পাঁচবিবি নিউজ

  • Home
  • পাঁচবিবি নিউজ

পাঁচবিবি নিউজ My portfolio link- http://surl.li/mbbxx
Proposals Link -
https://www.upwork.com/workwith/mdatikurr23
(1)

পাঁচবিবি নিউজ-এ আপনাকে সুস্বাগতম।

আমরা সত্যের পথে

আমরা জানতে চাই এবং জানাতে চাই।

ধন্যবাদ

https://youtu.be/ow9Dw-g2WSU?si=EP37V_fmoagVjc5L
21/09/2025

https://youtu.be/ow9Dw-g2WSU?si=EP37V_fmoagVjc5L

পাঁচবিবিতে বিএনপির নেতা আব্দুল গফুর মন্ডলের সহধর্মিনীর ইন্তেকাল" পাঁচবিবি নিউজ, (জয়পুরহাট) :জয়পুরহাটের পাঁচবি....

https://www.youtube.com/watch?v=pPdVQi50V3k
20/09/2025

https://www.youtube.com/watch?v=pPdVQi50V3k

পাঁচবিবিতে তিন দিনব্যাপি তৃতীয় বার্ষিক ডে-নাইট স্কাউট ক্যাম্পের উদ্বোধন ।পাঁচবিবি নিউজ, (জয়পুরহাট)ঃ জয়পুরহা.....

আপনি সালাত আদায় করার আগে জেনে নিন, কোন সালাতে কত রাকাত?
19/09/2025

আপনি সালাত আদায় করার আগে জেনে নিন, কোন সালাতে কত রাকাত?

19/09/2025

শিক্ষার্থীদের স্কুল ব্যাগ দিয়ে মোবাইল ছেড়ে পড়ালেখার উপদেশ দিলেন পাঁচবিবির ইউএনও।
আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, উচাই জেরকা এসসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মোবাইলে গেম খেলা ছেড়ে। ভালোভাবে পড়াশোনা করার উপদেশ দিলেন । এ সময় অভিভাবকদের প্রতিও দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা ছেলে-মেয়ে কখন কি করে সব সময়ের জন্য খেয়াল রাখবেন হবে।
প্রতিষ্ঠানের সভাপতি প্রভাষক মোঃ সামছুল হোদা মন্ডলের সভাপতিত্বে উপকরণ বিতরণ ও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, থানার এসআই মোঃ আসাদুজ্জামান আসাদ, আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু,পাঁচবিবি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আওরঙ্গজেব আকন্দ, প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আসাদুর রহমান তপন সহ শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাববৃন্দ। পরে ৬ষ্ঠ শ্রেণির শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

শিক্ষায় মোবাইলের বাধা বাড়ছে—শিক্ষার্থীরা স্কুল/টিউশনে মোবাইল ব্যবহার করে পড়ালেখার সময় ফোকাস হারাচ্ছেন. পাঁচবিবির UNO এই সমস্যার জন্য **5 টি সহজ উপদেশ** দিয়েছেন:
1. স্কুলে যাওয়ার আগে মোবাইলকে স্কুল ব্যাগের গভীরে রাখুন
2. পড়ালেখার সময় মোবাইলকে সাইলেন্ট/অফ করুন
3. টিচার/অভিভাবকের সাথে "মোবাইল ব্যাগ নিয়ম" নিয়মিত করুন
4. পড়ালেখার পর মাত্র নির্দিষ্ট সময় মোবাইল ব্যবহার করুন
5. বন্ধুদের সাথে "মোবাইল-মুক্ত পড়ালেখা" চ্যালেঞ্জ করুন

এই উপদেশগুলো অনুসরণ করে শিক্ষার্থীরা পড়ালেখায় বেশি ফোকাস করতে পারবেন, বিদ্যা শিখতে বেশি আনন্দ পাবেন.

