MR Shuvon

MR Shuvon Cow,Goat,fish and poultry are sold at affordable prices.Here the buyer will visit the general form and buy at a price and do not bring any building.
(1)

আমি মোঃ মাসুদুর রহমান শোভন — চিকিৎসা পেশায় নিয়োজিত, সমাজকর্মী, শিক্ষা অনুরাগী । আমি 'SAUA'-এর প্রতিষ্ঠাতা। কৃষির উন্নয়ন, শিক্ষার প্রসার এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।"

🌸 অপেক্ষার প্রহর✍️ মো: মাসুদুর রহমান শোভনতোমার স্মৃতির রোদে পোড়ে মন,বৃষ্টিতে এখনো ভিজে আকুল প্রাণ।হয়তো দেখা হবে কোনো নীল...
09/10/2025

🌸 অপেক্ষার প্রহর

✍️ মো: মাসুদুর রহমান শোভন

তোমার স্মৃতির রোদে পোড়ে মন,
বৃষ্টিতে এখনো ভিজে আকুল প্রাণ।
হয়তো দেখা হবে কোনো নীল বিকেলে,
চুপচাপ চোখে চোখ রেখে, সময় থেমে গেলে।

সময় তোমায় দূরে টেনে নিয়েছে,
তবু অনুভবে তুমি অমলিন রেখেছে।
অপেক্ষা এখন জীবনেরই নাম,
তোমাকেই খুঁজে ফেরে অবিরাম।

#অপেক্ষার_প্রহর
#ভালোবাসার_কবিতা
াব্য #রোমান্টিক_ছোঁয়া
#প্রেমের_ছন্দ

“ভালোবাসা নিঃশব্দে থাকে,হৃদয়ের গভীরে আলো জ্বেলে যায়।যে ভালোবাসে নিঃস্বার্থ, সে হারায় না—শুধু অনন্তে মিশে যায়।” 🌸— মো: ...
07/10/2025

“ভালোবাসা নিঃশব্দে থাকে,
হৃদয়ের গভীরে আলো জ্বেলে যায়।
যে ভালোবাসে নিঃস্বার্থ, সে হারায় না—
শুধু অনন্তে মিশে যায়।” 🌸

— মো: মাসুদুর রহমান শোভন
#ভালোবাসা #হৃদয়স্পর্শী
#জীবনদর্শন

🌱✨আমার শখের বাগান, আমার মনের আয়না।প্রতিটি পাতা, প্রতিটি ফুলে লুকিয়ে আছে ভালোবাসা, যত্ন আর শান্তির গল্প। 🌸🍃এটাই আমার নিজে...
06/10/2025

🌱✨
আমার শখের বাগান, আমার মনের আয়না।
প্রতিটি পাতা, প্রতিটি ফুলে লুকিয়ে আছে ভালোবাসা, যত্ন আর শান্তির গল্প। 🌸🍃
এটাই আমার নিজের ছোট্ট স্বর্গভূমি 💚

#আমার_শখের_বাগান
#গ্রেএন্ড্রেয়াম

🌸 অন্তরের প্রাপ্তি      ✍️ মো: মাসুদুর রহমান শোভনমানুষের মন এক বিচিত্র পথিক,চিরকাল সে প্রাপ্তির পথেই অভ্যস্ত,আর যা অধরা—...
05/10/2025

🌸 অন্তরের প্রাপ্তি
✍️ মো: মাসুদুর রহমান শোভন

মানুষের মন এক বিচিত্র পথিক,
চিরকাল সে প্রাপ্তির পথেই অভ্যস্ত,
আর যা অধরা—তারই পিছু নেয় অবিরাম।

তবে, সময়ের পরশে প্রাপ্তিগুলো মুছে যায় ধীরে,
আর নীরব আকাঙ্ক্ষা জাগে ঢেউয়ের মতো।

তবু প্রকৃত সুখ দূরে নয়—
সে তো লুকানো থাকে এই হাতের মুঠোয়,
কেবল একটি নিশ্বাসে,
কেবল একটি নিবিড় ভালোবাসায়। 🌿

