
09/10/2025
🌸 অপেক্ষার প্রহর
✍️ মো: মাসুদুর রহমান শোভন
তোমার স্মৃতির রোদে পোড়ে মন,
বৃষ্টিতে এখনো ভিজে আকুল প্রাণ।
হয়তো দেখা হবে কোনো নীল বিকেলে,
চুপচাপ চোখে চোখ রেখে, সময় থেমে গেলে।
সময় তোমায় দূরে টেনে নিয়েছে,
তবু অনুভবে তুমি অমলিন রেখেছে।
অপেক্ষা এখন জীবনেরই নাম,
তোমাকেই খুঁজে ফেরে অবিরাম।
#অপেক্ষার_প্রহর
#ভালোবাসার_কবিতা
াব্য #রোমান্টিক_ছোঁয়া
#প্রেমের_ছন্দ