Jabir's Creation

Jabir's Creation This is Jabir's Biography and Childhood Memory Collection & Digital Content Making Platform
Youtube link: https://www.youtube.com/

13/10/2025

উরাধরা শর্ট, বলের অবস্থা খারাপ!!

13/10/2025

**দাদীর সাথে তেমন একটা থাকা হয় না জাবিরের,
তাই প্রথম কয়েকদিন ওর মনে ছিল ভীষণ কষ্ট।**
মা-বাবা ছাড়া ঘুম, খাওয়া, খেলা—সবই ছিল অচেনা।

কিন্তু সময়ের সাথে সাথে…
*দাদীকেও একটু একটু করে আপন করে নিচ্ছে ও।*
এখন দাদীর হাত ধরে গোসল করে,
সাজুগুজু করে, দাদীর সাথেই খায়-দায়।

**শিশুর মন সত্যিই কত সুন্দর!
ভালোবাসা পেলেই সে মানিয়ে নেয় নতুন পরিবেশ, নতুন মানুষ।**

**আল্লাহ, জাবিরকে তাড়াতাড়ি বড় করে দাও…
শক্ত, মায়াময়, আর হৃদয়বান একজন মানুষ করে তোলো।

---

#জাবির
#দাদীরআদর
#শিশুরমন
#ভালোবাসায়মানিয়ে_নেওয়া


মাহমুদা ও প্রিয়াঙ্কা — দুই ঘনিষ্ঠ বান্ধবী।  ছুটিতে শহরের কোলাহল ছেড়ে গিয়েছিল এক পুরনো গ্রামে, ফারজানার দাদার পরিত্যক্ত প...
12/10/2025

মাহমুদা ও প্রিয়াঙ্কা — দুই ঘনিষ্ঠ বান্ধবী।
ছুটিতে শহরের কোলাহল ছেড়ে গিয়েছিল এক পুরনো গ্রামে, ফারজানার দাদার পরিত্যক্ত পুরনো বাড়িতে।
অনেক বছর ধরে সেখানে কেউ থাকেনি।

প্রথম রাতেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা।

মাহমুদা জানালার পাশে দাঁড়িয়ে দেখে—
একটা সাদা শাড়ি পরা মহিলা দূরে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে।
ভেজা চুল, ফাঁকা চোখের ঘর… যেন শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে।

প্রিয়াঙ্কা বলে, “তুই নিশ্চয় ঘুমচোখে ভুল দেখছিস!”

পরদিন গ্রামের এক বৃদ্ধা বলে—
এই বাড়িতে এক বৃদ্ধা একা মারা যান। তাঁর মরদেহ কেউ পায়নি,
শুধু পায়ের ছাপ মিলেছিল ঘরের ভেতর।

মাহমুদা হেসে বলল,
*“ভূতটা আমাকেই ডাকছে বুঝি?”*

কিন্তু সেই হাসি আর বেশি সময় স্থায়ী হলো না।

সেই রাতেই মাহমুদা বলল,
*"ও বলেছে, আমি যেন এখানেই থেকে যাই…"*

প্রিয়াঙ্কা বুঝতে পারে, মাহমুদার মধ্যে কেমন যেন বদল এসেছে।
চোখে অদ্ভুত চাহনি, মাঝরাতে কথা বলছে — অথচ ঘরে কেউ নেই।

এক রাতে ঘুম ভেঙে দেখে —
মাহমুদা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলছে,
*“আমি থাকবো… তুই ওকে যেতে দে।”*

ভয়ে কাঁপতে থাকে প্রিয়াঙ্কা।
পরদিন সে সিদ্ধান্ত নেয় ফিরে যাবে শহরে।

ফারজানা, যিনি ওদের নিয়ে এসেছিলেন, তিনিও বলেন,
*“বাড়িটা অনেক আগেই অন্যরকম হয়ে গেছে… কে যেন এখানে থেকে যেতে বলে সবসময়।”*

প্রিয়াঙ্কা ব্যাগ গোছাতে থাকে।
বের হওয়ার সময় দেখে—
মাহমুদা বারান্দায় দাঁড়িয়ে, চোখ দুটো ফাঁকা।

সেই একই ভয়ানক কণ্ঠে বলে,
**“তুই যেতে পারিস…
কিন্তু আমি থাকবো।
এই বাড়ি এখন আমার…”**

সেই দিন থেকেই মাহমুদাকে আর খুঁজে পাওয়া যায়নি।

শুধু রাতে কেউ কেউ দেখে,
*বাড়িটার জানালায় এক সাদা ছায়া দাঁড়িয়ে থাকে — কারো জন্য অপেক্ষায়।*

---

** #ভৌতিকগল্প
#মাহমুদা_প্রিয়াঙ্কা
#ফারজানারবাড়ি
#বাংলাভৌতিক
**

12/10/2025

বাবা সব ভেঙ্গে ফেললো রে!!

12/10/2025

বল চলে গেলে মাঠের বাইরে!! #জাবির

12/10/2025

মোবাইলটা ভেঙ্গে গেলো!!!

11/10/2025

Games খেলার নেশায় ধরেছে!!

11/10/2025

পা টা আমার গেলো রে!!

11/10/2025

পড়াশোনা চলছে,এটা আই এম,এটা বাবা,এটা আম্মু!!

11/10/2025

কারো নাক ফাটলে কর্তৃপক্ষ দ্বায়ী না!!

10/10/2025

জাবির এর খেলা

10/10/2025

মাম দাও মাম দেও!!!

Address

Madarganj, Jamalpur
Jamalpur Sadar Upazila
2010

Alerts

Be the first to know and let us send you an email when Jabir's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jabir's Creation:

Share