#পাঁচবিবির UNO উপদেশ, #স্কুল ব্যাগে মোবাইল রাখুন, #পড়ালেখার জন্য মোবাইল ছেড়ে দিন, বাংলাদেশ, #শিক্ষার্থীর পড়ালেখা টিপস, #বাংলা শিক্ষা টিপস, #স্কুলে মোবাইল ব্যবহার নিষিদ্ধ, #পড়ালেখায় মোবাইল বাধা দূর করুন, 5 টিপস শিক্ষার্থীর জন্য, #শিক্ষার্থীর পড়ালেখা কৌশল, শিক্ষা প্রোগ্রাম, #স্কুল নিয়ম, #মোবাইল বাধা শিক্ষায়, #বাংলাদেশের শিক্ষা সমস্যা, #বাংলা শিক্ষা টিপস, বাংলাদেশ, #শিক্ষার্থীর পড়ালেখা টিপস, #স্কুল নিয়ম, #মোবাইল বাধা দূর করুন,

পাঁচবিবিতে চাঁদার দাবিতে কম্পিউটার ল্যাব অপারেটরের উপর হামলা চালিয়েছে ইউপি মেম্বার শফিকুলপাঁচবিবি নিউজ (জয়পুরহাট) স্টাফ ...
16/09/2025

পাঁচবিবিতে চাঁদার দাবিতে কম্পিউটার ল্যাব অপারেটরের উপর হামলা চালিয়েছে ইউপি মেম্বার শফিকুল

পাঁচবিবি নিউজ (জয়পুরহাট) স্টাফ রিপোটার: জয়পুরহাটের পাঁচবিবিতে কম্পিউটার ল্যাব অপারেটর ও সাংবাদিক সাইদার এর কাছে দুই লাখ টাকা চাঁদার দাবিতে অতর্কিত হামলা চালিয়েছে ধরঞ্জী ইউপি মেম্বার শফিকুল ইসলাম ও তার লোকজন।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়ে ঢুকে শফিকুল মেম্বার ও তার ছেলে রাকিবুল কম্পিউটার ল্যাব অপারেটর সাইদার ইসলামকে রড ও লাঠি দিয়ে এলোপাতারি মারধর করে। একপর্যায়ে তাকে টেনে হিঁচড়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে নিয়ে এসে আবারও মারধর করে চলে যায়। পরে বিদ্যালয়ের শিক্ষকরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করান। এঘটনায় পাঁচবিবি থানায় একটি এজাহার দায়ের করেছেন সাইদারের স্ত্রী সাবিহা সুলতানা।

এঘটনায় ২ নং আসামী শফিকুল মেম্বারের ছেলে রাকিবুল ইসলাম (২১) কে আটক করেছে পুলিশ। ১ নং আসামী শফিকুল মেম্বার পলাতক রয়েছে।

পাঁচবিবি থানায় মামলা সূত্রে জানা যায়, রতনপুর উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর হিসাবে চাকুরী করে সাইদার ইসলাম। শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরি করাকালে গত ১০ দিন পূর্ব ধরঞ্জী ইউপি মেম্বার শফিকুল ইসলাম কম্পিউটার ল্যাব অপারেটর সাইদার ইসলামের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। দুই লাখ টাকা চাঁদা না দিলে শফিকুল মেম্বার ওই শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী করিতে দিবে না মর্মে হুমকি প্রদান করে আসছিলেন। এরই প্রেক্ষিতে সোমবার ( ১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় রতনপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর রুমে প্রবেশ করে ইউপি সদস্য শফিকুল (৪২) ও তার ছেলে মোঃ রাকিবুল ইসলাম (২১) সহ অজ্ঞাতনামা ২-৩ জন হাতে বাঁশের লাঠি, লোহার রড দিয়ে হত্যার উদ্দ্যেশে অতর্কিত ভাবে সাইদার ইসলামের উপর হামলা চালায়। আসামীরা হামলা চালিয়ে যাওয়ার সময় বলেন, তার পরিবার ও তাকে রাতের আঁধারে মারপিট এবং প্রাণ নাশের হুমকি প্রদান করে।
এবিষয়ে রতনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে এলাহী মন্ডল বলেন, আমি ও আমার উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর সকাল ১০ টায় বিদ্যালয়ে উপস্থিত হই। সকাল সাড়ে ১০ টায় স্থানীয় ধরঞ্জী ইউপি মেম্বার শফিকুল ইসলাম বিদ্যালয়ে ঢুকে কম্পিউটার ল্যাব অপারেটর রুমে সাইদার ইসলামকে মারধর করে। পরে কম্পিউটার ল্যাব অপারেটর রুম থেকে টেনেহিচরে আমার অফিসে নিয়ে আসে। আমার অফিসে সাইদারকে নিয়ে এসে তার ছেলে ধরে রাখে এবং শফিকুল মেম্বার লাঠি দিয়ে মারপিট করে। একপর্যায়ে আমরা বাঁধা প্রদান করলে সাইদারকে গুরুতর আহত করে তারা চলে যায়। আমার অফিস স্টাফকে মারপিটের ঘটনায় আমরা প্রয়োজনী ব্যবস্থা গ্রহন ও শফিকুল ইসলামের শাস্তির দাবি জানাচ্ছি।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল ইসলাম বলেন, রতনপুর উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর সাইদার ইসলামকে মারধরের ঘটনায় থানায় এজাহার দায়ের করেছেন। এজাহার দায়ের করলে আমি এবং অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) তুহিন রেজা ঘটনাস্থল পরিদর্শন করি। মামলার ২ নং আসামী রাকিবুল ইসলামকে আটক করা হয়েছে। অভিযুক্ত শফিকুল মেম্বার পলাতক রয়েছে। এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঁচবিবি নিউজ, এডমিন গ্রুপ।

