08/09/2025
পাঁচবিবিতে বিএনপির নেতা মঞ্জুরুল ইসলামের ইন্তেকাল
পাঁচবিবি নিউজ (জয়পুরহাট) স্টাফ রিপোটারঃ জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপির সিনিয়র যুগ্ন্ আহবায়ক মঞ্জুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনি রোগে ভুগছিলেন। বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা ৭ টায় শেষে নিংস্ব ত্যাগ করেন।
মৃত্যুর সময় তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল ১১ টায় রামতুনু সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাযার অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন,জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন,সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান,পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী,পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত হেলাল মন্ডল, বিএনপির যুগ্ন্ আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও আবু তাহের, পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আহসান হাবিব, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহাবুব আলম জামিল,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু,জেলা আইনজীবি ফোরামের সাংগঠনিক সম্পাদক এ্যাড: নাজমুল ইসলাম জনি,আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু,পৌর জিয়া পরিষদের সভাপতি ও সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আমিন, থানা ছাত্র দলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, যুব নেতা নয়ন প্রধান, যুবদল নেতা হাফিজুর রহমান রিপন আকন্দ,আনিছুর রহমান আনিস,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল,পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, উপজেলা কৃষক দলের আহবায়ক রাহিদ হোসেন,পৌর ছাত্র দলের সাবেক সভাপতি এমআই মিঠু,কুসুম্বা ইউনিয়ন বিএনপির নেতা ও ইউপি সদস্য শফিকুল আলম বাবু,বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন,বালিঘাটা ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুস সোবহান,সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রাশেদুল,আটাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলজার হোসেন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ হুমায়ুন কবির, যুগ্না আহবায়ক মঞ্জুর রাকিব, সদস্য সচিব মামুন দেওয়ান,পৌর কৃষকদলের আহবায়ক ফরহাদ হোসেন মিঠন,সদস্য সচিব ছানোয়ার হোসেন,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, সদস্য সচিব নাহিদ হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি,মহীপুর সরকারী কলেজ শাখা ছাত্র দলের সভাপতি ইমানুর,সাধারণ সম্পাদক সাকিব হোসেন ও ছাত্র দল নেতা এসএম তাহেরসহ অনেকে।
পাঁচবিবি নিউজ, এডমিন গ্রুপ।