যাকে প্রেমের ফাঁদে ভিডিও ধারণ/ পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তারসুনামগঞ্জের জগন্নাথপুরে এক লন্ডনিকন...
15/06/2024

জগন্নাথপুরে লন্ডনিকন্যাকে প্রেমের ফাঁদে ভিডিও ধারণ/ পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক লন্ডনিকন্যাকে প্রেমের ফাঁদে পেলে প্রতারণার অভিযোগে শাব্বির আহমদ (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার ওই ভুক্তভোগি লন্ডনিকন্যার চাচা বাদী হয়ে জগন্নাথপুর থানায় শিব্বির আহমদের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও অর্থ আত্মসাৎ আইনে মামলা দায়ের করেন। পরে অভিযুক্তকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত শিব্বির জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (দক্ষিণ পাড়া) এলাকার রহমত আলীর ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দেশের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে আসেন ইংল্যান্ডপ্রবাসী ওই তরুণি। অভিযুক্ত শিব্বির ওই তরুণির বাড়িতে পাইভেট গাড়ি চালকের কাজ করত। সেই সুবাদে ওই তরুণির সঙ্গে প্রেমের ফাঁদ পেতে সম্পর্ক গড়ে তোলেন ওই যুবক। কিছুদিন পর ওই তরুণি আবার ইংল্যান্ডে চলে গেলেও শিব্বিরের সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতেন। তখন কৌশলে ওই তরুণির ছবি ও ভিডিও ধারণ করেন শিব্বির। এরপর কিছু দিন যেতে না যেতে প্রকাশ পায় শিব্বিরের প্রতারণার আসল রূপ। এক পর্যায়ে সে ওই তরুণির কাছ থেকে ছবি আর ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে হাতিয়ে নেন মোটা অংকের টাকা।
মামলার বাদী ওই তরুণির চাচা বলেন, শিব্বির কৌশলে আমার ভাতিজির ছবি ও ভিডিও ধারণ করে দীর্ঘদিন ধরে তাঁকে ভয় দেখিয়ে বিভিন্ন মাধ্যমে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। গত শুক্রবার সে ফোনের মাধ্যমে আরো ৫ লাখ টাকা দাবি করলে আমার ভাতিজি বিষয়টি আমাদের জানায়। পরে আমরা আইনের আশ্রয় নেই।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) আমিনুল ইসলাম বলেন, ইংল্যান্ডপ্রবাসী ওই তরুণির চাচা মামলা দায়ের করায় শিব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘ দিন ধরে ওই তরুণির সঙ্গে প্রতারনা করে আসছিল। আজ শনিবার আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সাব্বিরের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও অর্থ আত্মসাৎ আইনে মামলা দায়ের করা হয় বলে ওসি জানান।
সুত্র জগন্নাথপুর২৪ডটকম

জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাম্প্রতিককালে চুরি যাওয়া গরুগুলো থেকে ৯ টি গরু উদ্ধার ও চোরচক্রের এক সদস্য কে গ্রেপ্তা...
10/02/2024

জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাম্প্রতিককালে চুরি যাওয়া গরুগুলো থেকে ৯ টি গরু উদ্ধার ও চোরচক্রের এক সদস্য কে গ্রেপ্তার করে আজ শুক্রবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায় গত ৩ ফেব্রুয়ারি উপজেলার মীরপুর ইউনিয়নের হাছানফাতেমাপুর গ্রামের নূর উদ্দিনের তিনটি গরু চুরি হয়। এবিষয়ে তিনি জগন্নাথপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নামে এবং সন্দেহ জনক উপজেলার উত্তর গড়গড়ি গ্রামের হিরন মিয়া নামে একজন কে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার গড়গড়ি গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে ৯টি চোরাই গরু উদ্ধার করা হয়।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া গরু গুলোর মধ্যে নুর উদ্দিনের দুটি গরু রয়েছে। এছাড়াও আরও ৭ টি চোরাই গরু পাওয়া যায়। গরুগুলো পুলিশ হেফাজতে রয়েছে। চোরচক্রের সদস্য কে জেল হাজতে পাঠানো হয়েছে।

12/12/2023

শান্তিগঞ্জ উপজেলায় দূরপাল্লার বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা অপর আরোহীও গুরুতরভাবে আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

গতকাল রোববার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় পাগলা-জগন্নাথপুর সড়কে সিচনী পয়েন্ট সংলগ্ন স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মো. এওর মিয়া (৩৩)।
তিনি দরগাপাশা (নোয়াগাঁও) গ্রামের আক্কাছ মিয়ার ছেলে ও এক কন্যা সন্তানের জনক। পেশায় তিনি একজন পশু চিকিৎসক ছিলেন। আহত আকিক মিয়া (২৮) আক্তাপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে ও পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী রূপসী বাংলা পরিবহণের দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৯৫৪২) ও ডাবরগামী মোটরসাইকেলটি (সুনামগঞ্জ-ল ১১-০৩৭৭) সিচনী পয়েন্টের কাছাকাছি এলে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দু’জন যাত্রীই গুরুতরভাবে আহত হলে তাদেরকে দ্রুত উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। রাত সাড়ে ১২টার দিকে এওর মিয়াকে মৃত ঘোষণা করেন ওসমানীর ডাক্তাররা। আকিক মিয়ার অবস্থাও খুবই আশঙ্কাজনক।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। আরেকজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।

18/10/2023

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ পেলেন সাকিব

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার নাম অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরি। স্বাগতিকদের বিপক্ষে এ ম্যাচের আগে স্ক্যান করাতে দ্বিতীয়বারের মতো সাকিবকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এরই মধ্যে আরও একটি দুঃসংবাদ পেলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। ব্যাটারদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে একধাপ অবনমন হয়েছে তার। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৪২-এ নেমে গেছেন এ অলরাউন্ডার। ৫৮১ রেটিং পয়েন্ট নিয়ে এই স্থানে আছেন তিনি।