পাঁচবিবিতে রাতের আঁধারে দরিদ্র কৃষকের প্রায় সাড়ে চার শত লাউগাছ জমি থেকে উধাও পাঁচবিবি নিউজ (জয়পুরহাট) স্টাফ রিপোটারঃ জয়প...
13/09/2025

পাঁচবিবিতে রাতের আঁধারে দরিদ্র কৃষকের প্রায় সাড়ে চার শত লাউগাছ জমি থেকে উধাও

পাঁচবিবি নিউজ (জয়পুরহাট) স্টাফ রিপোটারঃ জয়পুরহাটের পাঁচবিবিতে দরিদ্র কৃষক সুশীল মালোর দুই বিঘা জমিতে চাষ করা প্রায় সাড়ে চার শত লাউ গাছ তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওই দরিদ্র কৃষক এখন দিশাহারা হয়ে পড়েছেন।

গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার দহৎপুর মৌজার পীরপাল ও পাথরঘাটা মাজারে দক্ষিণ পাশে তুলসীগঙ্গা নদীর উপরে এই ঘটনা ঘটে। ধার দেনা করে দুই বিঘা জমিতে লাউ চাষ করেন কৃষক সুশীল।

আজ শনিবার সকালে সরেজমিন ঘুরে জানা যায়, কৃষক সুশীল মালোর দুই বিঘা জমিতে লাউ ক্ষেতের সাড়ে ৪০০ গাছের প্রতিটি গাছ দেড় হাত করে গাছগুলো লম্বা হয়। ইতিমধ্যে ওই কৃষক মাচা দেওয়ার জন্য বাঁশ জমিতে নিয়ে যায়। কিন্ত বুধবার সকালে সাড়ারপাড়া গ্রামের এক কৃষক দেখেন সুশীলের জমি থেকে লাউ এর গাছ উধাও হয়ে গেছে। এমন দৃশ্য দেখে কৃষক সুশীলকে খবর দেন। খবর পেয়ে সুশীল জমিতে গিয়ে দেখেন তার জমিতে একটি লাউরের গাছ রেখে সবগুলো লাউরে গাছ তুলে নিয়ে যায় কে বা কাহারা।

এসময় কথা হয় সাড়ারপাড়া গ্রামের এক কৃষকের সাথে। তিনি বলেন, আমরা দুই জনে পাশাপাশি জমিতে লাউ চাষবাদ করি। আমি বুধবার সকালে আমার জমিতে এসে দেখতে পায় সুশীলের জমির সবগুলো লাউরে গাছ উধাও হয়ে গেছে। পরে আমি সুশীলকে খবর দিলে জমিতে এসে এমন দৃশ্য দেখে কান্নাকাটি করেন। পরে আমরা দুজনে আশেপাশে লাউরে গাছগুলো খোঁজাখুজি করি। কিন্ত কোথাও লাউরে গাছগুলো দেখতে পায় না। আমি সুশীলকে শান্তনা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। সমাজে চলতে গেলে মানুষের সঙ্গে মানুষের মনোমালিন্য হতে পারে। সেজন্য এভাবে জমির ফসল তুলে নিয়ে যাবে, তা মেনে নেওয়া যায় না। আমি সরকার ও কৃষি অধিদপ্তরের প্রতি আহবান জানাচ্ছি দরিদ্র কৃষক সুশীলের পাশে দাড়ানোর জন্য।

