জয়পুরহাট টেলিভিশন

জয়পুরহাট টেলিভিশন জয়পুরহাট জেলার সব খবর সবার আগে
(1)

জয়পুরহাটে নবান্ন উৎসবে মাছের মেলাথরে থরে সাজানো রুই, কাতলা, চিতল, সিলভার কার্প, বিগ্রেড, বোয়ালসহ হরেক রকমের মাছ। সারি সা...
20/11/2022

জয়পুরহাটে নবান্ন উৎসবে মাছের মেলা
থরে থরে সাজানো রুই, কাতলা, চিতল, সিলভার কার্প, বিগ্রেড, বোয়ালসহ হরেক রকমের মাছ। সারি সারি দোকান। চলছে হাঁকডাক, দরদাম। এক কেজি থেকে শুরু করে ২০ কেজি ওজনের মাছ। লোকজনও উৎসাহ নিয়ে দেখছেন, কেউবা কিনছেন। আজ শুক্রবার (১৮ নভেম্বর) দিনব্যাপি জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে নবান্ন উৎসব ঘিরে মাছের মেলা বসেছে।
এই দিনটির জন্য পুরো বছর অপেক্ষায় থাকেন কালাই উপজেলাবাসী। পঞ্জিকা অনুসারে পহেলা অগ্রহায়ণে বসে এই মাছের মেলা। অগ্রহায়ণ মাসে কিছুটা ঠান্ডা হলেও মেলা জুড়ে ছিল ক্রেতা-বিক্রেতা আর কৌতূহলী মানুষের ঢল। মেলায় নদী, দীঘি ও পুকুরে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা দেশীয় প্রজাতির টাটকা মাছ কিনতে ক্রেতারা ও পাইকাররা ভিড় জমায়।
এই অগ্রহায়ণ মাসে মাঠ থেকে নতুন ফসল কৃষকদের ঘরে উঠলেই নবান্ন উৎসবের আয়োজন করেন উপজেলার সকল কৃষকেরা নবান্ন উৎসবে প্রতি বছর এখানে মাছের মেলা বসে। মেলায় অংশ নেয় উপজেলার মাত্রাই, হাতিয়র, মাদারপুর, হাটশর, হারুঞ্জ, পুনট, বেগুনগ্রাম, পাঁচগ্রামসহ ২৫ থেকে ৩০ গ্রামের মানুষ। এই উৎসবে প্রতি বাড়িতে মেয়ে জামাইসহ স্বজনদের আগে থেকে দাওয়াত দেয়া হয়। বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ মেলায় আসে।
#মাছেরমেলা #নবান্ন #জামাই #জয়পুরহাট

গুপিনাথপুর বাজারে মোবাইলের দোকান থেকে চুরির সময় জনতার হাতে আটক চোরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারা...
20/11/2022

গুপিনাথপুর বাজারে মোবাইলের দোকান থেকে চুরির সময় জনতার হাতে আটক চোরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস এম হাবিবুল হাসান।

পূর্ণ গোপিনাথপুর মোড়ে অবৈধ ভাবে হাট ইজারা ব্যতিত কাঁচামাল ক্রয় করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে গোডাউন বন্ধ কর...
20/11/2022

পূর্ণ গোপিনাথপুর মোড়ে অবৈধ ভাবে হাট ইজারা ব্যতিত কাঁচামাল ক্রয় করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে গোডাউন বন্ধ করে দিয়েছেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস এম হাবিবুল হাসান।

নিজের উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানগাড়িকে প্রিয় দল আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন যশোরের ছাতিয়ানতলা বাজারের ইলিয়াস ...
20/11/2022

নিজের উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানগাড়িকে প্রিয় দল আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন যশোরের ছাতিয়ানতলা বাজারের ইলিয়াস হোসেন। ছবি: তপু রায়হান।

ফিফা ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি কাতার বনাম ইকুয়েডর
20/11/2022

ফিফা ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি কাতার বনাম ইকুয়েডর

জয়পুরহাটের রাজনীতি নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শেষের পাতায় শামীম কাদিরের প্রতিবেদন।
20/11/2022

জয়পুরহাটের রাজনীতি নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শেষের পাতায় শামীম কাদিরের প্রতিবেদন।