বুধবার প্রকাশিত আইসিসি র‌্যাংকিংয়ে দেখা যায়, শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম (৮৩৬)।তার থেকে ১৮ রেটিং পয়েন্ট কম নিয়ে তালিকার দুইয়ে আছেন ভারতীয় ওপেনার শুভমান গিল (৮১৮)। একধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন টন ডি কক (৭৪২)।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময় রান নিতে গিয়ে থাই স্ট্রেইনে চোট পান সাকিব। পরবর্তীতে বোলিং ও ফিল্ডিং করলেও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়নি টাইগার অধিনায়ককে। সহকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সে সময় জানান, সাকিব তার চোটের স্ক্যান করাতে দ্রুত হাসপাতালে গিয়েছেন। রিপোর্ট আসার পর তার চোট কতটা গুরুতর তা নিশ্চিত হওয়া যাবে।

worldcup2023
#সাকিব_আল_হাসান
#স্পোর্টস
#ক্রিকেট

দোয়ারাবাজারে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোজাহিদুল (১৫) নামের এক কিশোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা ...
14/10/2023

দোয়ারাবাজারে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোজাহিদুল (১৫) নামের এক কিশোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। শুক্রবার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামের কাতার প্রবাসী সিরাজ মিয়ার বখাটে পুত্র মোজাহিদুল ইসলাম একই গ্রামের চার বছরের এক শিশুকে নির্জনে পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় সে শিশুটির বুকে মুখে এবং শরীরের বিভিন্ন অংশে কামড়ে দেয়। শিশুর চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম ও স্থানীয় মাতব্বররা এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়ার কথা বলে পুলিশের কাছ থেকে তাকে ছাড়িয়ে আনেন। ঘটনার চার দিনেও কোন সমাধান না হওয়ায় শিশুর আত্মীয় স্বজনরা শুক্রবার তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

শিশুর পরিবার জানিয়েছেন, ঘটনার দিন বখাটেকে ধরে পুলিশে সোপর্দ করা হলেও স্থানীয় মাতব্বরা সুষ্ঠু বিচার করে দেওয়ার আশ্বাস দিয়ে ছাড়িয়ে আনেন। কিন্তু এলাকায় এসে অজ্ঞাত কারণে মাতব্বররা নিরব হয়ে যায়। আজ সে এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করতে দেখলে তাকে ধরে পুলিশে সোপর্দ করি আমরা। স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বলেছেন, ঘটনা সত্য, গত বৃহস্পতিবার স্থানীয়ভাবে দেখে দেওয়ার কথা ছিল, কিন্তু ছেলের অভিভাবকরা না আসায় ওইদিন সমাধান হয়নি। এর জেরে শুক্রবার তাকে শিশুর অভিভাবকরা মারধর করেছে বলে শুনেছি।
জানতে চাইলে দোয়ারাবাজার থানার এসআই স¤্রাজ মিয়া বলেছেন, শুক্রবার সকালে মোজাহিদ নামের এক ছেলেকে মারধর করার ঘটনায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কাউকে আটক করা হয়নি।

ছাতকে ইভা খুনে জড়িত তার বড় ভাই, খণ্ডিত মাথা উদ্ধারছাতকে খুন হওয়া তৃতীয় শ্রেণির ছাত্রী ইভা বেগমের (৯) বিচ্ছিন্ন মাথা অবশে...
08/10/2023

ছাতকে ইভা খুনে জড়িত তার বড় ভাই, খণ্ডিত মাথা উদ্ধার
ছাতকে খুন হওয়া তৃতীয় শ্রেণির ছাত্রী ইভা বেগমের (৯) বিচ্ছিন্ন মাথা অবশেষে উদ্ধার করেছে পুলিশ। খুনের ঘটনার ৪৮ ঘণ্টা পর শুক্রবার রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুরশি গ্রামের লিটন মিয়ার ধানক্ষেত থেকে ইভার মাথাটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহতের বড় ভাই রবিউল হাসানের তথ্যের ভিত্তিতে খণ্ডিত মাথাটি উদ্ধার করা হয়। রবিউলকে ইভা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে। ইভা উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুরশি গ্রামের মুশাহিদ আলীর মেয়ে ও স্থানীয় কুরশি পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। ইভা হত্যার ঘটনায় তার বাবা গত বৃহস্পতিবার অজ্ঞাতদের বিরুদ্ধে ছাতক থানায় মামলা করেছিলেন।

গত ৪ অক্টোবর বিকেলে ইভা বাড়ির পাশে একটি দোকানে মোবাইল ফোন রিচার্জ করতে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল। সন্ধ্যার পর বাড়ির পাশে একটি ধানক্ষেতে মাথাবিহীন বিবস্ত্র অবস্থায় ইভার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ইভার লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২২ সালের ৪ অক্টোবর উপজেলার দোলারবাজার ইউনয়নের দক্ষিণ কুরশি এলাকার খালেদ নুর নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় ইভার মা ও বড় ভাই রবিউলকে আসামি করা হয়। সেই মামলায় রবিউলকে কারাগারেও যেতে হয়। সম্প্রতি রবিউল কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, ইভা হত্যাকাণ্ডে রবিউল ছাড়াও আরও কয়েকজন জড়িত। প্রতিক্ষকে ফাঁসাতেই রবিউলের সহযোগিতায় তারা ইভাকে খুন করতে পারে।

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক জানান, এই খুনে জড়িতদের গ্রেপ্তারের জোর চেষ্টা করছে পুলিশ। আশা করি শিগগির খুনিরা ধরা পড়বে।

Address

Jagannathpur
3060

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক জগন্নাথপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share