পীরপাল গ্রামের কৃষক সুশীল মালো বলেন, আমি গত বছর এক বিঘা জমিতে লাউ চাষাবাদ করে ছিলাম। এতে সব খরচ বাদ দিয়ে ৮০ হাজার টাকা লাভ হয়। তাই এবারে দুই বিঘা জমিতে লাউরে বীজ বপন করি। লাউরে গাছগুলো বেশ বড় হয়েছিল। ধার দেনা করে লাউ চাষ করে ছিলাম। লাউ বাজারে বিক্রি করে ধারের টাকা শোধ করবো বলে ভেবেছিলাম। এখন সব লাউ গাছ তুলে নিয়ে যাওয়ায় আমি কীভাবে ধার দেনা পরিশোধ করবো বুঝতেছি না। আমার সঙ্গে কারো শত্রুতা নেই। কারা এভাবে আমার মত অসহায়ের পেটে লাথি মারলো?। এবারে সবমিলে খরচ হয়েছিল প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা।

কুসুম্বা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শফিকুল আলম বাবু বলেন, সুশীল মোবাইল ফোনে জানিয়েছেন তার দুই বিঘা জমিতে লাগানো সবগুলো লাউরের গাছ কে বা কাহারা তুলে নিয়ে গেছে। বিষয়টি খুব দুঃখজনক।


পাঁচবিবি নিউজ, এডমিন গ্রুপ।

#কৃষক #লাউগাছ #দুরবৃত্ত #একটি #গাছ #রেখে #সবগুলি #গাছ #নিয়ে #যায়

পাঁচবিবিতে বিএনপির নেতা মঞ্জুরুল ইসলামের ইন্তেকাল পাঁচবিবি নিউজ (জয়পুরহাট) স্টাফ রিপোটারঃ জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপি...
08/09/2025

পাঁচবিবিতে বিএনপির নেতা মঞ্জুরুল ইসলামের ইন্তেকাল

পাঁচবিবি নিউজ (জয়পুরহাট) স্টাফ রিপোটারঃ জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপির সিনিয়র যুগ্ন্ আহবায়ক মঞ্জুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনি রোগে ভুগছিলেন। বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা ৭ টায় শেষে নিংস্ব ত্যাগ করেন।

মৃত্যুর সময় তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল ১১ টায় রামতুনু সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাযার অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন,জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন,সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান,পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী,পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত হেলাল মন্ডল, বিএনপির যুগ্ন্ আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও আবু তাহের, পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আহসান হাবিব, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহাবুব আলম জামিল,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু,জেলা আইনজীবি ফোরামের সাংগঠনিক সম্পাদক এ্যাড: নাজমুল ইসলাম জনি,আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু,পৌর জিয়া পরিষদের সভাপতি ও সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আমিন, থানা ছাত্র দলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, যুব নেতা নয়ন প্রধান, যুবদল নেতা হাফিজুর রহমান রিপন আকন্দ,আনিছুর রহমান আনিস,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল,পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, উপজেলা কৃষক দলের আহবায়ক রাহিদ হোসেন,পৌর ছাত্র দলের সাবেক সভাপতি এমআই মিঠু,কুসুম্বা ইউনিয়ন বিএনপির নেতা ও ইউপি সদস্য শফিকুল আলম বাবু,বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন,বালিঘাটা ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুস সোবহান,সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রাশেদুল,আটাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলজার হোসেন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ হুমায়ুন কবির, যুগ্না আহবায়ক মঞ্জুর রাকিব, সদস্য সচিব মামুন দেওয়ান,পৌর কৃষকদলের আহবায়ক ফরহাদ হোসেন মিঠন,সদস্য সচিব ছানোয়ার হোসেন,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, সদস্য সচিব নাহিদ হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি,মহীপুর সরকারী কলেজ শাখা ছাত্র দলের সভাপতি ইমানুর,সাধারণ সম্পাদক সাকিব হোসেন ও ছাত্র দল নেতা এসএম তাহেরসহ অনেকে।


পাঁচবিবি নিউজ, এডমিন গ্রুপ।

08/09/2025
পাঁচবিবিতে ছাত্রলীগ-যুবলীগের ককটেল বিস্ফোরণ ও সড়কে অগ্নিসংযোগ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের প্রতিহতের ডাক দিয়ে বিক্ষোভ মি...
07/09/2025

