03/09/2024
আমি নাহিদ ইসলাম,
মানুষ আমি একটাই।
তবে ব্যাক্তি ভাগে আমার চরিত্র গুলো আলাদা আলাদা। কারো কাছে আমি এক গম্ভীর মানুষ, কারো কাছে বদমেজাজি, কারো কাছে খুবই ফানি, কারো কাছে হয়তো খুব রোমান্টিক, অনেকের কাছে খুব ভদ্র এবং ভালো মানুষ। আবার কারো কাছে পৃথিবীর সব থেকে খারাপ মানুষটি আমি। তবে মানুষ কিন্তু আমি একটাই!🖤
আমি চেষ্টা করি আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা এবং সততার সাথে পালন করার, আমি চেষ্টা করি একজন আদর্শের মানুষ হিসেবে নিজের সর্বোচ্চ টা দিয়ে অসহায় মানুষ ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার। সর্বোপরি মানুষের সেবা করার।
আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে তা আমাকে দেখিয়ে দিবেন, অবশ্যই তা আমি পরিবর্তন করার চেষ্টা করব। এবং আমাকে আমার ভালো কাজে উৎসাহ দিবেন, ইনশাল্লাহ একদিন বড় ভালো কিছু করে দেখাবো।
সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।
💓নাহিদ ইসলাম💓