
09/10/2024
মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশ টিমে আমার পছন্দের খেলোয়াড় দের মধ্যে অন্যতম।এটার কারন তা চরিত্র,ব্যক্তিত্ব।ক্যারিয়ার তেমন কোনো বিতর্ক নেই।মিডিয়া এড়িয়ে চলেন,নিজের খেলাটুক খেলে যান নিজ মনে।দল হারলে চোখ দিয়ে পানি বের হয়,দল জিতলে মুখে হাসি ফুটে।
বাংলাদেশ দল এখন পর্যন্ত ১৭৭টি টি-টোয়েন্টি খেলেছে।যার মধ্যে ১৩৯ টি ম্যাচে খেলেছেন মাহমুদুল্লাহ, যা দেশের হয়ে সর্বোচ্চ। 👏২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মাহমুদউল্লাহর। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮।