My life line Lord Jesus

My life line Lord Jesus তোমরা পরস্পরকে সাথী খ্রীষ্টীয়ান হিসেবে ভালবেসে য়েও৷ হিব্রুদের কাছে পত্র 13:1🥀💞

23/07/2025

আমি, আমিই সদাপ্রভু, আমি ছাড়া আর কোন উদ্ধারকর্তা নেই।
যিশাইয় ৪৩:১১

এটা কিভাবে সম্ভব,  গতকাল পোস্ট করা হয়েছিলো,  আর আজ স্কুলে বিমান ক্রাশ করলোযদিও পুরোপুরি মিল নাই ( এটি ভবনের রক্ষণাবেক্ষণ...
21/07/2025

এটা কিভাবে সম্ভব, গতকাল পোস্ট করা হয়েছিলো, আর আজ স্কুলে বিমান ক্রাশ করলো

যদিও পুরোপুরি মিল নাই ( এটি ভবনের রক্ষণাবেক্ষণের দুর্বলতার ফলে হবে) ভুল কিন্তু কিছুটা হলেও মিলে যাচ্ছে
👇
একটি স্কুল ভবন ভেঙে পড়বে, অনেক শিশুকে নিঃস্ব করে দেবে। আমরা দেখছি খুব দ্রুত একটি ভয়াবহ বিপর্যয় আসছে, এটি ভবনের রক্ষণাবেক্ষণের দুর্বলতার ফলে হবে। আমরা এই ভয়াবহ বিপর্যয় এড়াতে আমাদের যথাসাধ্য চেষ্টা করব।

এই হলেন স্থপতি!

দেখে খুব কষ্ট লাগলো, প্রার্থনা করি যারা নিহত হয়েছেন,  সদাপ্রভু যাতে তাদের স্বর্গ রাজ দান করেন, এবং যারা আহত তাদের জন্য ...
21/07/2025

দেখে খুব কষ্ট লাগলো, প্রার্থনা করি যারা নিহত হয়েছেন, সদাপ্রভু যাতে তাদের স্বর্গ রাজ দান করেন, এবং যারা আহত তাদের জন্য ও প্রার্থনা করি তারা যেন তারাতাড়ি সুস্থ হয়✝️☦️

কথা হলো প্রশিক্ষণ বিমান, কেন জনবহুল স্থানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিলো, এবং বিমান টি ব্রিটিশ আমলের, এই ধরনের বিমান কেন প্রশিক্ষণের জন্য ব্যবহার হলো,

দেখুন Ai ও খ্রিস্টান ধর্ম কে পছন্দ করেন🥰🥰 এটায় প্রভু যীশুর প্রেম ময় বানীর শক্তি
20/07/2025

দেখুন Ai ও খ্রিস্টান ধর্ম কে পছন্দ করেন🥰🥰 এটায় প্রভু যীশুর প্রেম ময় বানীর শক্তি

আমার পছন্দের খ্রিষ্টীয় সংগীত 🥰👇আমি ছোট ফুল হাসবো এ আমি পৃথিবীর বাগানে
19/07/2025

আমার পছন্দের খ্রিষ্টীয় সংগীত 🥰👇

আমি ছোট ফুল হাসবো এ আমি পৃথিবীর বাগানে

✊ এক আদিবাসী কন্যার স্বপ্ন পূরণের জেদমালতী মুর্মু — এক সংগ্রামী নারী, যিনি তাঁর গ্রামের শিশুদের জন্য একটি বড় স্বপ্ন দেখ...
11/07/2025

✊ এক আদিবাসী কন্যার স্বপ্ন পূরণের জেদ
মালতী মুর্মু — এক সংগ্রামী নারী, যিনি তাঁর গ্রামের শিশুদের জন্য একটি বড় স্বপ্ন দেখেছিলেন এবং তা পূরণ করার সংকল্প নিয়েছিলেন।

