
07/10/2022
তোমরা ভালোবাসার কথা বলো—
আমি তাকে পাবো-না জেনেও ভালোবাসি
কাছ থেকে দেখার সুযোগ হয়ে উঠে নি কখনো
তবু-ও দূর থেকে`ই তার সৌন্দর্য উপলব্ধি করতে জানি।
সে তো অনেক সুন্দর, তবুও তাকে মন ভরে দেখার প্রয়াশ আজও আমার হয়ে ওঠে নি
তার কথাতেই আমি বিমুগ্ধ হই বার বার,
জানি তো আমি,সে অনেক কথা বলে এটাও মানি
তবে,তাকে মন ভরে শোনা হয় নি আমার,
এই বিতৃষ্ণাটাও পিছু ছাড়ছে না আর।
তাকে ভালোবাসি আমি,যাকে আজ অব্দি সামনে থেকেই দেখি নি।
কি অদ্ভুত না!
যার প্রতি আমার এত মায়া,কভু মাড়ায় নি আমি তার ছায়া
যার ভাবনায় আমার দিন রাত পাড়ি হয়,
রাত অসারে ব্যতীত তার সাথে কভু না সাক্ষাৎ হয়।
যেমনটাই হোক,মানুষটা কিন্তু একান্তই আমার।
হয়তো-বা সাথে থাকা হয়ে উঠবে না কখনো
কিংবা সামনে থেকে দেখবোও না কখনো,
কভু না কথা হবে আমাদের আর
তবুও সব শেষে মানুষটা একান্তই আমার।
স্ব শরীরে সে সান্নিধ্যে অন্য কারোর
আমার ধরা ছোঁয়ার অতীত সে,
হয়তো-বা অন্যের হাতের সন্নিকটে।
সবার চক্ষুর সম্মুখে আসা ব্যক্তিটা আমার ছিলো না কভু
আর চাই ও নি যে সে আমার হোক কভু।
আমার জনের তো তার ভেতরে বাস,
যার ভেতরে আমারই আবাস।
সেই মানুষটা একান্তই আমার,
তার চাওয়া না চাওয়ার বাইরে গিয়েও শুধুই আমার।
কতটা অধিকার বোধ তার প্রতি আমার,
হয়তো-বা ভালোবাসি তাই, নয়তো অধিকার খাটাতে দিচ্ছে তাই।
শত সহস্র লোকের মাঝে শুধু একজন সে
যাকে ভালোবেসে আমার হৃদয় সদা ব্যাকুল থাকে,
অভিযোগ তো হওয়ারই কথা,একজন মানুষ আমার,
সে আমার হ'য়েও হলো না আমার।
বড্ডই বোকা যে,শুনি আমার মতোন ভালো বাসবে কে?
সবাই তো আর আমি না!
না হয় সবচেয়ে খারাপ মানুষটাই আমি,
তবুও বলছি, আমার মতোন কে ভালোবাসবে শুনি?
শত উপেক্ষার পর কে কাছে টেনে নিবে শুনি?
সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে ভালো বাসবে হয়তো-বা সে,
তার সৌন্দর্য আজ অব্দি আমার দেখাই হয় নি যে।
প্রখর ব্যক্তিত্ব,আর কতটা বিশালতা তার
হয়তো-বা কেউ মুগ্ধ হয়ে ভালো বাসবে আবার।
আমিও তো বাসি,না জেনে না শুনে কভু না দেখেও ভালোবাসি
তাহার কথা ভাবতে ভাবতে রাত্রি ভোর করি।
একান্তই আমার মানুষ টাকে আমি বড্ডই ভালোবাসি।