16/10/2025
আজকে নাহয়,
দেরিতেই ঘুমাবো আকাঙ্খা জাগ্রত!
ঘুমাতে দেয় না প্রত্যাশা করি, পাওয়ার জন্য।
তবে কি পাই
প্রত্যাশা করি যা'ই ?
তুমি ও যে যেনে গেছে আমি পেঁচার সেপাই, আমি কি'ই বা চাই !
তোমার ক্লান্তির আসে
তোমার স্বপ্ন মাখা চোখ কাজলে'ই ভাসে, আমি ক্লান্ত হই না ক'ভু।
তোমার তুমি'তেই মত্ম তুমি যেথায় আমার প্রত্যাশা মৃত্য................
আত্মকথন :-১০২
ভাবনায় : মেঘ
১৭.১০.২০২৫ ইং