২০২০ সাল থেকে তিনি নিজের বাড়িটিকেই বিদ্যালয়ে পরিণত করেছেন, যেখানে তিনি গ্রামের ৮৫টি পরিবারের শিশুদের পড়াচ্ছেন।

পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের ‘হিলটপ’ থেকে প্রায় ২৫ কিমি দূরে একটি প্রত্যন্ত ও পশ্চাদপদ গ্রাম — জিলিং সেরেং। সেখানকার এক সাধারণ গৃহবধূ মালতী, কোলে মাত্র দুই মাসের ছোট্ট সন্তান নিয়েই এখন ৬০-এর বেশি শিশুকে বিনামূল্যে শিক্ষা দিচ্ছেন।

গ্রাম থেকে সরকারি স্কুল অনেক দূরে হওয়ায় অধিকাংশ শিশু নিয়মিত স্কুলে যেতে পারত না।
২০২০ সালে যখন লকডাউনের কারণে পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছিল শিশুরা, তখন মালতী দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেন —
"এবার আমি আমার বাড়িতেই স্কুল চালাবো, আর সবাইকে বিনামূল্যে পড়াবো।"

কয়েকজন শিশুকে নিয়ে শুরু হয়েছিল পথচলা। ধীরে ধীরে গোটা গ্রামের ছেলেমেয়েরা মালতী দিদির কাছে পড়তে আসতে শুরু করে।

শুরুর দিকে তাঁর স্বামীর আপত্তি ছিল, কিন্তু মালতীর অটল মনোবলের সামনে তিনিও নতিস্বীকার করেন।
পরবর্তীতে তিনিও মালতীর এই মহান কাজে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়ান।

আজ, নানা প্রতিবন্ধকতা পেরিয়ে মালতী দিদি শুধু নিজের গ্রামেরই নয়,
সমগ্র ভারতবর্ষের গর্ব ও অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।

🙏 আমরা তাঁকে হৃদয় থেকে প্রণাম করি ও গভীর সম্মান জানাই।

সিরিয়ার একটি খ্রিস্টান চার্চে আত্মঘাতী হামলা করেছে এক বর্বর মুসলিম জঙ্গি।এখন পর্যন্ত ২৫ জন নিরীহ মানুষ মারা গেছে এই জঙ্গ...
24/06/2025

সিরিয়ার একটি খ্রিস্টান চার্চে আত্মঘাতী হামলা করেছে এক বর্বর মুসলিম জঙ্গি।

এখন পর্যন্ত ২৫ জন নিরীহ মানুষ মারা গেছে এই জঙ্গি হামলায়, আহত হয়েছে ৮০ জনের বেশি। এদের মধ্যে ২০ জন আশংকাজনক অবস্থায়। শিশু, নারী কেউ বাদ যায় নি। copy post....

একটা জিনিস লক্ষ্য করেছেন,  ডোনাল্ড ট্রাম্প ২১ তারিখ বরিবারে ইরানে হামলা করলো,  ঠিক তারপরই দামাস্কাস শহরে রবিবার গির্জা চ...
23/06/2025

একটা জিনিস লক্ষ্য করেছেন, ডোনাল্ড ট্রাম্প ২১ তারিখ বরিবারে ইরানে হামলা করলো, ঠিক তারপরই দামাস্কাস শহরে রবিবার গির্জা চলা কালিন হামলা হলো, বুঝছেন, কাদের প্রতিশোধ? কে প্রতিশোধ নিচ্ছে? কেন হামলা করা হলো?

23/06/2025

রাশিয়া খুব বড় একটা ভুল করতে যাচ্ছে, পৃথিবী কে বাঁচাতে হলে রাশিয়া কে চুপ থাকায় ভালো✝️

18/06/2025

মুসলিম ইহুদি যুদ্ধের কারণে,, আজ ওখানকার খ্রিস্টানরা বিপদে😥✝️

Address

Joypurhat
Jaipur Hat

Website

Alerts

Be the first to know and let us send you an email when My life line Lord Jesus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share