
04/10/2025
আলহামদুলিল্লাহ....
NSDA গ্রাফিক্স ডিজাইন লেভেল ৩ উত্তীর্ণ
টিটিসি,মাসকান্দা,ময়মনসিংহ।
বিশেষ করে ধন্যবাদ জানাই প্রিয় মাসুদ হাসান স্যারকে আপনাকে প্রথমদিকে কয়েকদিন পেয়েছি এবং শেষে কিছুদিন আপনাকে পেয়েছি।আমাদের যতটানা কম্পিটেন্ট হওয়ার চিন্তা চিন্তা ছিলো তার চেয়ে আপনার দিগুণ চিন্তা ছিলো। আপনি যেভাবে আমাদেরকে নিয়ে ভেবেছেন এর জন্য মহান রবের নিকট আপনার জন্য দোয়া রইলো। জি.এম রাব্বি স্যার কথা আমরা ভুলতে পারবো না। আপনার সময় না থাকা সত্তেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনার মূল্যবান সময়গুলো আমরা নষ্ট করেছি। আপনার যে শাসনগুলো এখন খুব মনে পড়তাছে। কি জন্য এতো শাসন করতেন এটা এখন বুঝতে পারতেছি। এখন মনে হচ্ছে শিক্ষক হতে হলে এরকমই হওয়া উচিত। Sunjida Akter Bhuyan Dristy ম্যাডাম আপনার কথা আর কি বলবো আপনি একজন অমায়িক মানুষ। আমাদের জন্য আপনার অবদান ভুলার নয়।FiRoz Mahmud ভাই আপনার কথা আর কি বলবো যত জ্বালা যন্ত্রণা আপনাকে দিয়েছি।কারণে অকারণে আপনাকে ফোন দিয়েছি মেসেজ দিয়েছি ,একটা জব একবার না বুঝলেও যতবার না বুঝতে পারছি ততবার বুঝিয়ে দিয়েছেন। আপনাদের অনেক বেশি কষ্ট দিয়েছি , এই তিন মাসে যদি আমাদের কোন কথা বা কাজে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে ছোট হিসেবে আমাদের ক্ষমা করে দিবেন। সবশেষে রিয়াদ ভাই,পায়েল ভাই,সাজিদ ভাই ও সৌরভ রয় আপনাদের কেউ অসংখ্য ধন্যবাদ আজকে সারাদিন না খেয়ে আমাদের জন্য কষ্ট করার জন্য।আপনাদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইলো।আমাদের জন্য দোয়া চাই, যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি।