Dewan Masum Parvej

Dewan Masum Parvej সামর্থ্য অনুযায়ী সাহায্যে করি। সাহায্য কারীদের ভালোবাসি। প্রাকৃতিক প্রেমিক ঘুরতে পছন্দ করি।
(12)

24/05/2024

পাওয়া না পাওয়ার সব হিসাব চুকিয়ে চলে যেতে হবে এই কোলাহল ছেড়ে। রবের দুনিয়া রবে ঠিক আগের মতোই। থাকবোনা শুধু আমি, আপনি আর আমাদের কর্মব্যস্ততা।

জেলখানায় একজন বৃদ্ধকে স্তন্যপান করানো তরুণীর এই চিত্রকর্মটি ৩ কোটি ইউরোতে বিক্রি হয়েছে। পেইন্টিং বিকৃত দেখতে হতে পারে ...
13/11/2023

জেলখানায় একজন বৃদ্ধকে স্তন্যপান করানো তরুণীর এই চিত্রকর্মটি ৩ কোটি ইউরোতে বিক্রি হয়েছে। পেইন্টিং বিকৃত দেখতে হতে পারে কিন্তু পিছনে গল্প ঐতিহাসিক রেকর্ড থেকে.

ফ্রান্সে লুই চতুর্দশের শাসনামলে একটি রুটি চুরি করার জন্য দরিদ্র লোকটিকে "অনাহারে মৃত্যু" দেওয়া হয়েছিল। মহিলাটি ছিল তার একমাত্র কন্যা এবং তার সেলের একমাত্র দর্শনার্থী। তাকে প্রতিদিন তার সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু এমনভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়েছিল যে কোনও খাবার ভিতরে নেওয়া হয়নি।

যখন 4 মাস পরেও লোকটি ওজন হ্রাস না করে বেঁচে ছিল, তখন কর্তৃপক্ষ বিভ্রান্ত হয়ে পড়ে এবং সেলে তার উপর গুপ্তচরবৃত্তি শুরু করে এবং তাদের সম্পূর্ণ বিস্ময়ের সাথে দেখা যায় যে সে তার বাবাকে তার শিশুর দুধের সম্পূর্ণ ভাগ করে বুকের দুধ খাওয়াচ্ছে। বিচারকরা তখন তার বাবার প্রতি মহিলার মমতা ও ভালবাসা উপলব্ধি করে, বাবাকে ক্ষমা করে এবং তাকে মুক্তি দেয়।

ইতিহাসের এই অংশটি ফোকাসে নিয়ে আসে যে আমাদের দৈনন্দিন জীবনে একজন মহিলার সহানুভূতি কতটা গভীর যা পুরুষরা প্রায়শই উপেক্ষা করে।

05/11/2023

জন্ম এবং মৃত্যু এ দুটো জিনিস হল পৃথিবীর সব প্রাণীর জীবনে একটা universal truth. জন্মিলে মরিতে হবে এটাই বিধির নিয়ম। কিন্তু মানুষ মাঝে মাঝে কল্পনা করে ইস আমার যদি মৃত্যুই না হত!!! আমি যদি অমর থাকতাম!!!কারণ মৃত্যুকে সবাই ভয় পায়। কিন্তু অমর হওয়া কী আসলেই এত সোজা??????? আর অমর হলেও কতদিনই বা অমর থাকতে ভালো লাগবে?????
ভালো লাগলে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন। সময় কাটানোর ভালো মাধ্যম আপনার জন্য ভালো কিছু লেখা আর আপনাদের মূল্যবান কমেন্ট থেকে কিছু জানা।
ধন্যবাদ সবাইকে

05/11/2023

গত নভেম্বরে যারা ছিলো তারা এখন নেই, এখন যারা আছে তারাও এক সময় থাকবে না! It's fact.❤️
এটাই বাস্তব

31/10/2023

মোনাজাতে চাওয়া সকলের দোয়া কবুল হোক, নীরবে কাঁ"দা প্রতিটা অন্তরে 'আল্লাহ' প্রশান্তি দান করুন!'
আমিন!

অক্টোবরের বিষন্ন সন্ধ্যার বাতাসটা মনে করিয়ে দেয় এক জীবনে সব কিছু পেতে হয় না।
30/10/2023

অক্টোবরের বিষন্ন সন্ধ্যার বাতাসটা মনে করিয়ে দেয়
এক জীবনে সব কিছু পেতে হয় না।

ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় ডক্টরেট উপাধি দিয়েছিল, রাহুল দ্রাবিড় সেটা ফিরিয়ে দিয়েছেন।শুধু ...
15/10/2023

ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় ডক্টরেট উপাধি দিয়েছিল, রাহুল দ্রাবিড় সেটা ফিরিয়ে দিয়েছেন।
শুধু ফিরিয়ে দিয়েছেন তা নয়, তার সাথে চমৎকার একটি বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন- আমার স্ত্রী ডাক্তার, সে এই ডাক্তার ডিগ্রীর উপাধি পেতে অসংখ্য বিনিদ্র রজনী ও দিবস কাটিয়েছে। আমার মা স্থাপত্য বিভাগের অধ্যাপক, তিনি এই ডিগ্রীর জন্য দীর্ঘ পঞ্চাশ বছর অপেক্ষা করেছেন, অধ্যবসায় করেছেন। ক্রিকেট খেলতে অনেক পরিশ্রম করেছি ঠিক, কিন্তু সেই পরিমাণ পড়াশুনা আমি করিনি, কাজেই এই ডিগ্রী আমি নেই কীভাবে?
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড দলের প্রত্যেক খেলোয়াড়কে ৩০ লাখ এবং কোচিং স্টাফদের ২০ লাখ রুপি করে পুরস্কার দেওয়ার ঘোষণা করে। প্রধান কোচ দ্রাবিড় হওয়ার দ্রাবিড়কে ৫০ লাখ রুপি দেওয়ার ঘোষণা করা হয়। বিষয়টি দ্রাবিড়ের কাছে বৈষম্যের মনে হয়। তার মতে, দলকে জেতাতে দলের অন্যান্য কোচিং স্টাফরাও সমান ভূমিকা রেখেছে। তবে এই বৈষম্য কেন? পরে তার অনুরোধে দ্রাবিড়সহ দলের অন্যান্য কোচিং স্টাফদের সবাইকে ২৫ লাখ রুপি অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

💙"মানুষ তো সবার ঘরে জন্মায় ,
কিন্ত মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না |"💙
( মানুষের ধর্ম ) কবিগুরু

লেখা ও ছবি সংগৃহীত।
#শিক্ষা_ও_তথ্য_কেন্দ্র।

নিঃসন্দেহে বলতে হবে জায়গাটা সুন্দর।
09/10/2023

নিঃসন্দেহে বলতে হবে জায়গাটা সুন্দর।

05/10/2023

রাতে বৃষ্টি আসলে আমার সবচেয়ে যে বিষয়টা নিয়ে খারাপ লাগে,রাস্তায় খোলা আকাশের নিচে ঘুমানো মানুষগুলো কোথায় ঘুমাবে?🙂

"আমি ছিলাম আমি আছি আমি থাকবো অনন্তকাল এই সৃষ্টি জুড়ে"
04/10/2023

"আমি ছিলাম আমি আছি আমি থাকবো
অনন্তকাল এই সৃষ্টি জুড়ে"

জীবনে তিক্ত বাস্তবতায় পিঠ ঠেকে গেছে। মাঝে মাঝে মনে হয় মৃত্যুই ভালো মরে যাই। আবার নিজের মনকে জিজ্ঞেস করি একা একা ভাবি না ...
03/10/2023

জীবনে তিক্ত বাস্তবতায় পিঠ ঠেকে গেছে।

মাঝে মাঝে মনে হয় মৃত্যুই ভালো মরে যাই। আবার নিজের মনকে জিজ্ঞেস করি একা একা ভাবি না মৃত্যুই কি সব কিছুর সমাধান ?
মনকে বুঝাই
না বাঁচতে হবে
মানুষ অপরাধ করে অন্যায় করে
ভুল পথে যায় পরিবারের জন্য কিছু করতে পারে না তার জন্য ডিপ্রেশন চলে আসে এগুলো হতেই পারে এটাই স্বাভাবিক তার মানে এই নয় যে মৃত্যুর পথ বেছে নিতে হবে ।
আর ভুল কেউ ইচ্ছেকৃত করে পরিকল্পনা করে। আবার কারোটা অনিচ্ছাকৃত হয়ে যায়। আমার ভুলটা টা বরাবরই একটা এক্সিডেন্ট আমার দুর্ভাগ্য। হতাশ হয়ে অনেক ভাবনাই আসে মনে।
আমি মরে গেলে কি সব ঠিক হয়ে যাবে ? না কখনোই না।
তাহলে আমাকে আগে বুঝতে হবে জীবন মানে কি জীবন মানে কখনো কষ্ট কখনো সুখ কখনো হাসি কখনো কান্না এভাবেই সারা জীবন কাটাতে হবে এটা বোঝার প্রয়োজন। আর আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন রিজিকের মালিক ও আল্লাহ
আল্লাহ্ বলেছেন ধৈর্য ধরতে, ধৈর্য ধরতে হবে।
আল্লাহ্ ধৈর্য ধরার তাওফীক দান কর। এবং ভুল পথ থেকে দূরে রাখো।

03/10/2023

হে খোদা! যে মেয়েরা এখনো কাশফুলের সাথে ছবি তোলে নি,তাদের স্মৃতি বাড়াইয়া দিও, চোখের নিচে কালো দাগ কমায়ে দিও, শপিং করার জন্য হাতভর্তি টাকা দিও, আমার মতো একটা ভালো জামাই দিও।

Address

Char Rajibpur/Rowmari Road, Https://maps. App. Goo. Gl/6TazrAbhfCuPUbDx 9
Jamalpur Chak

Alerts

Be the first to know and let us send you an email when Dewan Masum Parvej posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dewan Masum Parvej:

Share