20/02/2024
তোমার ডাকে ঘুম থেকে উঠা, 😔
তোমার ডাকেই সন্ধ্যায় ঘরে ফিরা।🌃
কোথাও গেলে আমি! বাজারে বা কোনো কাজে,🛒 খোঁজ যে নিতে তুমি।❤️
পোলাপানের সাথে কোনো ভূজে বা খেলার মাঠে,🏏 খোঁজ যে নিতে তুমি বাবা ।❤️
স্কুল বা কলেজের পরীক্ষার দিন,🖋️
রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে, আমার জন্যে ।🕘
পরীক্ষা কেমন হলো, তুমি নিতে প্রথম খোঁজ ।❤️
বাজার শেষে বা নামাজ শেষে, 🛒🤲
মর্জিদ থেকে বাড়িতে এসে,🕌🏠
বাজান বলিয়া ডাকিতে আমায়।📢
নিতে যে আমার খোঁজ । ❤️
আজ কত দিন হলো💫
নেইনা তো কেউ খোঁজ। রাখেনি কেউ খবর ।😥
তোমার মত দ্বিতীয় হবেনা কেউ সমান।🤗
তোমার শোকে পাথর আমি ,🪨
কাটাতে হবে চিরো কাল। 🌄
( মিস ইউ বাবা ❤️❤️
আল্লাহ যেন তোমাকে ভালো রাখে জান্নাতে🤲)