জয়পুরহাটের  হিচমী বাইপাস সড়কে  নিয়ন্ত্রণ হারিয়ে গাছের  সঙ্গে ধাক্কা লেগে রবিউল ইসলাম  (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত...
20/11/2022

জয়পুরহাটের হিচমী বাইপাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রবিউল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু।
সুত্র: Joypurhat Times 24

পাঁচবিবিতে অগ্নিনির্বাপন প্রর্দশনীহঠাৎ করে ঘটে যাওয়া দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে প্রাথমিক করণীয় সর্ম্পকে সাধারন জনগণের...
23/08/2022

পাঁচবিবিতে অগ্নিনির্বাপন প্রর্দশনী

হঠাৎ করে ঘটে যাওয়া দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে প্রাথমিক করণীয় সর্ম্পকে সাধারন জনগণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশিক্ষন কর্মসুচীর আয়োজন করেন জয়পুরহাটের পাঁচবিবি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মিরা।

গত সোমবার সকাল ১১’টায় উপজেলার বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও এলাকাবাসীদের অংশগ্রহনে সিলিন্ডারের আগুন নিভানোর প্রাথমিক উপায় সম্পর্কে প্রশিক্ষন দেওয়া হয়।
এর আগে বিদ্যালয়ের হলরুমে শিক্ষক/শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন রকম দূর্ঘটনা থেকে রক্ষা পেতে প্রাথমিক করণীয় সম্পর্কে বিষদ আলোচনা করেন পাঁচবিবি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ রতন হোসেন। এসময় সিলিন্ডারের অগ্নির্নিবাপন প্রর্দশনী প্রর্দশন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার কর্মিরা।

ক্ষেতলালে বাথরুমে গাঁজা চাষ, গাছসহ গাঁজাচাষী গ্রেফতার..!আজ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল থানার এসআই মাসু...
23/08/2022

ক্ষেতলালে বাথরুমে গাঁজা চাষ, গাছসহ গাঁজাচাষী গ্রেফতার..!
আজ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল থানার এসআই মাসুদ রানা, এএসআই দুলাল, কং রাকিবুল ইসলাম, মতিন ও হাসান মাহমুদের অভিযানে ক্ষেতলাল উপজেলার কুসুম শহর বাড়ির বাথরুম থেকে ৭৫০ গ্রাম ওজনের ৫'.৬ ইঞ্চি লম্বা একটি গাঁজা গাছসহ মাসুদ রানা (৩১) গ্রেফতার।
গ্রেফতারকৃত মাসুদ রানা উপজেলার কুসুম শহর গ্রামের ইসমাইল মন্ডল এর ছেলে।
তিনি প্রকৃত গাঁজা ব্যবসায়ী কিনা এই বিষয়ে খতিয়ে দেখা হবে ক্ষেতলাল থানার এসআই মাসুদ রানা বলেন আমরা জানতে পারি যে সে গাঁজা চাষ করে তবে এই গাড়িটি চাষ করে না তার দীর্ঘ মেয়াদি গাঁজা চাষের কোন প্ল্যান রয়েছে কিনা এ বিষয়ে খতিয়ে দেখা হবে

সাংবাদিক মাজেদের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন“কৃষ্ণপক্ষ ঢেকে ফেলেছে তোমাকে” শিরোনামে এখন টিভির সাংবাদিক মাজেদ রহমানের দ্বি...
23/08/2022

সাংবাদিক মাজেদের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
“কৃষ্ণপক্ষ ঢেকে ফেলেছে তোমাকে” শিরোনামে এখন টিভির সাংবাদিক মাজেদ রহমানের দ্বিতীয় কাব্য গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে বগুড়ায়। সোমবার দুপুরে বগুড়াস্থ জয়পুরহাট কল্যাণ সমিতি আয়োজিত জেলা শহরের রোচাস রেস্টুরেন্ট হল রুমে বইটির মোড়ক উন্মোচন করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, বিশিষ্ট কবি বজলুর করিম বাহার, কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, ভারতের কবি এবং সমাজসেবক বিশ^নাথ লাহা ও সুরজ দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়াস্থ জয়পুরহাট কল্যাণ সমিতির সভাপতি আহসানুজ্জামান চৌধুরী সুইন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়ার সিনিয়র সাংবাদিক জিয়া শাহীন, জয়পুরহাট সাহিত্য আকাশ এর সভাপতি কবি আহম্মেদ মকবুল মুকুল, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, কবি আবেদা সুলতানা কুইন, কুঁড়ি সম্পাদক আব্দুল খালেক, নূরুল ইসলাম রাঙ্গা, কবি মনসুর রহমান বাবু, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব কবি রবিউল ইসলাম সোহেল, সাংবাদিক আব্দুর রহিম বগড়া প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার দপ্তর সম্পাদক ও সাংবাদিক এইচ আলিম। অনুষ্ঠানে ভারতীয় কবি সুরজ দাস অতিথিদের ভারতীয় উত্তরীয় পড়িয়ে দেন।

 #জয়পুরহাটে থানা চত্বরে নষ্ট হচ্ছে ১২ হাজার যানবাহনজয়পুরহাটের পাঁচটি থানা চত্বরে খোলা আকাশের নিচে পড়ে থাকা যানবাহনের মধ্...
20/08/2022

#জয়পুরহাটে থানা চত্বরে নষ্ট হচ্ছে ১২ হাজার যানবাহন
জয়পুরহাটের পাঁচটি থানা চত্বরে খোলা আকাশের নিচে পড়ে থাকা যানবাহনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মোটরসাইকেল। এছাড়াও রয়েছে প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রাক, পিকআপসহ নানা ধরনের যানবাহন। সব মিলিয়ে যার সংখ্যা প্রায় ১২ হাজার। বছরের পর বছর অযত্ন ও রোদ-বৃষ্টিতে পড়ে থাকায় এসব যানবাহনের অনেকাংশই অকেজো হয়ে গেছে।
যানবাহনের কোনোটি রেজিস্ট্রেশন বিহীন আবার কোনোটি মামলায় আটক করা। আদালতের নির্দেশ না পাওয়ায় এসব মোটরসাইকেল একদিকে যেমন নিলামে বিক্রি করা যাচ্ছে না, অন্যদিকে সরকারও বঞ্চিত হচ্ছে কোটি টাকা রাজস্ব থেকে।
আইনগত প্রক্রিয়া শেষ না হওয়ায় বছরের পর বছর জয়পুরহাট সদর থানা, পাঁচবিবি, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরে পুলিশি হেফাজতে পড়ে থাকছে এসব যান। অযত্নে নষ্ট হতে হতে এক সময় উপযোগিতা হারাচ্ছে।
থানা সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে বৈধ কাগজপত্র না থাকায়, মাদক বহনের কারণে কিংবা দুর্ঘটনার দায়ে এসব যানবাহন জব্দ করা হয়। বর্তমানে এসব যানবাহনের চেহারা বিবর্ণ রূপ ধারণ করেছে। জব্দ করা এসব যানবাহন আলামত হিসেবে থানায় সুষ্ঠুভাবে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় পুলিশও এসব জব্দ আলামত নিয়ে বেকায়দায় রয়েছে।
জয়পুরহাটের সবকটি থানা ঘুরে দেখা গেছে, বিভিন্ন সময়ে জব্দ করা মোটরসাইকেল থানা ক্যাম্পাসের বেশিরভাগ জায়গা দখল করে রেখেছে। এসব মোটরসাইকেল রাখায় থানার ভেতরের জায়গা সঙ্কুচিত হচ্ছে। মোটরসাইকেলগুলো রাখার কোনো ছাউনি না থাকায় খোলা আকাশের নিচে রোদে-বৃষ্টিতে দীর্ঘদিন পড়ে থেকে মরিচা ধরে জরাজীর্ণ ও বিবর্ণ হয়ে গেছে। কোনো কোনোটি পরিণত হয়েছে ভাঙারিতে।
এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, মোটরসাইকেলগুলোর অনেক মালিকের প্রকৃত কাগজপত্র নেই। এছাড়া কোনো কোনো গাড়ির তুলনায় রেজিস্ট্রেশন কিংবা মামলার খরচ বেশি পড়ায় তারা আদালতে মামলা পরিচালনায় অনীহা প্রকাশ করেন।
এছাড়াও বিভিন্ন সময় পুলিশের হাতে আটক যানবাহনগুলোর প্রকৃত জিম্মাদার মুখ্য বিচারিক হাকিম আদালত। সেখানে পর্যাপ্ত স্থান সংকুলান না হওয়ায় এসব যানবাহন থানা চত্বরে রাখা হয়েছে। যেসব থানার মালামাল কম সেসব থানা থেকে যানবাহনগুলো সংশ্লিষ্ট আদালতের আলামতখানায় স্থানান্তর করা শুরু হয়েছে। আদালত চত্বরে ধারণক্ষমতার অভাবে এ মালামাল স্থানান্তর সম্ভব হয়নি, কয়েকটি থানা চত্বরেও ঠাসাঠাসি করে রাখা।
জয়পুরহাট জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক নন্দলাল পার্শী জানান, কোটি কোটি টাকার মালামাল এভাবে রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে। যেন দেখার কেউই নাই। একদিকে মালিকানাধীন ও অন্যদিকে রাষ্ট্রের সম্পদ। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করছি।
এভাবে আলামত জমতে থাকা প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্র নাথ মন্ডল বলেন, মামলার বাদী ও সাক্ষী উভয়ই পুলিশ। তাদের বদলিজনিত কারণে অনেক ক্ষেত্রেই সাক্ষী দিতে তারা আসেন না অথবা এ নিয়েও মামলার দীর্ঘ সময় লাগছে। এছাড়া বিচারক সংকটের কারণেও মামলা নিষ্পত্তি হওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা রয়েছে। ফলে এসব যানবাহন নিলামে বিক্রি করা অথবা প্রকৃত মালিককে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না।
জয়পুরহাট পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঁঞা বলেন, জেলায় বিভিন্ন সময় আটক মোটরসাইকেল, প্রাইভেটকার, ভটভটি, রিকশা-ভ্যান, পিকআপ, ট্রাকসহ প্রায় ১২ হাজার যানবাহন আলামত হিসেবে রয়েছে। এসব যানবাহন সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা থানা বা আদালতে নেই। তবে মোটরযানগুলোর গুণগত মান ঠিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, এসব মামলা দ্রুত নিষ্পত্তি করা গেলে একদিকে যেমন মালিকরা তাদের যানবাহন ফেরত পাবেন, অন্যদিকে মালিকবিহীন যানগুলো নিলামে বিক্রি করে বিপুল রাজস্ব রাষ্ট্রীয় কোষাগারে জমা হতে পারে।

পাঁচবিবিতে মুখে গামছা পেঁচিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগবাড়ির পাশে দোকান থেকে খাবার জিনিস আনতে গিয়ে প্রতিবেশী চাচার দ্বারা ধর...
20/08/2022

পাঁচবিবিতে মুখে গামছা পেঁচিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ
বাড়ির পাশে দোকান থেকে খাবার জিনিস আনতে গিয়ে প্রতিবেশী চাচার দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন ৫ বছরের এক কন্যা শিশু। বিষয়টি জানতে পেরে রক্তাত্ব অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন শিশুটির পরিবার। এদিকে ঘটনার পর থেকে বখাটে প্রতিবেশী চাচা পলাতক আছে। শনিবার বেলা ১১ টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউপির ঘোড়াপা গ্রামে এই ঘটনা ঘটে।
শিশুটির পরিবার ও পুলিশ জানায়, সকালের দিকে শিশুটি তাঁর বাড়ির পাশে প্রতিবেশী গাফফারের দোকানে খাবার জিনিস কেনার জন্য যায়। এসময় গাফফার ও তাঁর স্ত্রী বাড়ীতে কেউ ছিলনা। এই সুযোগে গাফফারের বখাটে ছেলে রবিউল (১৮) শিশুটিকে ফুঁসলিয়ে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে শিশুটির মুখে গামছা পেঁচিয়ে ধর্ষণ করে। শিশুটি রক্তাত্ব অবস্থায় বাড়ী ফিরে বিষয়টি তাঁর মাকে জানায়। শিশুটির অবস্থা আশঙ্কজনক দেখে প্রথমে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে, সেখান থেকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল এবং সবশেষ বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসাপাতালে রেফার্ড করেছেন চিকিৎসকরা। এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হলে বখাটে পালিয়ে যায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। বখাটে রবিউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Address

Joypurhat Sadar
Jaipur Hat
5900

Alerts

Be the first to know and let us send you an email when জয়পুরহাট টেলিভিশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জয়পুরহাট টেলিভিশন:

Share

Category