#অন্তরেরপ্রাপ্তি #দার্শনিককবিতা
#চিন্তাভাবনা #জীবনেরদর্শন
#সুখেরপথ #কৃতজ্ঞতা #সন্তুষ্টি

🌧️ বৃষ্টি ভেজা গান 🎶​✍️ মো: মাসুদুর রহমান শোভন​বিকেল নামে বৃষ্টির গান,মেঘে ঢাকা রঙিন প্রাণ।তুমি আর আমি পাশাপাশি,ভিজে যাই...
04/10/2025

🌧️ বৃষ্টি ভেজা গান 🎶
​✍️ মো: মাসুদুর রহমান শোভন

​বিকেল নামে বৃষ্টির গান,
মেঘে ঢাকা রঙিন প্রাণ।
তুমি আর আমি পাশাপাশি,
ভিজে যাই সুখের হাসি।
​বৃষ্টি নামে, ঝরে ঝরে,
মেঘের ছোঁয়া ধরে ধরে।
চোখে চোখে স্বপ্ন জাগে,
ভালোবাসা ঢেউয়ে ভাসে।
​ভিজে পথে মোরা হাঁটি দু'জন,
আকাশেতে প্রেমের গুঞ্জন।
মুহূর্তগুলো সুরের মতো বাজে,
হৃদয়েতে আনন্দই সাজে। 💕

#বৃষ্টিরগান #বর্ষারপ্রেম #ভালোবাসা
#রোমান্টিক #বৃষ্টিবিলাস
#বাংলাকবিতা #ছন্দ #মুক্তোছন্দ

🌞 শুভ সকাল 🌞বাবা-ছেলের পক্ষ থেকে সবার জন্য রইল অফুরন্ত শুভকামনা ও ভালোবাসা। 💖✨আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাক...
03/10/2025

🌞 শুভ সকাল 🌞
বাবা-ছেলের পক্ষ থেকে সবার জন্য রইল অফুরন্ত শুভকামনা ও ভালোবাসা। 💖✨
আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জ্ঞান, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ দান করেন। 🤲🌸

👉 #ব্লেসসিংস

02/10/2025

"অন্ধকার মেনে নিলেই জ্বলে ওঠে সফলতার আলো ✨"

#আলো #অন্ধকার #সফলতা

01/10/2025
🌟 জীবনের আলোছায়া 🌟🖋️ মো: মাসুদুর রহমান শোভনসফলতা আসে ক্ষণিকজোনাকির মতো ঝলমল ঝিলিকসুখ ফিসফিসে আসে চলে যায়গোধূলির রঙে মিল...
30/09/2025

🌟 জীবনের আলোছায়া 🌟

🖋️ মো: মাসুদুর রহমান শোভন

সফলতা আসে ক্ষণিক
জোনাকির মতো ঝলমল ঝিলিক
সুখ ফিসফিসে আসে চলে যায়
গোধূলির রঙে মিলিয়ে যায় ধীরে ধীরে

মানবজীবন—অন্তহীন যুদ্ধক্ষেত্র
অদৃশ্য সংগ্রাম থামে না কখনো
অশ্রু ভেজায় পথের পাতায়
স্বপ্ন জ্বালায় হৃদয়ের দীপ আলোয়

হৃদয়ের নীরব কমল বলে
ভালোবাসা ম্লান হয় না কখনো
স্বপ্ন ভেদ করে অন্ধকার
আশা দেয় নিঃশ্বাসে শক্তি বারবার

অন্ধকার যতই গভীর হোক
মানুষ এগোবে নিরন্তর, অবিচল
কারণ প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে
আলো, প্রেম এবং স্বপ্নের চিরন্তন ছোঁয়া।

#জীবনেরআলোছায়া
#মানবজীবন #আলো
#স্বপ্ন #আশা #ভালোবাসা

Address

ঝাড়কাটা, মাদারগঞ্জ
Jamalpur Sadar Upazila
2010

Alerts

Be the first to know and let us send you an email when MR Shuvon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MR Shuvon:

Share