Voyage of English Learning with Alamin Sarker

Voyage of English Learning with Alamin Sarker মানসিক বিকাশ ঘটায় বই,নিজে বই পড়বো অন্য

অভিনন্দন এসএসসি ব্যাচ ২০২৫! তোমাদের জন্য রইলো অনেক শ্রেষ্ঠত্ব এবং সাফল্য,অফুরন্ত দোয়া ও ভালোবাসা।
12/05/2025

অভিনন্দন এসএসসি ব্যাচ ২০২৫!
তোমাদের জন্য রইলো অনেক শ্রেষ্ঠত্ব এবং সাফল্য,অফুরন্ত দোয়া ও ভালোবাসা।

দিনের আলো সূর্য আর জ্ঞানের আলো বই,আলোকিত মন বিকশিত জীবন,বই পড়েই হই।
19/07/2021

দিনের আলো সূর্য আর জ্ঞানের আলো বই,
আলোকিত মন বিকশিত জীবন,বই পড়েই হই।

14/07/2021

” ভাল বন্ধু, ভাল বই এবং একটি শান্ত বিবেক: এটি আদর্শ জীবন ”
— মার্ক টোয়েন

গ্রন্থাগারে জুনিয়র পাঠকদের মতামত ও নতুন বইয়ের তালিকা পেলাম।সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।
13/07/2021

গ্রন্থাগারে জুনিয়র পাঠকদের মতামত ও নতুন বইয়ের তালিকা পেলাম।সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।

আত্মশুদ্ধির জন্য নামাজ পড়ো আর জ্ঞান অর্জন করতে বই পড়ো।
10/07/2021

আত্মশুদ্ধির জন্য নামাজ পড়ো আর জ্ঞান অর্জন করতে বই পড়ো।

বই-ই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ। যার সাথে পার্থিব কেনো সম্পদের তুলনা হতে পারে না। একদিন হয়তো পার্থিব সব সম্পদ বিনষ্ট হয়...
09/07/2021

বই-ই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ। যার সাথে পার্থিব কেনো সম্পদের তুলনা হতে পারে না। একদিন হয়তো পার্থিব সব সম্পদ বিনষ্ট হয়ে যাবে, কিন্তু একটি ভালো বই থেকে প্রাপ্ত জ্ঞান কখনও নিঃশেষ হবে না, তা চিরকাল হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে রাখবে।
সংগৃহীত মন্তব্যঃ জাহিদুল ইসলাম।

আলো যেমন জাগতিক নিয়মে অন্ধকার দূর করে সব কিছু মূর্ত করে , তেমনি বই মানুষের মনের ভেতরে জ্ঞানের আলো এনে যাবতীয় অন্ধকারকে দ...
08/07/2021

আলো যেমন জাগতিক নিয়মে অন্ধকার দূর করে সব কিছু মূর্ত করে , তেমনি বই মানুষের মনের ভেতরে জ্ঞানের আলো এনে যাবতীয় অন্ধকারকে দূর করে চেতনার আলোকে সবকিছুকে উদ্ভাসিত করে দেখায়। আলো শুধু ভৌগোলিক ভাবে ছড়িয়ে যেতে পারে। আর বই অতীত থেকে ভবিষ্যৎ , নিকট থেকে দূরে , প্রান্ত থেকে অন্তে এমনকি যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলোকে পৌঁছে দিতে পারে । তাই দেশ কালের সীমানা অতিক্রম করে জ্ঞানের আলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে একমাত্র বই । শ্রেষ্ঠ শিক্ষা হল আত্মশিখন । আর বই সেই আত্মশিখনের শ্রেষ্ঠ সহায়ক । বিনোদন থেকে শিক্ষা , অবসর যাপন থেকে নিঃসঙ্গতা দূর — সবেতেই বই শ্রেষ্ঠ অবলম্বন হতে পারে ।

মানবিক বিকাশে বই পড়ার বিকল্প নাই। আসুন আমরা বই পড়ি,অন্যদের বই পড়তে উদ্বোধ করি।
08/07/2021

মানবিক বিকাশে বই পড়ার বিকল্প নাই। আসুন আমরা বই পড়ি,অন্যদের বই পড়তে উদ্বোধ করি।

বই পড়ি, সুন্দর জীবন গড়ি।
08/07/2021

বই পড়ি, সুন্দর জীবন গড়ি।

Address

Kastosinga
Jamalpur Sadar Upazila

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voyage of English Learning with Alamin Sarker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share