অশ্রু

অশ্রু আমার লেখার মাধ্যমে আমাকে বিচার করবেন না। আমি ছোট্ট মানুষ, আমার ভূল হবেই! আমাকে ক্ষমা করবেন.....🖤

01/08/2025

পশুপ্রেমির কান্না😔

11/07/2025

মানবতা আজ লজ্জিত! এ অ*স*ভ্য কু*লা*ঙ্গারদের দুনিয়াতে যে শাস্তি দেওয়া হোক না কেন , তাও কম পড়বে।

হত্যাকারীর শাস্তি হোক মৃত্যুদন্ড✊

কোন একদিন-এইসব অপেক্ষার রাত ফুরাবে।ভোরের নরম আলোয় ঘুম ভেঙ্গে চোখ মেলে দেখবেন আমি কোথাও নাই ....এখানে ওখানে পড়ে থাকবে ছড়া...
07/07/2025

কোন একদিন-
এইসব অপেক্ষার রাত ফুরাবে।
ভোরের নরম আলোয় ঘুম ভেঙ্গে চোখ মেলে
দেখবেন আমি কোথাও নাই ....

এখানে ওখানে পড়ে থাকবে ছড়ানো স্মৃতি
মাথার পরে একলা আকাশ,
পাখিদের উড়ে যাওয়া,
দূরে কোথাও চেনা গানের কলি বাজতে দেখে
আমাকে আপনার মনে পড়বে।
মনে পড়বে, কেউ একজন ছিল
যে আকাশ ভালোবাসতো ,
যে ঝরে যাওয়া পাখির পালকের কথা বলতো,
বলতো প্রিয় কোন গান শুনে কেঁদে ফেলার কথা ।
এবং
অদ্ভুত হলেও সত্যি !
সেদিন আপনার এমন চেনাজানা আকাশ,
কোথাও একটা পাখি,
পড়ে থাকা পালক দেখে
কিংবা বাজতে থাকা চেনা গানের সুর শুনে ভীষণ রকম কান্না পাবে............

অসময়ে দ্বি-প্রহর! সমস্ত নিঝুম রাত ক্লান্ততায় ,ভোরের আলোর সাথে নিভু চোখে তোমায় পেলেও যত্নে রাখি । তুমি থাকো বিষাক্ত ধোয়ায়...
07/07/2025

অসময়ে দ্বি-প্রহর!

সমস্ত নিঝুম রাত ক্লান্ততায় ,ভোরের আলোর সাথে নিভু চোখে তোমায় পেলেও যত্নে রাখি । তুমি থাকো বিষাক্ত ধোয়ায় ঝাজড়া হওয়া বুক আর দাগ হয়ে যাওয়া কালো চোখে আজন্ম ।
আচ্ছা !
রোজ সকালে উঠেই তোমার কি আজ ও মন খারাপ লাগে? আমাকে দেখতে না পাওয়ায় জ্বর কিংবা মাইগ্রেন ছুঁয়ে দেয় তোমায়? নাকি আসে এক বুক আফসোস...
আর অন্যদিকে আমি ,
ঘুম ভেঙ্গে গিয়ে চোখের পাতায় তোমায় না পেয়ে কত রাত ঘুমাই না ,গাঁ দখল করে নিয়েছে প্রচন্ড জ্বর ।
তবুও
জমিয়ে রাখা রাত জাগা গল্পগুলো তোমায় বলা হয় না ,

ছুঁয়ে সমুদ্দুরের ঢেউ আর নীল আসমানি জল
আবার ভাবি পাহাড় গিয়ে , মেঘের কান্নায় ভাসি!
ধুধু করা মাঠে শুয়ে দেখি ভেলার আকাশ
তোমার কপাল ছুঁয়ে'ই আমার বুকে মিশে যায় এই অবেলার বাতাস ....
আমি হাসি ,হাসে আমার রাজ্য সাজানো ভাবনারাও
তুমি যারে কল্পনা কও -আমি তারে নিয়াই বাঁচি ।
আর একটা কথা মানি ,
আমার মৃত দেহে কিসের মৃত্যুর ভয় ? অন্তরেতে তুমি'ই আছো তাই
তুমি চিরন্তন অক্ষয়........❤️

ভাবনায় : মেঘ
০৭-০৭-২০২৫ইং

"রাতের নীরবতা বলার চেয়ে বেশি শুনতে শেখায়।আলো না থাকলেও সত্যের মুখ দেখা যায় এখানে।"
02/07/2025

"রাতের নীরবতা বলার চেয়ে বেশি শুনতে শেখায়।
আলো না থাকলেও সত্যের মুখ দেখা যায় এখানে।"

20/05/2025

আশাহত সম্পূর্ণ এক রজণী ;
নিয়মের বেড়াজালে'ই বোধ হয় তোমার রোজকার ভূল ?
আসে আঁধার আদর মাখা থেকে ভোর।
নিভু চোখ আর আবছায়া আলো যে ভোর আমায় চায় নি, সে ভোর কাটে নিসঙ্গ আর নিস্তেজ । -তারপর ;
কাটতে থাকে দেহের প্রহর !
গোধুলি হয়ে ধীরে ধীরে আঁধার যখন আমায় ছুলো
তুমি তখন ক্লান্তির ঘুমে স্বপ্নের সাথে মেঘ ছুলে।
আর,
আকাশ!!
এই আকাশ আজ শিতল আর মেঘাচ্ছন্ন, কারণ -
তোমাতেই আচ্ছন্ন আজন্ম আমি যেমন ছিলাম এই রাতে ।

" শুভ সকাল "❣️

" ভাবনায় : মেঘ "

16/05/2025

উনি একজন কবি
একজন ভয়েস আর্টিস্ট! কিন্তু আজ, কোন এক মায়াবতীর ছলনা তা'কে এ সমাজের চোখে পাগল আক্ষায়িত করলো । তবে, আজো তার কন্ঠে এবং ভাষায় সবাই কবিতা খুঁজে পায় ।

অশ্রু

15/05/2025

ক্ষমা করুন, প্রশান্তির আর্জি আজ হে প্রভু🙏

15/04/2025
তারা ফিলিস্তিন'কে ধ্বংস করতে চেয়েছিলো, কিন্তু আল্লাহ উত্তম পরিকল্পনাকারী  ; আজ সমগ্র বিশ্ব ফিলিস্থিন হয়ে ইহুদিদের সামনে ...
12/04/2025

তারা ফিলিস্তিন'কে ধ্বংস করতে চেয়েছিলো,
কিন্তু আল্লাহ উত্তম পরিকল্পনাকারী ; আজ সমগ্র বিশ্ব ফিলিস্থিন হয়ে ইহুদিদের সামনে আসছে । এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র তাদের ধ্বংস দেখার ।
- বিশ্বের সমস্ত ইহুদির মৃত্যুকামনা করছি ✋

20/03/2025

- মির্জা গালিব 🖤

20/03/2025

ভূল !!
আজন্ম ভূল....

Address

Jamalpur Chak
2000

Telephone

+8801754385692

Website

Alerts

Be the first to know and let us send you an email when অশ্রু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অশ্রু:

Share