পাঁচবিবিতে ছাত্রলীগ-যুবলীগের ককটেল বিস্ফোরণ ও সড়কে অগ্নিসংযোগ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের প্রতিহতের ডাক দিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল

পাঁচবিবি নিউজ (জয়পুরহাট) স্টাফ রিপোটারঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে আওয়ামীলীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা “জয় বাংলা” স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ও সড়কে অগ্নিসংযোগ করে বিশৃঙ্খলার চেষ্টা চালিয়েছেন। শনিবার সন্ধ্যায় পৌর শহরের রাধাবাড়ি ২নম্বর রেলগেট থেকে সিনেমা হল সড়কে এ ঘটনা ঘটায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।
নিষিদ্ধ সংগঠনের নেতকর্মীদের প্রতিহতের ডাক দিয়ে শনিবার রাত ৮টায় ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা পৌর পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর স্টেশনের পূর্ব পাশে ভ্যান স্টান্ডে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামপিন্টুরপন্ন্ট সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, থানা ছাত্র দলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, যুব নেতা নয়ন প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ হুমায়ুন কবির, মহীপুর সরকারী কলেজ শাখা ছাত্র দলের সভাপতি ইমানুর।
বক্তারা প্রতিবাদ সমাবেশ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিষিদ্ধ সংগঠনের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তত আছে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

পাঁচবিবি নিউজ, এডমিন গ্রুপ।

পাঁচবিবি পৌর প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিতপুনরায় আহসান হাবিব সভাপতি, আমিনুল ইসলাম দুলাল সাধারণ সম্পাদক নিবাচিত পাঁচবিব...
06/09/2025

পাঁচবিবি পৌর প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত
পুনরায় আহসান হাবিব সভাপতি, আমিনুল ইসলাম দুলাল সাধারণ সম্পাদক নিবাচিত

পাঁচবিবি নিউজ (জয়পুরহাট) স্টাফ রিপোটার:
জয়পুরহাটের পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সাধারণ সভায় পুনরায় দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি প্রভাষক আহসান হাবিবকে সভাপতি, দৈনিক মুক্ত সকালের পাঁচবিবি প্রতিনিধি আমিনুল ইসলাম দুলালকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পাঁচবিবি স্টেশনের পূর্ব পাশে^ (বরগাহাটি) পৌর প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক আহসান হাবিবের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সভায় পূর্বের রেজুলেশন পঠন ও বাৎসরিক আয় ব্যয়ের হিসাব উপস্থাপন এবং অনুমোদন করা হয়। আলোচনা সভায় সর্ব সম্মতিক্রমে ২০২৫-২০২৮ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম টিটু, জনতার আলোর (অনলাইন), সহ-সভাপতি প্রভাষক শাহাদুল হোসেন শাহাদৎ, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক সকলের খবরের পাঁচবিবি প্রতিনিধি দপ্তর সম্পাদক সাইদার ইসলাম, দৈনিক প্রত্যাশা প্রতিদিনের পাঁচবিবি প্রতিনিধি অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাকিন হোসেন, দৈনিক সবুজ বাংলা পত্রিকার পাঁচবিবি প্রতিনিধি ও সাপ্তাহিক হিলিবার্তার স্টাফ রিপোর্টার, সদস্য মতিউর রহমান, আজকের খবরের পাঁচবিবি প্রতিনিধি ও পাঁচবিবি নিউজ এডমিন আতিকুর রহমান, কামরুল মতীন মিলন, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি আলী হাসান, জয়পুর কন্ঠর পাঁচবিবি প্রতিনিধি সাকিব ইসলাম, দৈনিক প্রভাতের আলোর পাঁচবিবি প্রতিনিধি এমদাদুল হক, আমার সুন্দর দেশের পাঁচবিবি প্রতিনিধি এনামুল হক সদস্য ও ঢাকামোড়২৪.কম এর পাঁচবিবি প্রতিনিধি মামুনুর রশিদ বাবু নিবাচিত হয়েছেন।

পাঁচবিবি নিউজ এডমিন গ্রুপ।

Address

Panchbibi

5910

Telephone

+8801713736645

Website

https://www.youtube.com/@educationalvideokid

Alerts

Be the first to know and let us send you an email when পাঁচবিবি নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পাঁচবিবি নিউজ:

  • Want your business to be the top-listed Media Company?

Share